গ্রাম্য হাট-বাজারে টাটকা কাঁচা সবজি ও পান-সুপারি দোকান।

in hive-131369 •  last year  (edited)

মঙ্গলবার,
তারিখঃ ০১ আগষ্ট ২০২৩

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ আমি গ্রাম্য হাট-বাজারের সবজি ও পান-সুপারির দোকান নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

GridArt_20230801_164133122.jpg
গ্রামীন হাট-বাজারের কিছু চিত্র ধারণ।
mine.PNGগ্রাম্য হাট-বাজারের সবজি ও পান-সুপারির দৃশ্যঃmine.PNG

আমাদের দেশের গ্রামীন জীবনয়াত্রায় বাজার একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। আমাদের সব গ্রামে হাট-বাজার রয়েছে। হাট-বাজার বাদ দিয়ে গ্রামের লোকদের জীবনযাত্রার উন্নয়ন ও অর্থনায়ণ কখনো সম্ভব নয়। বাজার হলো যেখানে প্রতিনিয়ত দোকান বসে এবং লোকজনের আনাগোনা হয় সেসব স্থানকে বাজার বলে। হাট হলো যে সব জায়গায় সপ্তাহে দুই দিন দোকানপাট বসে এবং কেনাবেচা হয় সেসব স্থানকে হাট বলে।

IMG-20230617-WA0017.jpg

IMG-20230617-WA0016.jpg

বেশ কিছু দিন আগে আমি একটি প্রত্যন্ত অঞ্চলে ঘুরতে গিয়েছিলাম। সে স্থানে ছোট একটি হাট-বাজার হয়। জায়গাটির নাম হলো বছিরবানিয়া। এই বাজার থেকে আমাদের উপজেলা ৮-৯ কিলোমিটার হবে। এই বাজারে প্রতিনিয়ত পার্বতী পুর থেকে অনেক আসে বিভিন্ন ধরনের কাঁচামাল ও মাছ, মাংস ক্রয় করতে।

IMG-20230617-WA0013.jpg

IMG-20230617-WA0011.jpg

IMG-20230617-WA0012.jpg

সেখানে প্রতিদিন ২ টা করে গরু জবাই করা হয়। আর নদী ও পুকুর সব টাকটা মাছ পাওয়া যায়। তাছাড়াও সেখানকার সকল কাঁচামাল টাকটা পাওয়া যায়। কারন সেই গ্রামের লোকেরা আবাদি জমি থেকে কাঁচামালের জমি বেশি চাষ করা হয়। সেখানকার লোকেরা বিভিন্ন ধরনের কাঁচামাল তারা আমাদের যশাই হাট ও বাজারে পাইকারি বিক্রি করে থাকে। বছিরবানিয়া হাটের আসে পাশে যে গ্রামগুলো রয়েছে তারা মরিচ,বেগুন,পেঁয়াজ, আলু,ঢ়েড়শ, করোল্লা প্রভূতি সব টাকটা কাঁচামাল বিভিন্ন হাট-বাজারে বিক্রি করে থাকে। এছাড়াও পান ও সুপারি চাষ করে থাকে।

IMG-20230617-WA0009.jpg

IMG-20230617-WA0014.jpg

IMG-20230617-WA0011.jpg

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
পোস্টের ধরণগ্রামীন হাট-বাজার
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রামের বাজার গুলোতে নিত্য প্রয়োজনীয় প্রায় সব কিছুই পাওয়া যায় ।বিশেষ করে অনেক ধরনের সবজি পাওয়া যায়। গ্রামের বাজারগুলোতে সন্ধ্যার পর বেশ ভিড় হয়। গ্রামের বাজার নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া ।ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

গ্রামীন হাট বাজার নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই, গ্রামের হাট বাজার টাটকা সবজি এবং মাছ পাওয়া যায়। এবং পান সুপারি পাওয়া যায়। কারণ ফটোগ্রাফি করেছেন। মানুষের দৈনন্দিন চাহিদায় হাট বাজারের বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ বেশ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমরা সবাই জানি যে শাক-সবজি সব গ্রামেই চাষ করা হয়। তাই গ্রামের বাজারগুলোতে সবসময়ই টাটকা শাক-সবজি পাওয়া যায়। এই বাজারে প্রতিদিন দুইটা করে গরু জবাই হয় শুনে অবাক হলাম। কারন গ্রামের বাজারগুলোতে সাধারণত হাটের দিন করে গরু জবাই করা হয়ে থাকে। গ্রাম্য হাট-বাজার নিয়ে সুন্দর লিখেছেন।

গ্রাম্য হাট-বাজারে টাটকা কাঁচা সবজি ও পান-সুপারি নিয়ে সুন্দর একটি উপস্থাপনা। সাধারণত গ্রাম্য হাট-বাজারে সব সময় টাটকা ও তরতাজা সবজি পাওয়া যায়। শহরের দোকানগুলোতে তেমন পাওয়া যায় না।

বছির বানিয়া হাট আমাদের বাসার থেকে অল্প দূরে।সেখানে টাটকা সবজি পাওয়া যায়। কারণ ওই এলাকায় সবজির চাষ করা হয়। হাটের প্রধান আকর্ষণ হল শাকসবজির বাজার।সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাট-বাজার গুলো ঐতিহ্য বহন করে। গ্রাম্য হাটে বাজারে টাটকা শাক-সবজি পাওয়া যায়। শাক-সবজি গুলো অনেক সতেজ হয়। গ্রাম-বাংলার হাট-বাজার নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

ছোট ছোট বাজার গুলোতে এমন টাটকা সবজি বেশি পাওয়া যায়, এইসব বাজারের পরিবেশ টাও অনেক সুন্দর হয়ে থাকে, কাঁচামাল নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন, সাথে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

আপনি সুন্দর ভাবে টাটকা কাঁচা মালের ছবি গুলো তুলছেন।বাজারে বিশেষ করে হাটের দিন সব টাটকা শাকসবজি পাওয়া যায়।পান সুপারি গুলোও দারুণ ফটোগ্রাফি করছেন ভাই।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

পান-সুপারির কথা মনে আসলোই সেই ছোটবেলার কথা মনে পড়ে। যখন দাদা-দাদি দিন শেষ এ কিছু টাকা দিয়ে এই পান সুপারি আনতে বলতো তখন সময়গুলো অনেক সুন্দর ছিল।তাছাড়া আপনার পোস্টের মাধ্যমে পান-সুপারি দেখে অনেক ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Congratulations, your post is upvoted by CCS curation trail from CCS - A community by witness @visionaer3003.

png_20230714_223610_0000.png

"Home is where your heart is !❤️."

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LgoDfTovZFjKgw6zMQtAnAPjGMC8RWTcjJfJscBJfnwR4Gi8DzYa91VcGQiVQ6nybhCecG6tn97bGn4jfYjj26.png
Vote for @visionaer3003 as witness.

গ্রামের হাট বাজার গুলোতে সবসময় টাটকা সজবী এবং প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। আমাদের হাবড়া হাট সপ্তাহে দুই দিন লাগে তারা অবশ্য নিজের খেতের সবজি বিক্রি করে।ছবি গুলো অনেক ন্যাচারাল হয়েছে মামু।

গ্রাম্য হাট-বাজারে টাটকা কাঁচা সবজি ও পান-সুপারির নিয়ে অনেক সুন্দর একটি বর্ণনা দিয়েছেন ভাইয়া। আমার কাছে একান্ত আপনার কভার ফটোটি অসাধারণ লেগেছে কারণের ডিজাইনটি অনেক সুন্দর ছিল। এবং প্রত্যেকটি ফটো অসাধারণ লাগতাছে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।

হাট হলো যে সব জায়গায় সপ্তাহে দুই দিন দোকানপাট বসে এবং কেনাবেচা হয় সেসব স্থানকে হাট বলে।

এর আগে আমি কখনই শুনিনি। সংজ্ঞাটা জেনে অনেক ভালো লাগলো। আর এই হাটে আমি অনেক কয়েকবার গিয়েছিলাম। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য

প্রথমত আমি বলতে চাই আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাই।গ্রাম বাংলার নিত্য দিনের একটি চিত্র আপনি তুলে ধরেছেন।গ্রাম বাংলার হাট বাজারগুলোতে এসব জিনিস পাওয়া যায় খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

প্রথমে বলতে চাই আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাই দেখে অনেক ভালো লাগলো।গ্রামীণ হাট বাজারের নিত্য দিনের একটি অংশ আপনি তুলে ধরেছেন। গ্রামীণ এসব হাট সপ্তাহে দুই দিন বসে।দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপনি ধন্যবাদ আপনাকে ভাই।