বাঙালির ঐতিহ্যবাহী খাবার মিষ্টান্ন।

in hive-131369 •  2 years ago  (edited)
স্টিম ফর ট্রেডিশন

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে নাটরের ঐতিহ্যবাহী মিষ্টান্নের ইতিহাস এবং প্রকার তুলে ধরার চেষ্টা করছি।

শুরুতে আজকের তারিখঃ
দিনমাসবছরধরন
২০মার্চ২০২৩ইংরেজি
০৫চৈত্র১৪২৯বঙ্গাব্দ
২ ৭শাবান১৪৪৪হিজরি
কভার ফটো (Created on canva)
1_20230315_044147_0000.png

আমরা যারা এই পোস্টটি পড়ছি তার অবশ্যই বুঝতে পারছেন আজ বাংদেশের ঐতিহ্যবাহী খাবার মিষ্টান্নের সম্পর্কে বিস্তারিত বলতে হারিজ হলাম আপনাদের সামনে। আজকের পোস্টের জন্য তিনটি মিষ্টান্ন ভান্ডারের উল্লেখযোগ্য মিষ্টান্ন নিয়ে এবং এর ছোট ইতিহাস ও আভিজাত এর বিষয়ে দুকথা লিখতে চলে এলাম আপনাদের মাঝে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

স্থানদোকানের নামস্পেশাল মিষ্টি
নাটোরশিলা মিষ্টি বাড়িকাঁচা গোল্লা
দিনাজপুরপাবনা সুইটস্স্বরো ভোগ
পার্বতীপুরমামা ভাগিনা হোটেলমামা ভাগিনা সুইটস্
নাটরের কাঁচা গোল্লা
নাটরে এই ঠিকানায় খাঁটি কাঁচা গোল্লা পাওয়া যায়
IMG_20230315_035115.jpg
খাঁটি কাঁচা গোল্লা
IMG_20230315_034131.jpg
মিষ্টির নামপ্রতি কেজি মিষ্টির দাম
কাঁচা গোল্লা৬৮০ টাকা।
মঞ্জুরি পেড়া
IMG_20230315_034942.jpg
মিষ্টির নামপ্রতি কেজি মিষ্টির দাম
মঞ্জুরি পেড়া৩৫০ টাকা।
লেমন বরফি
IMG_20230315_034838.jpg
মিষ্টির নামপ্রতি কেজি মিষ্টির দাম
লেমন বরফি৩৫০ টাকা।
কমলা পেড়া
IMG_20230315_034915.jpg
মিষ্টির নামপ্রতি কেজি মিষ্টির দাম
কমলা পেড়া৩৫০ টাকা
বালুসাই
IMG_20230315_034423.jpg
মিষ্টির নামপ্রতি কেজি মিষ্টির দাম
বালুসাই২৮০ টাকা
SP মৌচাক
IMG_20230315_034520.jpg
মিষ্টির নামপ্রতি কেজি মিষ্টির দাম
SP মৌচাক৩২০ টাকা
বিভিন্ন ধরনের মিষ্টান্ন
IMG_20230315_034220.jpg
খাঁটি কাঁচা গোল্লা
IMG_20230315_034009.jpg

বনলতা সেনের মতোই বিখ্যাত কাঁচা গোল্লা ঐতিহ্যবাহী খাবার। এই মিষ্টির নাম কাঁচা গোল্লা হলেও একে দেখতে কাঁচা বা গোল কিংবা অন্যান্য মিষ্টির মত সেপ নেই। অতুলনীয় স্বাদ ধরে আছে প্রাশ ২৫০ বছর থেকে। নাটোরে যখন রাণী ভবানীর রাজত্ব চলছিল তখন রাজ প্রসাদে লালবাজারের মধুসূদন পাল নামের একজন মিষ্টি বিক্রেতা মিষ্টি দিতেন। একদিন হঠাৎ তার দোকানের মিষ্টি বানানো কারিগর না আসায় তিনি খুব চিন্তায় পড়ে যান। প্রায় দুই মন ছানা নষ্ট হয়ে যাবে। তাই তিনি ছানায় চিনি আর পানি দিয়ে কিছুক্ষণ জাল করেন এবং জাল করা শেষে নিজেই মুখে দিয়ে দেখেন অনেক সুস্বাদু হয়েছ। পরদিন রাজ প্রসাদে ভয়ে ভয়ে তিনি নতুন মিষ্টি নিয়ে যান। রাণীকে সেই মিষ্টি দেওয়া হলে রাণী খেয়ে খুব সুনাম করে এবং নতুন নাম করন করেন কাঁচা গোল্লা। সেই বিগত ২৫০ বছরের ঐতিহ্য ধরে আছে আজকের নাটোরের কাঁচা গোল্লা

দিনাজপুরের পাবনা সুইটস্
IMG_20230315_040210.jpg
IMG_20230315_040500.jpg
মিষ্টির নামপ্রতি কেজি মিষ্টির দাম
চন্দ্র তারা৫২০ টাকা।
IMG_20230315_040338.jpgIMG_20230315_040437.jpg
IMG_20230315_040306.jpg
মিষ্টির নামপ্রতি কেজি মিষ্টির দাম
স্বরো ভোগ৭০০ টাকা।
পাবনা সুইটস্ এর সুস্বাদু মিষ্টিন্ন
IMG_20230315_040400.jpg

দিনাজপুরের শহরের মধ্যে পাবনা সুইটস্ খুবই জনপ্রিয় মিষ্টান্ন ভান্ডারটি। এখানকার সবথেকে জনপ্রিয় মিষ্টি স্বরো ভোগ মিষ্টি। আমি খেয়েছি খুবই সুন্দর মিষ্টিটি। আপনাদের কোন মিষ্টিটি পছন্দের জানাবেন। আমাকে মিষ্টি খুবই ভালো লাগে। তবে দিনাজপুরে ঠিক কতদিন থেকে পাবনা সুইটস্ জনপ্রিয়তা হয়ে আছে তা জানা সম্ভব হয়নি আপনার জানা থাকলে অবশ্যই জানাবেন।

মামা ভাগিনা হোটেল এন্ড রেস্টুরেন্টে
IMG_20230315_035332.jpg
IMG_20230315_035419.jpg
IMG_20230315_035902.jpgIMG_20230315_035844.jpg
IMG_20230315_035802.jpgIMG_20230315_035746.jpg
মামা ভাগিনা সুইটস্ এর স্পেশাল মিষ্টিন্ন
IMG_20230315_035826.jpg

পার্বতীপুর শহরের পূর্ব পার্শ্ব দিয়ে বাইপাস সড়ক রাস্ত গেছে সেই রাস্তার সাথেই কেন্দ্রীয় বাসা টার্মিনালের দক্ষিণে মামা ভাগিনা হোটেল এন্ড রেস্টুরেন্টেটি অবস্থিত। এখানে অনেক প্রকার মিষ্টি রয়েছে। বিশেষ করে ভিতরের অংশটি অনেক সুন্দর। এবং মামা ভাগিনা হোটেল এন্ড রেস্টুরেন্টে এর স্পেশাল মিষ্টি হলো মামা ভাগিনা সুইটস্। আমি খেয়েছি অনেক সুস্বাদু এই মিষ্টি। আপনারা মামা ভাগিনা হোটেল এন্ড রেস্টুরেন্টে আসলে অবশ্যই মামা ভাগিনা সুইটস্ মিষ্টিটি খাবেন।

আপনাদের কাছে জানতে চাই
বাসায় অনেক সময় অনুষ্ঠান হলে আত্মীয় স্বজনরা মিষ্টি নিয়ে আসতো। সেই মিষ্টি জীবনে কতবার মায়ের চোখ ফাঁকি দিয়ে খেয়েছেন। আমি অসংখ বার খেয়েছি।

আমি বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে মিষ্টি খাওয়ার চেষ্টা করি। কারন মিষ্টি খুবই পছন্দ করি। আর বাসায় অনেক সময় অনুষ্ঠান হলে আত্মীয় স্বজনরা মিষ্টি নিয়ে আসতো আমি পাহারায় থাকতাম মা কখন অন্য কাজে অন্য দিকে চলে যাবে সেই সুযোগে দু একটা সামলে নিতাম নিজের পেটে।

আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলের সুসাস্থ কামনা করে আমি তিন জায়গার মিষ্টিন্নর তথ্য তুলে ধরেছি আজ এখানেই শেষ করছি। সকলেই ভাল থাকবেন এবং পরবর্তী পোস্টে আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে। ইনশাআল্লাহ



5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আমার পরিচয়

IMG_20230201_171603.jpg

আসসালামুআলাইকুম, আমার নাম মোঃ মাসুদ রানা। আমার স্টিমিট ইউজার নেম @masud-rana। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়াশোনা করছি এখন ব্যবসার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ফটোগ্রাফি অনেক ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আমি খেলা করতে ভালবাসি এবং তাছাড়া আমি ও নিজেই ভাল ভাল রান্না রেসিপি করি।সকলেই ভাল থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddfwF5kKVgfqKcJVzUC9zYpVySrombAoJ3HAAeFQAp75RFb8MQ43pMYHPBT9qy...HWxLhWyc4W792ch6jCeMvo9kmPKWSQ1iuhrHF8xTv7psP2kRTN87Vk3bZKTqMK7opAJm74uk39zpSkWn47CVhohgarZXChtLKqQadYStZyy9eBJ4io27N3AWjg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মিষ্টি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।মিষ্টি আমার অনেক পছন্দের একটি খাবার। এই মিষ্টি বাঙালী জাতীর ঐতিহ্য বাহী খাবার। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। অসাধারণ হয়েছে পোস্ট। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

আপনাকে অসংখ ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

মিষ্টি আমার অনেক পছন্দের একটি খাবার, আপনি মিষ্টি নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করছেন, এবং প্রতিটি মিষ্টান্ন এর আত্মকাহিনী আমাদের মাঝে তুলে ধরছেন। এটা অনেক ভালো দিক, মিষ্টির মধ্যে আমার কাছে মালাই চপ খুবই পছন্দের, অনেক অনুষ্ঠান মিষ্টি ছাড়া সম্পুর্ণ হয়। মিষ্টি বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবার। খাঁটি গরুর দুধ থেকেই এ মিষ্টির জন্ম। বাঙালী সব সময় ভোজনবিলাসী, তাই সুস্বাদু খাবার তাদের প্রথম পছন্দ। মিষ্টি তেমনই একটা খাবার যেটা দেখে খাওয়ার লোভ সামলানো যায় না। আপনি অনেক সুন্দর লিখছেন ভাই অনেক ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

মিষ্টি আমাদের দেশের একটি বড় ঐতিহ্যের প্রতী। আমাদের দেশের সবথেকে বড় বড় খানদানি অনুষ্ঠানগুলোতে মিষ্টির প্রচলন সবথেকে বেশি । বাঙালি জাতের মিষ্টি ছাড়া ছাড়া চলেই না। আপনি অনেক সুন্দরভাবে পোষ্ট করেছেন ভাইয়া এবং আপনার পোষ্টের কোয়ালিটি অনেক ভাল হয়েছে আপনি মিষ্টি নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

আপনি সুন্দর মন্তব্য করেছেন। আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

Loading...

আপনার শেয়ার করা ছবিগুলোর মধ্যে লেমন ভর্তির ছবিটি বেশ লোভনীয়। আর আপনার উপস্থাপনাও বেশ মুগ্ধকর। আমার "পাবনা সুইটস" -এর মিষ্টি খেতে ভালো লাগে। দিনাজপুরে পাবনা সুইটস এর চেয়ে ভালো মিষ্টি আর কোনো দোকানেই পাওয়া যায় না। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকুন।

সুন্দর মন্তব্য করার জন্য শুভ কামনা রইল।

মিস্টি নিয়ে অসাধারণ লেখছেন ভাই, মিস্টি জাতীয় জিনিস আমার অনেক পছন্দের তবে আমি কিন্তু বেশি একটা মিস্টি খেতে পছন্দ করি না আবার বেশি মিস্টি খাইতেও পারি না।আমাদের সব খাবারের মধ্যে থেকে অন্যতম খাবার হলো মিস্টি,আর বাঙালীরা কম বেশি সবাই পছন্দ করে,আমার জানা মতে কোথাও পাওয়া এমন লোক পাওয়া যাবে না যে মিস্টি খেতে পছন্দ করে না।আমিও মিস্টি খেতে খুব ভালো বাসি। আমরা যদি কোথাও কোনো অনুষ্ঠানে বা কোনো মেহমানের বাসায় যায় তখন আমরা মিস্টি হাতে নিবই।আর আমরা যদি মিস্টি হাতে নিয়ে না যায় ব্যপারটা কেমন দেখাই,তাই যায় যেখানে যাইনা কেনো সবাই আগে মিস্টি হাতে নিয়ে যায়। আপনার পোস্ট পরে খুব ভালো লাগলো ভাই আপনি প্রতিটা মিস্টির দাম ও মিস্টির নাম গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আর আপনার ফটোগ্রাফি বেশ অনেক সুন্দর হয়েছে ভাই। আপনি কমেন্টে যানতে চাইছেন যে বাসায় কোনো মেহমান বা কোনো অনুষ্ঠানের মিস্টি আসলে আমরা মায়ের চোখ দিয়ে কতো গুলো মিস্টি খাইছি।তবে আপনি এই কথা টা সুন্দর একটা কথা বলছেন ভাই। আমার বাসায় যখন কোনো মেহমান আসে তখন তো মিস্টি নিয়ে আসবেই, আমি আমার মায়ের চোখ দিয়ে অনেক মিস্টি খাইছি।তবে একবার ধরা খাইছিলাম মা বলতেছে এই রকম করে মিস্টি খাইয়েস না।আর তখন থেকে আমি এই ভাবে আর মিস্টি খাই না। আপনি অনেক সুন্দর ভাবে এই কথাটা বলছেন ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য।

আমিও ধরা খেয়েছি মায়ের কাছে মিষ্টি খেতে গিয়ে। চোরের ১০ দিন গিরস্তের ১ দিন ব্যাপারটা সেই রকম। ভালো লাগলো সুন্দর মন্তব্য করেছেন। আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

বিভিন্ন অনুষ্ঠানে বা কোথাও বেড়াতে গেলে মিষ্টি নিয়ে যাওয়াটা আমাদের নিয়মের মধ্যে দাঁড়িয়ে গেছে। আমার কাছে নাটোরের কাঁচা গোল্লা খেতে সব থেকে বেশি ভালো লাগে। যখনই সুযোগ পাই নাটোর থেকে কিনে নিয়ে যাই। আপনার ফটোগ্রাফি এবং পোস্ট কোয়ালিটি দেখে সত্যি আমি মুগ্ধ। অনেক ভালো লিখেছেন ভাই শুভকামনা রইল আপনার জন্য

আপনার সুন্দর আঙ্গুল দিয়ে সুন্দর মন্তব্য করার জন্য শুভকামনা রইল।

মিষ্টি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।মিষ্টি আমার অনেক পছন্দের একটি খাবার। এই মিষ্টি বাঙালী জাতীর ঐতিহ্য বাহী খাবার। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। অসাধারণ হয়েছে পোস্ট। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

আপনাকে অসংখ ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

ঐতিহ্যবাহী খাবার মিষ্টান্ন নিয়ে খুব সুন্দর লিখেছেন ভাই। মিষ্টান্ন ছবিগুলো খুব সুন্দর হয়েছে বিশেষ করে প্রথম কার ছবিগুলো আমাকে খুব ভালো লেগেছে।মিষ্টি হল বাঙালি জাতির এক অন্যতম ঐতিহ্যবাহী খাবার। মিষ্টি ছাড়া যেন বাঙালি চলেনা মিষ্টি ভালো লাগে ছোট বড় প্রায় সবাইকেই এই মিষ্টি খেতে ভালো লাগে।আমাকেও মিষ্টি খেতে ভালো লাগে। মাঝে মাঝে হোটেলে গিয়ে মিষ্টি খাই।পাবনা সুইটসের এই দোকানে আমি গিয়েছিলাম সেখানকার খাবার কোয়ালিটি আসলেই অনেক ভালো। বিশেষ করে মিষ্টিগুলো। খুব সুন্দর পোস্ট করেছেন ভাই ছবিগুলো বেশ ভালোই হয়েছে আবারো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

সুন্দর একটি মন্তব্য করেছেন আপনাকে অসংখ ধন্যবাদ।

মিষ্টি বাঙালির জনপ্রিয় একটি খাবার। আমার অনেক পছন্দের খাবারের মধ্যে মিষ্টি। মিষ্টি কে না ভালবাসে। মিষ্টিজাতীয় খাবার সকলের জনপ্রিয়। মিষ্টি ছাড়া আমাদের কোন অনুষ্ঠান জমে না। মিষ্টি অতিথি আপ্যায়ন করতে হলে মিষ্টিমুখ করা। আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন ভাই।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

মিষ্টি আমার একটি পছন্দের খাবার। মিষ্টি সবাই খেতে বেশ পছন্দ করে। আপনি কয়েকটি হোটেল এর মিষ্টি নিয়ে বেশ চমৎকার আলোচনা করেছেন এবং ছবিগুলো বেশ চমৎকার তুলেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন।

  ·  2 years ago (edited)

বাঙ্গালী জাতীর ঐতিহ্যবাহী খাবার হলো মিষ্টি। এই মিষ্টি আমার অনেক পছন্দের। আপনার পোস্ট কোয়ালিটি আগের তুলনায় যথেষ্ট ভাল হয়েছে। মিষ্টি নিয়ে অনেক সেই একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই । আপনার জন্য শুভ কামনা রইলো।

আপনার সুন্দর আঙ্গুল দিয়ে সুন্দর মন্তব্য করার জন্য শুভকামনা।

মিষ্টি নিয়ে সুন্দর একটি উপস্থাপনা। মিষ্টি সকল মানুষের কাছে প্রিয়। মিষ্টি খেতে অনেক সুস্বাদু ও মজাদার। এই মামা ভাগ্নে হোটেল এন্ড রেস্টুরেন্টে কখনো যায় নি।আজ প্রথম দেখলাম। ছবিগুলো চমৎকার হয়েছে। আপনি মিষ্টির দাম অনেক সুন্দর করে উল্লেখ করেছেন৷

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ আপু।