প্রাচীনকালের গ্রাম- অঞ্চলের একমাত্র ঐতিহ্য হলো- হামানদিস্তা।

in hive-131369 •  2 years ago  (edited)

বুধবার,
তারিখ - ০৩ ই মে ২০২৩ইং

আসসালামু আলাইকুম,

প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ নিয়ামতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছি। আজ আমি স্টিম ফর ট্রাডিশন কমিউনিটি ঐতিহ্যবাহী হামানদিস্তা নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে।

IMG_20230502_154920~2.jpg
ঐতিহ্যবাহী হামানদিস্তা
হামানদিস্তা কিঃ

হামানদিস্তা হলো রান্না অথবা ঔষধ শিল্পে ব্যবহৃত একটি সরঞ্জাম যার মাধ্যমে সবধরনের উপকরণ মিশ্রিত করার যন্ত্র। এই হামানদিস্তা হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। আবার এইভাবে ও বলা যায়,হামানদিস্তা হলো কঠিন বস্তু পিষ্ঠ করার একমাত ধাতু পাত্র।

IMG_20230502_155646__01.jpg

প্রাচীনকালের ঐতিহ্যবাহী হামানদিস্তা ও এর প্রকারভেদঃ

অনেক বছর আগে থেকেই রান্না করার ও ঔষুধ শিল্পের বিভিন্ন সরঞ্জাম মিশ্রিত করতে হামানদিস্তা ব্যবহার করা হয়। এই হামানদিস্তা মুলত লোহা বা কাঠের তৈরি একটি পাত্র। হাত দিয়ে কোন কঠিন বস্তু বা দ্রব্যাদি চূর্ণবিচূর্ণ করার জন্য যে উপযোগী পাত্র ব্যবহার করা হয় তার নামই হচ্ছে হামানদিস্তা। আমাদের গ্রামে এই হামানদিস্তাকে সকলে গ্রামের ভাষায় ঢুকঢুকি বলে ডাকে। এই হামানদিস্তা কয়েক প্রকারের হয়ে থাকে। যেমনঃ লোহা দিয়ে তৈরি হামানদিস্তা, কাঠের তৈরি হামানদিস্তা,পাথরের হামানদিস্তা ও মাটির তৈরি হামানদিস্তা।

IMG_20230502_155028.jpg

এই হামানদিস্তা আদিমকাল থেকেই এশিয়া মহাদেশের সব রন্ধনশিল্পের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে।

ঐতিহ্যবাহী হামানদিস্তার ব্যবহারবিধিঃ

হামানদিস্তা আমাদের দেশের গ্রাম- অঞ্চলে এর ব্যবহার ব্যাপক। গ্রামের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এই হামানদিস্তা ব্যবহার করা হয়। হামানদিস্তা দিয়ে অল্প সময়ে যেকোন রান্না উপকরণ গুলো সহজেই মিহি করার কাজে ব্যবহার করা হয়। যেমনঃ রসুন বাঁটা, পিঁয়াজ বাটা,মসল্লা বাঁটা ও আদা বাটা। এছাড়াও এই হামানদিস্তা দিয়ে কবিরাজ ও ঔষধি ব্যবহার করা ডাক্তার এই গাছ-গাছালির বিভিন্ন উপাদান দিয়ে ঔষুধ তৈরিতে হামানদিস্তা ব্যবহার করা হয়ে থাকে।

IMG_20230502_155340__01.jpgIMG_20230502_160932.jpg

আমি এই হামানদিস্তার দিয়ে কিভাবে আমাদের বাসায় রান্নার কাজে ব্যবহার করা হয়েছে তা আমার ফটোগ্রাফির মাধ্যমে জানতে পারবেন। আমাদের বাসায় রান্না করার জন্য যে উপকরণ গুলোর প্রয়োজন ছিল মিশ্রিত বা মিহি করার জন্য তা এই হামানদিস্তা দিয়ে ব্যবহার করা হয়েছে। এই হামানদিস্তা ব্যবহার করার ফলে হাতে কোন প্রকার জ্বালাপোড়ার চিন্তা থাকে না। এটা আমাদের জন্য অনেক উপকারী।

IMG_20230502_160731.jpgIMG_20230502_160332.jpg

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাOneplus
ধরণঐতিহ্যবাহী হামানদিস্তা
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

হামানদিস্তা আমাদের গ্রামে বা শহরের বিভিন্ন অনুষ্ঠানে হামানদিস্তা ব্যবহার করা হয়ে থাকে। এই হামানদিস্তা দিয়ে মরিচ,মসল্লা,আদা, রসুন প্রভূতি মিহি করার কাজে ব্যবহার করা হয়।

ধন্যবাদ।

হামানদিস্তা নিয়ে আপনি খুব সুন্দর একটি কন্টেন্ট তৈরি করেছেন।হামানদিস্তা গ্রামের প্রতিটি বাড়িতেই থাকে।আর এটা নিত্যদিন ব্যবহার করা হয়ে থাকে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ।

হামান দিস্তা দিয়ে বিভিন্ন রকম কাজ করা হয় গ্রাম অঞ্চলে। রসুন পেঁয়াজ ইত্যাদি বাটার জন্য এই হামান দিস্তা ব্যবহার করা হয়।আমার বাড়িতে আগে একটি হামানদিস্তা ছিল।তবে এটি নেই এখন খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন দারুণ লিখেছেন ধন্যবাদ আপনাকে।

হামানদিস্তা নিয়ে অনেক সুন্দর উপস্থাপনা করেছেন ভাই। হামানদিস্তা আমাদের অনেক কাজে লাগে, মসলা গুড়া এবং চাউলের গুড়া করার জন্য হামান দস্তার বিকল্প নেই। অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ।

হামানদিস্তা হলো আমাদের গ্রামের ঐতিহ্য, এই হামানদিস্তায় আমরা বিভিন্ন ধরনের কাজ করি। বিয়ে বাড়ি থেকে শুরু করে বাড়ির কাজ পর্যন্ত,আপনি অনেক সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই, আপাদনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।

ধন্যবাদ।

হামান দিস্তা বর্তমানে মুরব্বিদের কাছে দেখা যায়। কেননা তারা এই হামান দিস্তা দিয়ে পানা বাটার কাজ করে। আর এই হামানদিস্তা দিয়ে আমাদের দাদা - দাদিরা পান বেটে খেয়ে থাকে।

ধন্যবাদ

হামানদিস্তা নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।এই হামানদিস্তা এখন আর তেমন একটা দেখা যায় না। তবে আমার নানুর বাসায় এখনো আছে এই হামানদিস্তা। এটি আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্য। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ।

হামানদিস্তা দিয়ে মসলা বাটার কাজ করে অনেকে। আর এই হামানদিস্তা দিয়ে শুধুমাত্র মসলা না গ্রামের মুরব্বিরা পান বেটে খায়। দারুণ লিখেছেন আপনি। ধন্যবাদ

ধন্যবাদ।

অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন।