প্রায় ৮০ দশক থেকে জমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে আসছে বিদ্যুৎ চালিত মটর ||steemCreated with Sketch.

in hive-131369 •  2 years ago 
আসসালামু আলাইকুম

১লা মে ২০২৩


হ্যালো ব্লগার,আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের ৮০-দশক থেকে কৃষিতে ব্যবহৃত হওয়া সেচ দেওয়ার মটর নিয়ে কিছু কথা শেয়ার করব।



কভার ফটো




ক্যানভা দ্বারা তৈরি



প্রায় ৫০-দশক থেকে আমরা জমিতে শ্যালো মেশিনের সাহায্যে সেচ দিয়ে আসছি। এই শ্যালো মেশিন দিয়ে অনেক জমিতে একসাথে সেচ দেওয়া অনেক পরিশ্রম হয়ে থাকে বলে ৮০-এর দশকে নতুন প্রযুক্তি ব্যবহৃত হয়। বর্তমানে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার হলেও এটি আবিষ্কার হওয়ার প্রায় ৪০ বছর পার হয়ে গেছে। তাই তেমন একটি নতুন প্রযুক্তি নয় এই মটর চালিত সেচ ব্যবস্থা। শ্যালো মেশিন অনেক জায়গাতে একসাথে পানি দিতে অনেক ভেজাল পোহাতে হলেও এই মটর দিয়ে নালা করে একসাথে অনেক জমিতে পানি দেওয়া যায়। এই প্রযুক্তি তেমন একটি নতুন ও না আমার পুরাতন ও না।





বাংলাদেশের ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ চালিত বাতি জ্বলতে দেখা যায়। বিদ্যুৎ আসার পর থেকে আমাদের দেশের মানুষ তাদের কষ্ট সফল করার জন্য কৃষিতে নতুন প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। তারই ধারাবাহিকতায় শুরু হয়ে গেছে পানি উঠানোর নতুন ব্যবস্থা। প্রায় ১৯৪০ থেকে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিতে থাকে আমাদের দেশের কৃষক আর এই প্রযুক্তি চলতে থাকে প্রায় ৮০- দশক অবধি।এর পরে বিদ্যুৎ অনেক বেশি যোগান দেওয়ার কারনে শুরু হয় মটর চালিত পানি সেচ ব্যবস্থা। আর এই সেচ দেওয়ার কারনে সবথেকে বেশি কৃষিতে লাভবান হয়ে থাকে আমাদের কৃষক সমাজ।




এই মটর চালানোর জন্য প্রথমে প্রয়োজন হয়ে থাকে বিদ্যুৎ সংযোগ। সাধারণত আমাদের বাসায় যে মটর চালাই তা শুধু বিদ্যুৎ সংযোগ হলেই হয় কিন্তু জমিতে সেচ দেওয়া মটরের জন্য প্রয়োজন পড়ে একটি বাড়তি ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মা বেশি মানের বিদ্যুৎকে কম করে মটরে প্রবেশ করায়। একটি মটর একদিন ২৪ ঘন্টার মধ্যে আমাদের জমিতে ২০ ঘন্টা সার্ভিস দিতে পারে৷ আর এর সবথেকে ভালো দিক হলো এই মটর চালানোর জন্য কোনো শব্দ দূষন হয় না। আরেকটি ভালো দিক হলো এর খরচ অনেক কম পড়ে। কোনো প্রকার কার্বনডাইঅক্সাইড তৈরি করেনা। যার কারনে বাতাসও দূষিত হয় না।




৮০-দশকে এই আবিষ্কার আমাদের জন্য আশির্বাদ সরূপ। ৮০-দশক থেকে এখনও গ্রাম অঞ্চলে ব্যবহার হয়ে থাকে এই মটর চালিত পানি তোলার সেচ ব্যবস্থা। বর্তমান সময়ে অনেক আধুনিক ডিপকল বাহির হয়েছে কিন্তু তা ব্যবহারে অনেক বেশি অর্থ ব্যয়ের কারনে মধ্যবিত্ত কৃষক অনেক অল্প টাকা খরজ করে জমিতে সেচ দিয়ে থাকে।
জমিতে সঠিক সময়ে সেচ দেওয়ার জন্য একটি ভালো মাধ্যম হলো এই সেচ ব্যবস্থা। অনেক অল্প পরিমানে বিদ্যুৎ অপচয় হয় এই মটরে,যার কারনে আমাদের দেশের সম্পদও তেমন ক্ষতির মুখে পড়েনা। আমরা অনেক সহজেই যার কারনে বলতে পারি বিদ্যুৎ ব্যবহার করে আমাদের পানি তোলার প্রযুক্তি অনেক উপগারী।


একটি ছোট ৪ হর্স পাওয়ারের মটর দিয়ে আমরা অনেক সহজে ১০০ বিঘা জমিতে সেচ দিতে পারি। অনেকেই এই সেচ পেশাকে ব্যবস্যা হিসাবে গ্রহন করেছে। এই ব্যবস্যা করে অনেকে অনকে টাকা উপার্জন করেছে।

আমি আজকে সকালে এই মটর দিয়ে নিজের জমিতে সেচ দিয়ে আসলাম। এই সেচ ব্যবস্থা অনেক ভালো লাগল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম এর কার্যকরীতা নিয়ে। এর সেচের পানিতে অনেকেই গোসল করে থাকে। আমি নিজেও এই পানিতে গোসল করে সেচ দিয়ে এসেছি। আমাদের স্টিম ব্লগার গ্রমের সজীব ভাইয়ের একটা মটর আছে উনি এই সেচ ব্যবসার সাথে জড়িত।উনি নিজের জমির পাশাপাশি অন্যদের টাকা দিয়ে জমিতে সেচ দিয়ে থাকে।



ডিভাইস সংক্রান্ত তথ্যবলিঃ
ডিভাইসরেডমি নোট ১০প্রো
ফটোগ্রাফার@mainuna
লোকেশনপার্বতীপুর,দিনাজপুর
ছবি তোলার সময়সকাল ১১ টা

এই ছিলো আমার আজকের আলোচনার বিষয়। আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য অনেক ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আগে শ্যালো মেশিনের মাধ্যমে জমিতে পানি সেচ দেওয়া হতো। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তন সাথে সাথে বিদ্যুৎ চালিত মটর ব্যবহার করা হয়। এই বিদ্যুৎ চালিত মটর দিয়ে সহজেই অল্প সময়ে বেশি জমিতে পানি সেচ দেওয়া যায়। আপনার তোলা ফটোগ্রাফিক গুলো অসাধারণ হয়েছে।

ধন্যবাদ আন্টি।

  ·  2 years ago (edited)

সেচ কাজে ব্যবহৃত মোটর নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। শ্যালো মেশিনের চেয়ে স্বল্প খরচে এবং অল্প পরিশ্রমে সেচ করার সম্পূর্ণ করা যায়। আমার এই মোটরের একটি খারাপ দিকে রয়েছে কারেন্ট গেলে ঘন্টার পর ঘন্টা মডার অফ থাকে। অপরদিকে ছাড়া মেশিন তেল যতক্ষণ পানিও ততক্ষণ। ধন্যবাদ ভাইয়া মোটর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনার জন্য শুভকামনা রইলো।

অনেক ধন্যবাদ।

বিদ্যুৎ চালিত মটার দিয়ে জমিতে পানি সেচ খুব সহজ হয়েছে। বিদ্যুৎ চালিত মটার হওয়ায় শ্যালো মেশিনের চাহিদা দিন দিন হারিয়ে যাচ্ছে। আশি দশক থেকে জমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহার হয়ে আসছে বিদ্যুৎ চালিত মটার। আপনার পোস্ট কিছু বানান ভূল আছে সংশোধন করবেন আশা করি।

জি আপনার কথা লিখেছি।

বিদ্যুৎ চালিত মোটর দিয়ে খুব সহজেই জমিতে সেচ দেওয়া যায়। মোটর দিয়ে পানি দেওয়ার ফলে খরচ অনেক কমে গিয়েছে।আগে মানুষ ডিজেল মেশিন দিয়ে জমিতে পানি দিত। ভালো লিখেছেন ভাই শুভকামনা রইল

ধন্যবাদ প্রিয় ভাই।

Loading...

সেচের কাজে ব্যবহৃত বিদ্যুৎ চালিত মটর নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আগেরকার যুগে বিদ্যুৎ ছিল না বলেই মানুষ ইঞ্জিন চালিত শ্যালো মেশিন ব্যবহার করে আসছিল। পরে যখন বিদ্যুৎ ঘরে ঘরে আসলো তখন এই বিদ্যুৎ চালিত মটর দিয়ে জমিতে ও বাড়ির কাজে ব্যবহার করা হয়। বিদ্যুৎ চালিত মটর দিয়ে অনেক জমিতে পানি সেচ দেওয়া যায় এটা সত্য। ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে।

বিদ্যুৎ চালিত মটর নিয়ে অসাধারণ লেখছেন ভাই, আগে মানুষ ইঞ্জিন চালিত মেশিন ব্যবহার করতো,আর বিদ্যুৎ চালিত মটরে বেশি কষ্ট করতে হয় না, আপনি অনেক সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

ধন্যবাদ।

বিদ্যুৎ চালিত মটার নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই বিদ্যুৎ চালিত মটার আমাদের গ্রাম অঞ্চলে হওয়ায় শ্যালো মেশিন এর ব্যবহার দিন দিন হারিয়ে যাচ্ছে। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ।

বর্তমানে সবাই এখন বিদ্যুৎ চালিত মটর ব্যবহার করছে। আর এর ফলে পুরাতন জিনিস গুলোর ব্যবহার অনেক অংশে কমে গেছে।

ধন্যবাদ।

ভাই কি কৃষক হওয়ার চিন্তা করোছেন না কি বাহে😁😁😁 এলা বিয়া করে শশুরের জমিতে চাষ করো🤭🤭🤭

এইলা কথা ভাই। বড় ভাইয়েরা বিয়ে করতে পারে না। আমি এতো বলি আমবাডি চলেন কথা তো শুনেন না। টেস্টোরেস্ট হরমোন বাড়াইতে হবে।😁খেজুর আর কলা বেশি করে খাইতে হবে আর সপ্তাহে দুইদিন গরুর গোস্ত ভাই।😁

আগের দিনে ইঞ্জিন চালিত মেশিন দ্বারা সেচ দেওয়া হতো, আধুনিক মোটর চালিত ইলেকট্রিক মোটর নামার কারণে, সেচ পদ্ধতি সহজ হয়ে গিয়েছে। ইলেকট্রিক মোটর থাকার কারণে এখন বিলুপ্ত হয়েছে ডিজেল চালিত ইঞ্জিন। অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া।

বিদ্যুৎ চালিত সেচ দিয়ে খুব কম সময়ে অনেক জমিতে পানি দেওয়া হয়।এতে সময় ও টাকা কম খরচ হয়।যা একজন কৃষকের জন্য খুবই মূল্যবান।আসলেই আপনি খুব সুন্দর একটি দিক তুলে ধরেছেন আমাদের মাঝে।ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপনার ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

এই বিদ্যুৎ চালিত মটরের সাহায্যে জমিতে সেচ দেওয়ার কারনে গ্রামে বিদ্যুৎ এর ঘাটতি দেখা যায় এবং ফলাফল হিসেবে দীর্ঘ সময় হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। তবে এই মটর দিয়ে সেচ দেওয়ার ফলে খরচ অনেক কম হয় যা কৃষকের জন্য সুবিধাজনক।

ধন্যবাদ আপু।