কাঁকড়া ও আত্রাই নদীর সমন্বয়ে মোহনপুর নদীর রাবার ড্যাম পানিতে পরিপূর্ণ।

in hive-131369 •  last year  (edited)

শুক্রবার,
তারিখঃ ১৪ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ আমি কাঁকড়া ও আত্রাই নদীর পানি একত্রে মোহন পুর নদীর রাবার ড্রাম পানিতে ভরপুর তা নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

IMG_20230713_121739.jpg
কাঁকড়া ও আত্রাই নদীর সমন্বয়ে মোহনপুর নদীর রাবার ড্রামের পানির চিত্র ধারণ।
mine.PNGকাঁকড়া ও আত্রাই নদী যখন মিলিত হয় মোহনপুর নদীর রাবার ড্রামেঃmine.PNG

আমি বেশ কয়েক দিন আগে আমার ফুফা শশুরের বাড়ি বেড়াইতে গেছিলাম। আমার ফুফা শশুর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তার সকল আত্মীয়স্বজনদের আমন্ত্রণ করেন। আমরা সেখানে সকলেই উপস্থিত হই। ফুফা শশুরের বাসায় বসে থাকতে থাকতে বিরক্তিকর মনে হচ্ছিল ঠিক তখনি আমার আরেক ফুফা শশুরের ছেলেকে নিয়ে মোহন পুরের উদ্দেশ্য রওনা দিলাম। আমার ফুফা শশুরের বাসা থেকে মোহনপুর রাবার ড্রাম বেশি দূরে না। ৫-৬ কিলোমিটার হবে। ৫-৬ কিলোমিটার অতিক্রম করে আমরা মোহনপুর নদীর রাবার ড্যামে এসে পৌঁছাতে সক্ষম হলাম। মোহনপুর এসে মোটরসাইকেল পার্কিং করলাম এরপর বর্ষার পানিতে পরিপূর্ণ নদী দেখা শুরু করলাম। নদীর পানি দেখতে দেখতে হঠাৎ দূরে চোখ পড়লো।

IMG_20230713_121747.jpg

IMG_20230713_121805.jpg

নদীর দুই দিক থেকে পানি বয়ে আসতেছে। দেখে অবাক হয়ে গেলাম। আমি আগে জানতাম চিরিবন্দর কাঁকড়া নদীর পানি আসে বলেই মোহনপুর রাবার ড্যামটি কাঁকড়া নদী নামে চিহ্নিত। কিন্তু আজ থেকে জানতে পারলাম কাঁকড়া নদী ও আত্রাই নদী একত্রিত হয়ে এই মোহনপুর নদীর রাবার ড্যাম। কয়েকদিন ধরে আকাশের পানি হওয়ায় আজ মোহনপুর রাবার ড্যাম উত্তাল। পানির স্রোত আর শব্দ শুনলেই মনের ভিতর ভয় কাজ করে। চারদিকে পানি সমানভাবে অতিবাহিত হচ্ছে। আমি ও আমার ফুফাতো ভাই মিলে নদীর পানি ও রাবার ড্যামের চিত্র ধারণ করলাম। সাথে করে আমরাও নিজেরা কিছু ফটোগ্রাফি করা শুরু করলাম।

IMG_20230713_122704.jpg

IMG_20230713_121955.jpg

IMG_20230713_121654.jpg

IMG_20230713_121626.jpg

IMG_20230713_121607.jpg

IMG_20230713_121303.jpg

IMG_20230713_121236.jpg

IMG_20230713_122351.jpg

IMG_20230713_122251.jpg

মোহনপুর নদীর ঢেউ ও স্রোত উপেক্ষা করে জেলেরা একবেলা ভাত মুখে দেওয়ার জন্য এই বর্ষার ভরাট পানিতে মাছ শিকার করছে। ১ মাস আগে যখন আমি গিয়েছিলাম তখন নদীর এক সাইটে তেমন পানি ছিল না। রাবার ড্যামের মাধ্যমে পানি আটকানো ছিল। কিন্তু এই কয়েকদিনে বৃষ্টিতে নদীর পানি বাড়ায় রাবার ড্যাম ছেড়ে দেওয়া হয়েছে। এই ভরাট পানি দেখার জন্য দূর-দূরান্ত থেকে অনেক লোক ছুটে আসতেছে। এই মোহনপুর জায়গাটি আসলেই অনেক সুন্দর।

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
পোস্টের ধরণমোহনপুর নদী
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমিও রাবার ড্যামে গিয়েছিলাম। সুন্দর একটি জায়গা। বন্ধুদের সাথে গেলে ভালোই ইনজয় হয়। তবে বর্তমানে যে পানি আছে এখন এখানে গোসল করা বিপদজনক হবে। ছবিগুলো সুন্দর হয়েছে। রাবার ড্যাম নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

মোহনপুর রাবারড্যাম টি পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। ব্রিজ এবং নদীর খুব সুন্দর ফটোকপি করেছেন আপনি। মোহনপুর রাবারডেমের পানি দেখার জন্য অনেক পর্যটক যায় প্রতিদিন সেখানে। আমিও গিয়েছিলাম বেশ কয়েকবার। ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

মোহনপুর রাবার ড্রাম এখন অনেকটাই খরশ্রোতা। আমি এইখানে ঘুরতে গিয়েছিলাম জায়গাটা বেশ সুন্দর।নতুন পানিতে মাছ ধরতে আমারও বেশ ভালোই লাগলো।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

কাঁকড়া ও আত্রাই নদীর সমন্বয়ে মোহনপুরের রাবার ড্রাম। মোহনপুর রাবার ড্রাম নিয়ে অনেক সুন্দর লিখেছেন। রাবার ড্রাম আমি অনেক বার গেছি।রাবার ড্রামে মাছ ধরার দৃশ্য আসলে অসাধারণ। রাবার ড্রাম নিয়ে অসাধারণ একটি পোস্ট উপস্থাপন করেছেন।

বর্ষাকালে আমাদের দেশের বেশিরভাগ নদী গুলো এরকম পানিতে পরিপূর্ণ থাকে। পানির স্রোতে মাছ ধরার দৃশ্য দেখতে অনেক ভালো লাগলো ভাই।চমৎকার উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

মোহনপুর রাবার ড্যামে আমি কিছু দিন আগে গিয়েছিলাম তখন নদীর পানি এতো ছিল না। এখন তো চারদিকে পানি থই থই। ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে।

মোহনপুর রাবার ড্যাম নিয়ে সুন্দর লেখছেন ভাই। আজ থেকে প্রায় ২ বছর আগে মোহনপুর রাবার ড্যামে ঘুরতে গেছিলাম। বর্তমান মোহনপুর রাবার ড্যাম এখন জনপ্রিয় একটি স্থান। আপনি দারুণ একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোহনপুর আবার ড্যামের ছবিগুলো অনেক সুন্দর তুলেছেন। আমরাও কিছুদিন আগে মোহনপুর রাবার ড্যামে ঘুরতে গিয়েছিলাম। অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি তুলে ধরার জন্য।

আপনার ছবি দেখে মনে হইতেছে আপনার বয়স কমে যাইতেছে আমি মনে করি আপনার বিয়ে করা দরকার 😀। ঝাটকা জাল দিয়ে আমার মাছ ধরার অনেক ইচ্ছা মামা। আমি একদিনও এই জাল দিয়ে মাছ ধরিনি। চলেন একদিন আমরাও গিয়ে ওইখানে জাল দিয়ে মাছ ধরি।

বর্তমানে এই সময়ে সব জায়গায় প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে তার কারণে নদী বা হাওড়ের পানি বৃদ্ধি পাচ্ছে। আর সে জন্য মোহনপুর নদীর রাবার ড্যাম পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ