প্রাচীতম চিকিৎসায় ব্যবহৃত হওয়া কট মাছের কাটা || ০৯ জুন ২০২৩steemCreated with Sketch.

in hive-131369 •  2 years ago 

আসসালামু আলাইকুম


আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে প্রাচীন যুগ থেকে চলে আসা বাত- ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত কট মাছের হাড়ের চিকিৎসা নিয়ে কিছু কথা শেয়ার করব।


কভার ফটো


ফটো কোলাজ দ্বারা তৈরি


বিচিত্র পেশা মাছের কাটা বিক্রি করে জীবীকা নির্বাহ করছেন একদল মানুষ। প্রাচীনকালে যখন ছিলোনা কোনো মেডিসিন তখন এই মাছের কাটা গাছের ছাল দিয়েই চিকিৎসা করা হইতো। জীবন থাকা অবস্থায় এই কট মাছ অনেক বেশি বিশাক্ত থাকে। এই কট মাছের কাটা কারো শরীরে লাগলে পচন ধরে যেতে পারে শরীর। কিন্তু মৃত অবস্থায় এর কাটাই ব্যবহার হয় ব্যথা দূর করতে। অনেকের কমরের ব্যথা গিটের ব্যথা বিভিন্ন রকম ব্যথা থাকে এইগুলা দূর করতে ব্যবহার হয় কট মাছের হাড় বা কাটা।



বেশ কিছুদিন আগে ভবানীপুরে আমি হাইওয়ের পাশে অবিবাহিত @shamimhossain ভাইকে নিয়ে চা খাওয়ার জন্য বসে ছিলাম। সেখানে একজন ব্যবসায়ীর সাথে কথা বলি যিনি এই কাটার ব্যবসা করে থাকে। তিনি আমাদের জানায় এই পেশার সাথে প্রায় ৩০ বছর ধরে তিনি জড়িত আছেন। ওই ব্যবসায়ী আমাদের জানায় তিনি কট মাছের কাটা ভারত থেকে সংগ্রহ করে থাকেন। একটি কট কাছের মেরুদণ্ড কিনতে বিক্রেতার খরচ পড়ে ২৩০০ টাকা। আর সেটা তিনি বিক্রি করে প্রতিপিস ১০০ টাকা করে। কারো যদি কোনো ক্যালসিয়াম এর ঘার্তি হয় তাহলে যে ব্যথা হয় সেটাও দূর হয়ে থাকে। আমার অবশ্য বিশ্বাস হয় না এই সকল কাজ। অন্যদিকে শামিম ভাই শুধু দেখতেছে।



উনি সত্য কথা বলেছেন নাকি মিথ্যা বলেছেন সেটা যাচাই করার জন্য আমি সার্চ করি সেখানে দেখতে পাই অনেক প্রাচীনতম চিকিৎসা হিসাবে কট মাছের কাটা ব্যবহার করা হয়েছিল ।কট মাছ মানুষ এমনিতেই খায়না তবে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে আবার অনেক এলাকায় প্রক্রিয়াজাত করে খায়। কট মাছের মেরুদণ্ড ব্যথা নিরাময়ের কাজে লাগে আবার চামলা দিয়ে কি জানি বানায় সেটা এখন আমার মনে নাই।



কিন্তু এতো প্রাচীন কাল থেকে এই মাছের কাটা ব্যবহার হয়ে আসলেও বর্তমানে আমার কাছে এই পদ্ধতি মোটেও বিশ্বাসের নয়। বর্তমানে ৮০% ছেলেমেয়ে এই পদ্ধতিকে ভূয়া মনে করে থাকে। আসলেই এই পদ্ধতি কাজের কিনা তা কখনো পরিক্ষা করি নাই। তবে আমাদেশের শামিম ভাই এই পদ্ধতি গুলা যে বিশ্বাস করে তার প্রমান হলো হাতের আংটি। তিনি নাকি এই আংকি ভারতেন কামুঙ্কা থেকে এনেছে শরীর ভালো রাখার জন্য। আপনাদের কাছে আমি জানতে চাই এই চিকিৎসা পদ্ধতি কিছু আদোও কার্যকর? নাকি অনেকেই অযথা ব্যবহার করছে।



মাছের কাটা বিক্রি করে এই মানুষ দিনে ২০০০-৩০০০ টাকা ইনকাম করে থাকে। আপনার মতামত জানতে চাই আসলেই এই মাছের কাটা ব্যবহার কতটা ব্যথা কমাতে সক্ষম বা আদোও কোনো সত্যতা আছে কিনা।



ডিভাইস সংক্রান্ত তথ্যবলিঃ
ডিভাইসরেডমি নোট ১০প্রো
ফটোগ্রাফার@mainuna
লোকেশনHWJR+46C ভবানীপুর


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

বাত ব্যথার চিকিৎসার জন্য এসব কট মাছের কাঁটা ব্যবহার করে কবিরাজরা। যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে। অনেক সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার পোস্ট এর মাধ্যমে অনেক কিছু জানলাম

সজীব মামু এই চিকিৎসার কবিরাজ। ধন্যবাদ ভাই।

Feedback / Observation

সব পাখিতে মাছ খায় কিন্তু দোষ হয় মাছরাঙার ঠিক তেমনই কে কি করে করুক দোষ আমারই হবে🤔🤔🤔🤔

দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি। সুন্দর ভাবে কট মাছের কাটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ

IMG-20230413-WA0003.jpg

কেনো ভাই 😄 আপনি তো ছিলেন।ছেলেরা হাকাও একটা ভালো মানুষের দোস দেয় 😄

🤔🤔🤔🤔

অনেকের কমরের ব্যথা গিটের ব্যথা বিভিন্ন রকম ব্যথা থাকে এইগুলা দূর করতে ব্যবহার হয় কট মাছের হাড় বা কাটা।

উপরে আপনার এই কথাগুলো আমি এর আগেও অনেকের কাছে শুনেছি। তবে সরাসরি চিকিৎসা পদ্ধতি দেখার সৌভাগ্য আমার হয়নি। ভিন্ন রকম একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন।লিখেছেন অনেক ভালো। শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া।

এমন কোন অভিজ্ঞতা আমার এখনো হয়নি। আমি কোন মন্তব্য করতে পারছি না। প্রাচীনকাল থেকেই এমন প্রথা আমাদের দেশে চলে আসছে। যেগুলো অনেকেই মনেপ্রাণে বিশ্বাস করে। একটি ভিন্ন ধর্মী বিষয় তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

কট মাছের কাটা নিয়ে দারুণ লেখছেন ভাই।এই মাছের কাটার কথা অনেক শুনছি।আগের মানুষ এগুলো বেশি ব্যবহার করে।আপনি সুন্দর ভাবে সাজিয়ে লেখছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

অসাধারণ একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। মাছের কাটা দিয়ে এমন কিছু করা হয় জানতাম না আগে। আপনি বেশ চমৎকার একটি পোস্ট করেছেন। ধন্যবাদ

এসব কবিরাজের দোকানগুলো আমাদের বাজারে প্রায় দেখা যায়। সবারই পোষ্টের শুধু শামীম ভাই শামীম ভাই তো সেলিব্রিটি মানুষ। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

শামিম ভাই এইলা বিশ্বাস করে।😄