মৌমাছি🐝 মৌমাছি🐝 কোথা যাও নাচি নাচি🐝।। দাঁড়াও না একবার ভাই।।।। 🐝

in hive-131369 •  2 years ago  (edited)
স্টিম ফর ট্রেডিশন

রমজান মোবারক দিয়ে শুরু করছি স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে মৌমাছি নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি।

শুরুতে আজকের তারিখঃ
দিনমাসবছরধরন
২৫মার্চ২০২৩ইংরেজি
১০চৈত্র১৪২৯বঙ্গাব্দ
০২রমজান১৪৪৪হিজরি
কভার ফটো
IMG_20230324_203030.jpg

আমরা যারা এই পোস্টটি পড়ছি তার অবশ্যই বুঝতে পারছেন আজ মৌমাছি নিয়ে আমি কথা বলবো। আমাদের পৃথিবীতে মৌমাছির অনেক অবদান তাই মৌমাছি সম্পর্কে বিস্তারিত বলতে হারিজ হলাম আপনাদের সামনে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

এই ব্লগটি করতে গিয়ে ১ম রোজার দিনে আমাকে ২টি মৌমাছির ঘুতো/হুল খেতে হয়েছে। আমাদের অফিসের রেলিং এর নিচে মৌমাছি বাসা বেধেছে তাই মৌমাছি নিয়ে দুটি কথা আপনাদের কাছে শেয়ার করতে গিয়ে মৌমাছির ঘুতো/হুল খেতে হলো। ছবি প্রায় অসম্ভব ছিল দুজনের সাহায্য নিয়ে ঝুলে রেলিং এর উপর থেকে ছবি সংগ্রহ করেছি।
মৌমাছি নিয়ে মজার ছড়া ছোট বেলায় পড়েছিলাম
IMG_20230324_192207.jpg

ছড়া - কাজের আনন্দ

মৌমাছি, মৌমাছি🐝

কোথা যাও নাচি নাচি,🐝

দাঁড়াও না একবার ভাই।🐝

ওই ফুল ফোটে বনে 🐝

যাই মধু আহরণে 🐝

দাঁড়াবার সময় তো নাই।🐝 এই কবিতা মনে হারানোর মত নয়। অনেক সুন্দর ছড়া মনে আজও গেথে আছে। মৌমাছির মজার কিছু আচরন বিধি আছে জানলে চোখ উপরে উঠে। কয়েকটি মজার তথ্য করতে চলছি।

মৌমাছি সম্পর্কে কয়েকটি তথ্য
পৃথিবীতে মৌমাছি শূন্য হয়ে গেলে গোটা পৃথিবী মোটে ৪ বছর টিকে থাকবে
honey-bee-4314838_1280.jpg

সোর্স

হ্যাঁ এটাই সত্যি পৃথিবীতে মৌমাছি শূন্য হয়ে গেলে গোটা পৃথিবী মোটে মাত্র ৪ (চার) বছর টিকে থাকবে কারণ আমরা যে শাকসবজি বা ফল খেয়ে থাকি খাই, তার বেশির ভাগই উৎপাদন হয় পরাগায়নের মাধ্যমে। মৌমাছি হলো প্রকৃতির গুরুত্বপূর্ণ পরাগায়ণকারী। আমাদের পৃথিবীতে প্রায় ৮০-৯০ জাতের ফসল উৎপাদনের জন্য মৌমাছি প্রয়োজন হয়। অধিকাংশ গাছ ফুলের পরাগায়ণ ছাড়া বীজ উৎপাদন করতে পারে না। আমাদের বা অন্যান্য দেশের মৌয়ালরা মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির আসাব নষ্ট করে দেয়। এতে মৌমাছি তাদের সংখ্যা বাড়াতে পারে না। মৌমাছি আছে বলই ফুলের পরাগায়ণ থেকে হয় ফল বা বীজ এবং সেই বীজ থেকে জন্মায় নতুন গাছ। মৌমাছি না থাকলে আমাদের খাদ্য উৎপাদন কমে যাবে এবং পৃথিবীর মানুষের খাদ্য সংকট পড়ে মারা যাবে।

মধু সংগ্রহ ও তাদের কাজ
মৌমাছি কিভাবে মধু জমা করে
IMG_20230324_192613.jpg

প্রতিটি মৌচাকে একাটি রানী মৌমাছি এবং অনেক শ্রমিক মৌমাছি থাকে। শ্রমিক মৌমাছিরা ফুলের মিষ্টি রস শুষে নেয় এবং তা জমা করে পাকস্থলীর উপরে। এরপর জমা করে খোপে। শ্রমিক মৌমাছিরা জোরে ডানা নেড়ে খোপে রক্ষিত মধু থেকে বাড়তি পানি সরিয়ে দেয়। ফলে এক সময় ফুলের মিষ্টি রস হয়ে যায় ঘন মধু, যা জমা রাখে নিজেদের ও বাচ্চাদের খাবার হিসাবে। মধু জমা রাখার পর খোপগুলোর মুখ মোম দিয়ে বন্ধ করে দেয়।

রাণী মৌমাছির কাজ কি
IMG_20230324_192530.jpg

রাণী মৌমাছি সবচেয়ে বড় প্রকৃতির। এর পেট বেশ লম্বা ও প্রশস্ত এবং ডানা দুটো ছোট। একটি চাকে একটি মাত্র রাণী মৌমাছি থাকে। এর একমাত্র কাজ ডিম পাড়া এবং সবাই ঠিকঠাক মত কাজ করছে কি না তা দেখা শোনা করা। রাণী মৌমাছি জীবনে একবারই মাত্র একটি পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হয়। শ্রমিক মৌমাছির তত্ত্ববধানে এক বিশেষ ধরনের খাবার খেয়ে নতুন রাণী তৈরী হয়। এ খাবারের জন্য সে পরবর্তীতে ডিম পাড়তে সক্ষম হয় ও আয়ুষ্কাল বেড়ে যায়। একটি রাণী মৌমাছির আয়ুষ্কাল প্রায় ৩ বছর।

আপনাদের কাছে জানতে চাই
জীবনে কোনদিন মৌচাকে ঢিল মেরে দৌড়ে পালিয়েছেন কি না🤔??
throwing-154588_1280.png

সোর্স

মৌমাছিরা কঠোর পরিশ্রমী হয়
IMG_20230324_192613.jpgIMG_20230324_192530.jpg

একটি বিষয় আপনি জালনে অবাক হবেন যে, একটি কর্মী মৌমাছি তার পুরো জীবনে এক চা চামচের চার ভাগের এক ভাগ মধু সংগ্রহ করে থাকে। আর আমারা অতি সহজে মৌমাছিকে তাড়িয়ে দিয়ে মধু সংগ্রহ করে থাকি। রাণী মৌমাছি সব সময় নজরদারি করে থাকেন কেউ তার কাজকে অবহেলা বা অপারগতা স্বীকার করলে সঙ্গে সঙ্গে তাকে বন্দি বা মরে ফেলা হয়। তাই মৌমাছিকে কঠোর পরিশ্রমী প্রানী বলা হয়ে থাকে। আরো অবাক করা বিষয় হলো মৌমাছি এক সেকেন্ডে প্রায় ১৭০ থেকে ২০০ বার তার ডানা ঝাপটায় সেই জন্য মৌমাছি উড়ার সময় ভোঁ ভোঁ শব্দ করে। প্রকৃতপক্ষে মানুষকে হুল ফোটানোর জন্য সদা ব্যস্ত থাকে না। যখন আমরা তাদেরকে বিরক্ত করি তখনই তারা হুল দিতে পারে। মৌমাছি তার বাসাকে বাঁচাতে সৈন্যবাহিনীকে সংকেত দেওয়ার জন্য ফেরোমন ব্যবহার করে। তাদের উপর কোন প্রকার আক্রমণের আভাস পেলে সংকেতের মাধ্যমে বাকি মৌমাছিগুলো হুল ফোটাযনোর জন্য বেড়িয়ে পড়ে। এই হুল🐝 কতটা বেদনাদায়ক হতে পারে যে হুল খায় সেই একমাত্র মাত্রই বুঝতে পারে।

মৌচাকের অবস্থান
IMG_20230324_204042.jpg

আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কিভাবে সেখান থেকে ছবি সংগ্রহ করছে। অনেক উপরে মৌমাছির বাসা থাকায় আমি উপরে উঠে ছবি সংগ্রহ করা শুরু করি জায়গাটিতে প্রায় ছবি তোলা অসম্ভব তাই ভিডিও চালু করে একহাত বন্ধুদের হাতে আর এক হাত দিয়ে ভিডিও করে পরে স্কিন সর্ট করে ছবি বানিয়েছি৷ মৌমাছি গুলো হয়তো ভাবছিল আমি তাদের আক্রমণ করবো তাই আমাকে উল্টো আক্রমণ দিয়ে দিয়েছে। কাছ আর একটি বিষয় খেয়াল করলাম তাদে বাসা অনেক পরিষ্কার কোথাও ময়লা নেই। তবে মধুতে অনেক।

মধুর উপকারিতা
honey-7236736_1280.png

সোর্স

মধুর উপকারিতা

  • মধু ভালো শক্তি প্রদানকারী খাদ্য। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে।

  • মধুতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয়। কারণ এতে যে ডেক্সট্রিন থাকে তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে কাজ করে।

  • রক্তশূন্যতা কমাতে মধু সহায়ক। মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে।

  • যৌন দুর্বলতায় মধু অত্যন্ত সহায়ক। তারুণ্য বজায় রাখতেও মধুর ভূমিকা অপরিহার্য। মধু এন্টি অক্সিডেন্ট যা ত্বকের রঙ ও ত্বক সুন্দর করে।

  • ত্বকের ভাঁজ পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে। শরীরের সামগ্রিক শক্তি বাড়ায় ও তারুণ্য বাড়ায়।

  • ধিরে ধিরে মৌচাক হারিয়ে যাচ্ছে। আমরা বুঝতেই পারলাম মৌমাছি না বাঁচলে আমাদের কি অবস্থা হবে। আমাদের এগিয়ে আসতে হবে। অযথা কোন কারণে মৌচাক নষ্ট করা যাবে না। মোট কথা মৌমাছি বেঁচে থাকলে আমরা বাঁচতে পারবো।

    আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলের সুসাস্থ কামনা করে আমি মৌমাছির নিয়ে ছোট গল্প আকারে আংশিক বিস্তারিত তুলে ধরলাম। আর একটি পোস্টে এর ২য় পর্ব আপনাদের মাঝে তুলে ধরবে। সকলেই ভাল থাকবেন এবং পরবর্তী পোস্টে আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে। ইনশাআল্লাহ



    4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

    আমার পরিচয়
    IMG-20230322-WA0015.jpg
    আসসালামুআলাইকুম, আমার নাম মোঃ মাসুদ রানা। আমার স্টিমিট ইউজার নেম @masud-rana। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়াশোনা করছি এখন ই-কমার্স ব্যবসার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ফটোগ্রাফি অনেক ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আমি খেলা-ধুলা করতে ভালবাসি এবং তাছাড়া আমি ও নিজেই ভাল ভাল রান্না রেসিপি করি। সকলেই ভাল থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।


    4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

    A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddfwF5kKVgfqKcJVzUC9zYpVySrombAoJ3HAAeFQAp75RFb8MQ43pMYHPBT9qy...HWxLhWyc4W792ch6jCeMvo9kmPKWSQ1iuhrHF8xTv7psP2kRTN87Vk3bZKTqMK7opAJm74uk39zpSkWn47CVhohgarZXChtLKqQadYStZyy9eBJ4io27N3AWjg.png

    You can also vote for @bangla.witness witnesses

    3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
    Vote for @bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মৌমাছি ও মধু নিয়ে বেশ চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। মৌমাছিরা মধু সংগ্রহ করে বলেই আমরা মধু পাই।আপনি বেশ সাজিয়ে গুছিয়ে বিভিন্ন রকমের তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনার সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ।

অসাধারণ পোস্ট করছেন ভাই, মৌমাছি ফুলে ফুলে মধু সংগ্রহ করে। মধুর অনেক উপকারিতা রয়েছে। সব বিষয় গুলো আপনি তুলে ধরছেন সে জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যা একবার ঠিল মেরেছিলাম, তবে বেশি কামুড় খাই নাই কারণ আমাকে ধরতে পারে নাই, তাও ২, ৩ টা কামুড় খাইছিলাম, আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। এবং মৌমাছি সম্পর্কে অনেক তথ্য তুলে ধরছেন। অসাধারণ সুন্দর হয়েছে আপনার পোস্ট। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

😄😄আচ্ছা মৌমাছির মিষ্টি আদর তাহলে পেয়েছেন। সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ আপনাকে।

যখন আপনার পোস্টটি আমি আমার ফোনের স্ক্রিনে দেখেছি তখনই মনে হলো,"ইনি তো মৌচাকের ছবি তুলেছেন মৌমাছির হুল কি খেয়েছেন। "😁😁😁 পরে দেখলাম যে খেয়েছেন আদর। মৌমাছিরা সত্যিসত্যিই খুব পরিশ্রমী পতঙ্গ। আর এরা দলবদ্ধভাবে কাজ করে। এরা এদের নেতার কথা মেনে চলে।মৌমাছিদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।আপনার পোস্ট পড়ে মনে হয় আপনি অনেক সময় নিয়ে একটি পোস্ট তৈরি করেন।এত ধৈর্য আপনি কই পান? আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন, @tamannafariah

ভাইরে আমার যে কি মেজাজ খারাপ হইছিল আর বলিয়েন না। ছবি তুলতে দোষ কোথায় তাই বলে আমাকে এভাবে আদর করার মনে কি??🤭🤣🤭 সুন্দর মন্তব্য করেছেন আপনাকে অসংখ ধন্যবাদ।

মৌমাছির মৌচাক নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।মৌমাছির মৌচাক তেমন একটা দেখা যায় না। মৌমাছি ফুলে ফুলে মধু সংগ্রহ করে।আর এই মধুর উপকারিতা রয়েছে। মধু খেলে নাকি বুদ্ধি বাড়ে।মৌমাছিরা খুব পরিশ্রমী পতঙ্গ। তারা বিভিন্ন গাছ থেকে মধু সংগ্রহ করে।সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

আপনার পোস্ট দেখে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। যখন পার্বতীপুর ছিলাম আমাদের আবাসিকের ভিতরে একটি বিল্ডিংয়ে মৌমাছির চাক ছিল,সেখানে আমরা ঢিল দিয়ে ভাঙতাম। অনেক ভালো লিখেছেন ভাই। কোন সোর্স থেকে নিয়ে ভাই ছবি ব্যবহার করবেন না।শুভকামনা রইল আপনার জন্য

সুন্দর মন্তব্য করেছেন আপনাকে অসংখ ধন্যবাদ।

মৌমাছ, মৌচাক, মধু সবকিছু একটি পোস্ট করেছেন আপনি। আমি মনে করি এটি একটি সম্পূর্ণ পোস্ট। না, আমি কোনো দিন মৌচাকে ঢিল ছুড়ে পালিয়ে যাই নি। এমন দুঃসাহসিক কাজ করার কথা আমি ভাবতেও পারি না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।

সুন্দর আঙ্গুল দিয়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

Loading...

প্রথমে রমজানের শুভেচ্ছা। আপনার পোস্ট পড়ে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল। মৌমাছির মৌচাকে ঢেল দিয়ে দৌড়েছি। একবার তো হাতে হুল দিয়েছিলো। ইস কি ব্যাথা না ছিলো। এবং কি আপনাকেও হুল দিয়েছে। আর মৌমাছির কবিতাটা ছোটতে অনেক পড়েছি। তবে মনে ছিল না। আপনার পোস্ট পড়ে আবার মনে হয়ে গেছে। আর মধু খেতে আমি খুব ভালোবাসি। আপনি খুব সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

না ভাই মৌচাকে ঢিল মেরে কোনদিন পালিয়ে যায়নি।কারণ মৌচাকে ঢিল মারি নাই কোনদিন। অত সাহস আমার নেই।খুব সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দিয়েছেন আপনি ভাই।আসলেই অসাধারণ লাগতেছে।মৌমাছি হলো পৃথিবীর এক অন্যতম উপকারী একটি প্রাণী। আপনার পোষ্টের মাধ্যমে মৌমাছি মধু সংগ্রহ থেকে শুরু করে সবকিছুই খুব সুন্দর ভাবে বুঝতে পারলাম।ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

সুন্দর মন্তব্য করেছেন আপনাকে অসংখ ধন্যবাদ।

মৌমাছি ও মধু সংগ্রহ নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আমরা যখন ছোট ছিলাম তখন এই ছড়াটি পড়েছিলাম। আর একটি মৌচাকে একটি রানী থাকে। তার কাজ কি সেটাও আপনি সুন্দর করে তুলে ধরেছেন। এছাড়াও বাকি মৌমাছিরা কিভাবে মধু আহরোন করে সেটাও চমৎকার ভাবে উপস্থাপন করছেন। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগে। বিশেষ করে আপনি অনেক সুন্দর করে পোস্ট উপস্থাপন করেন।

ধন্যবাদ,
@siza

সুন্দর মন্তব্য করেছেন আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

অসাধারণ একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই, মৌমাছি গুলো অনেক কষ্ট করে এক ফুল থেকে আর এক ফুলে অল্প অল্প করে তারা মধু সংগ্রহ করে,আর আমরা অতি তারাতারি মৌচাক গুলো ভেঙে মধু সংগ্রহ করি।আপনার পোস্ট পরে একটা কথা মনে পরে গেল ভাই, তবে আপনি জানতেও চাইছেন যে মৌচাকে কয় বার ঢেল মেরে পালাইছি,আমি ছোট বেলায় একটা গাছে মৌচাক ছিল আমি ভুল করে সেই মৌচাকে ঢেল মারি আর সব মৌচাক গুলো ছুটাছুটি করে, তবে কামর খাই নাই মানুষের অনেক বকা খাইছি।ছোট বেলায় এই ছড়াটি অনেক পরছিলাম ভাই,আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

  ·  2 years ago (edited)

আপনার মার্কডাউন অনেক সুন্দর হয় সেটা না বললেই নয়।আপনি অনেক মজা করে সুন্দর ভাবে পোস্ট করেছেন ভাইয়া। আপনি পোস্ট গুলো অনেক সুন্দর হয়। নিশ্চয়ই আমার মতো আপনিও হুল খেয়েছে। অনেক সুন্দর হয়েছে ভাইয়া পিক গুলা। ধন্যবাদ।

অনেক ভালো মন্তব্য করেছেন আপনাকে অসংখ ধন্যবাদ

বাহ ভাইয়া চমৎকার একদম হয়েছে। আপনার পোস্টগুলো আমি সব সময় ফলো করি। পোস্ট কোয়ালিটি আপনার যথেষ্ট ভালো হয়। মৌমাছি সম্পর্কে দারুন সব তথ্য ছবিসহ ধারাবাহিকভাবে সাজিয়ে গুছিয়ে পোস্ট করেছেন। অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার জন্য ভাই ❤️

আমার পোস্টে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।