সোমবার,
তারিখঃ ০৬-০৯-২০২৩
আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রাখছে। প্রিয় বন্ধুরা আমরা শাক সবজি খেতে সবাই ভালোবাসি শাক সবজি খায়না এমন মানুষ খুবই কম আছে। আমরা কম বেশি সবাই শাক সবজি বাজার থেকে কিনে খাই। বিশেষ করে শহরের মানুষেরা বেশি কিনে খায় আর গ্রামের মানুষেরা শাক সবজি নিজে চাষ করে সেই শাক সবজি খায়।
এই শাক সবজি লাগাতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না বাড়ির আনাচে কানাচে ২০ বা ২৫ ফিট জায়গা হলেই শাক সবজি লাগিয়ে খাওয়া যায়। আর যারা বেচা বিক্রি করার জন্য শাক সবজি লাগায় তারা একটু বড় পরিসরে লাগায়। শাক সবজি লাগানোর জন্য প্রথমে ভালোকরে চাষ করে নিতে হয় বা কোদাল দিয়ে কেটে নিতে হয় এর পর গোবর সার অথবা বাজার থেকে কেনা সার পরিমান মতো মিটিতে ভালোকরে মিশাতে হবে মাটিতে কোনো পরগাছা বা ঘাস থাকলে তা অপশারণ করতে হবে। আর পরগাছা বা ঘাস আপোষরণ না করলে শাক সবজি ভালো ফলন হয়না।
শাক সবজি লাগানোর মাটি বা জায়গা তৈরী হয়ে গেলে তাতে শাক এর বীজ হলে ছিটাতে হবে আর সবজির বীজ হলে ছোটো ছোটো গর্ত করে পুঁতে দিতে হবে। শাকের বীজ সিটানো হয়ে গেলে ৫ থেকে ৭ দিনের মধ্যে শাকের চারা গজিয়ে যাবে। চারা গাছ গজিয়ে বয়স যখন১০/১২ দিন হবে তখন শাক খেতে হালকা করে পানি ছিটিয়ে দিতে হবে । এভাবে ২৫/২৮ দিন চারার বয়স হলে সেটা খাওয়ার উপযোগী হয়ে যাবে।
এখন সবজি লাগানোর নিয়ম সবজি অনেক রকমের হয়ে থাকে। যেমন লাউ, জিঙ্গা, চালকুমড়ো,শশা,ইত্যাদি সবজি বীজ লাগানোর পরে এগুলো গজাতে সময় লাগে ৭ দিন থেকে ১০ দিন। সবজি চারা গজিয়ে গেলে তাতে হালকা পানি সিটিয়ে দিতে হবে। যখন চারার বয়স ২০/২৫ দিন হয়ে যাবে তখন এগুলোর জন্যে জাংগী বা মাচ্যাং দিতে হবে। জাংগী দিতে লাগবে বাঁশ।
প্রথমে শক্ত মজবুত বাঁশ দিয়ে চার দিকে চার খুটি দিতে হবে দেওয়া হয়ে গেলে কিছু বাঁশ চিকন চিকন করে কেটে জাংগী দিতে হবে। জাংগী দেয়া হয়ে গেলে সবজির গাছ গুলোকে চিকন চিকন খুটি দিয়ে জাংগী বা মাচায় উঠায় দিতে হবে। সবজি চারা গাছের বয়স ৩০ দিন থেকে ৪০ দিন হয়েগেলে সবজি ফলন দেওয়া সুরু করবে । এর পর আমরা খেতে পারবো।
ধন্যবাদ,
Vote for @bangla.witness
ধন্যবাদ
@mazadul
গ্রাম অঞ্চলে সবজি চাষ করার মাধ্যমে আমরা আমাদের সবজির চাহিদা পূরন করতে পারি। সবজি চাষ করার জন্য আমাদের তেমন বেশি জায়গা প্রয়োজন পড়ে না। বাড়ির আঙ্গিনায় চাষাবাদ করা সম্ভব। পাঠ শাখ অনেক অল্প দিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে উঠে। সঠিক ভাবে পানি সেঁচ এবং সার ব্যবস্থাপনা করলে তাড়াতাড়ি লাভবানও হওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শাক সবজি আমাদের শরীরের জন্য অনেক উপকারী।আমি আগে শাক সবজি পছন্দ করতাম না।তবে এখন পছন্দ করি।আমাদের বাসায় ভাতের সাথে শাক এবং সবজি প্রতিদিন থাকে।যারা নিজ বাড়িতে নিজেরা শাক সবজি চাষ করেন তারা টাটকা খেতে পারেন।ঠিকই বলেছেন শাক সবজি লাগাতে খুব বেশি জায়গার প্রয়োজন হয়না।যারা বিক্রি করে থাকে তারা অনেক বড় জায়গা নিয়ে লাগায় শাক সবজি। আপনি অনেক সুন্দর করে বিস্তারিত উপস্থাপন করেছেন কিভাবে চাষ করে নিতে হয়।বীজ ছিটানোর পদ্ধতি সুন্দর করে বিস্তারিত লিখেছেন।এবং কোন শাক এবং সবজির কেমন সময় লাগে তাও উল্লেখ করেছেন।গাছে খুটি লাগানোর কথা উল্লেখ করেছেন।জাংগী লাগানোর কথা উল্লেখ করেছেন।অবশেষে ৩০ দিন থেকে ৪০ দিন হয়ে গেলে সবজি খাওয়ার উপযুক্ত হবে।আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন যা আমার এতো কিছু জানা ছিলনা তা আপনার পোস্ট পড়ে জানতে পারলাম।আমার মতো অনেকেরই উপকার হবে আশা করি। আপনার ছবি গুলো সুন্দর হয়েছে।ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামে শাকসবজি চাষ নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। গ্রামে মূলত প্রত্যেক বাড়িতে শাকসবজি চাষাবাদ করা হয়। এগুলো দিয়ে তারা বাড়ির শাকসবজির চাহিদা পূরণ করে আবার এগুলো বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে। এতে করে সংসারের উন্নতি সাধিত হয়। আপনি ঠিকই বলেছেন বাড়িতে খাবার জন্য শাক লাগাতে হলে বেশি জমির প্রয়োজন হয় না। অল্প জমিতে শাকসবজি লাগানো যায়। এজন্য প্রথমে মাটি চাষ করে নিতে হয়। এরপর এতে শাকের বীজ ছিটিয়ে দিতে হয়। তবে সবজি হলে সবজির মাচা তৈরি করতে হয়। এরপর এগুলোতে সার দিতে হয় এবং আগাছা পরিষ্কার করতে হয়। জমিতে আগাছা থাকলে ফসল বেড়ে উঠতে পারে না। আমাদের নিত্য দিনের খাবারে শাকসবজি থাকা অত্যন্ত জরুরী। এগুলো আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। ফলে কোষ্ঠকাঠিন্যতা থেকে রক্ষা পাওয়া যায়। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনার সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শাকসবজি আমার অনেক পছন্দের খাবার। শাকসবজি খেলে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে। শাকসবজি শরীরের জন্য অনেক উপকারী। আপনি গ্রামগঞ্জের শাকসবজি চাষের পদ্ধতি খুবই সুন্দরভাবে আলোচনা করেছেন ভাই। গ্রামে যারা শাকসবজি চাষ করে, তারা কোন প্রকার কীটনাশক ব্যবহার করে না, যার ফলে তাদের চাষ করা সবজি অনেক ফ্রেশ। আমাদের গ্রামের বাড়িতেও টুকটাক সবজি চাষ করা হয়। সবজি চাষ করার জন্য খুব বেশি জমির প্রয়োজন হয় না। বসতবাড়ির আঙ্গিনায় এসব সবজি চাষ করা যায়। পাট শাক অল্পদিনেই খাওয়ার উপযোগী হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামে শাকসবজি চাষের চাষ পদ্ধতি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। শাকসবজি চাষের জন্য বিভিন্নরকমের পদ্ধতি প্রয়োগ করতে হয়। আর এই লাউ, ঝিঙা, শশা, চালকুমড়া বাঁশের তৈরি জাঙ্গিতে লাগিয়ে রোপন করা হয়। শাকসবজির চাষ পদ্ধতি অনেক সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাম অঞ্চলের শাকসবজি সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন আপনি। আসলে আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই নিজেদের বাড়িতে খাওয়ার জন্য শুধু এরকম পদ্ধতিতে শাকসবজি
উৎপাদন করে থাকে। এবং কেউ কেউ আবার একটু বেশি পরিমাণ জমিতে এই শাকসবজি উৎপাদন করে বাজারে বিক্রি করে মুনাফা অর্জনে জন্য। আসলে আমাদের শরীরে প্রোটিন এবং ভিটামিন এর চাহিদা পূরণের জন্য সবচেয়ে বেশি শাকসবজি খাওয়া প্রয়োজন। কারণ এই শাক-সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। শাকসবজি সম্পর্কে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন আপনি ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাম অঞ্চলে শাকসবজি চাষের পদ্ধতি নিয়ে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আমাদের গ্রাম বাংলায় প্রতিটি অঞ্চলে এরকম করে শাকসবজি চাষ করা হয়। এছাড়াও বাজারের শাকসবজির থেকে নিজে চাষ করা শাকসবজিতে অনেক পরিমাণ ভিটামিন এবং টাটকা শাক সবজি উপভোগ করা যায়। আমাদের নিজেদের বাড়িতেও এরকম শাকসবজি চাষ করা হয় কারণ এখন বাজারগুলোতে টাটকা শাকসবজি খুব কম পাওয়া যায়। আপনি অনেক সুন্দর একটি বিষয় আমাদের সঙ্গে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/MdMasum56689380/status/1699490213775671449?t=odVkRJkO-Djgy6BA2fk1Cw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit