মাটির তৈরি ছোটদের খেলনা|by @nakib07

in hive-131369 •  2 years ago 

⪨ 🅷🅴🅻🅻🅾 ⪩ 🅴🆅🅴🆁🆈🅾🅽🅴

𝕋𝕙𝕚𝕤 𝕚𝕤 @nakib07 𝕗ℝ๏𝔪 𝔹𝕒𝕟𝕘𝕝𝕒𝕕𝕖𝕤𝕙



আসা করি সবাই ভালো আছেন।🆂🆃🅴🅴🅼 🅵🅾🆁 🆃🆁🅰🅳🅸🆃🅸🅾🅽 ➢ এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।আজ আমি আপনাদের সামনে ঐতিহ্যবাহী মাটির তৈরি খেলনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।এই ঐতিহ্যবাহী মাটির খেলনা গুলো ছোটদের খুবই প্রিয়।

চলুন শুরু করা যাক⇝⇝


『 কভার ফটো 』

1677132208388.jpg

oFhopCnVsFrGtMDi8FAe1h1c7ZBBXCHkMoE1Ntj54H77X8LydomuTDnXZgGT6yxu8a7AvgLuxo2mUFPx5zhMq98BpXpELpaBjKAziJVshFg2UaXbNtpqTXrxHyUJAFD1yV5RwDAPwddyUjWMMHW3m9AFEfUp4bPjJ3jmrCVgN63jaoue7QwpMR9FaiPD1g1UEz4FghTVLJa.png

✧ আমার পোস্ট ✧

প্রাচীনকাল থেকেই মাটির তৈরি খেলনা জিনিস পত্র দেখতে পাওয়া যায়।মাটি দিয়ে তৈরি এসব খেলনা জিনিসপত্র তৈরি করা হয়। সব মাটি দিয়ে এসব খেলনা জিনিসপত্র তৈরি করা হয় না।মাটির তৈরি খেলনা হাজার হাজার বছর ধরে শিশুরা উপভোগ করে আসছে।

1677134938133.jpg

কাদামাটি একটি বহুমুখী উপাদান যা বিভিন্ন আকারে ঢালাই এবং আকার দেওয়া যেতে পারে, এটি বিস্তৃত খেলনা তৈরির জন্য নিখুঁত করে তোলে। মূর্তি থেকে যানবাহন পর্যন্ত, মাটির খেলনা কল্পনাপ্রসূত খেলার জন্য অফুরন্ত সম্ভাবনা প্রদান করে।মাটির খেলনা হাত দিয়ে বা মৃৎপাত্রের চাকা ব্যবহার করে তৈরি করা যায় এবং বিভিন্ন রং ও নকশা দিয়ে সাজানো যায়। এগুলি টেকসই এবং বছরের পর বছর উপভোগ করা যেতে পারে।

IMG20230218114209.jpg

যা শিশুদের এবং সংগ্রাহক উভয়ের জন্যই একটি জনপ্রিয় পছন্দ করে তোলে।মজা এবং সৃজনশীল হওয়ার পাশাপাশি, মাটির খেলনা দিয়ে খেলা সূক্ষ্ম মোটর দক্ষতা এবং হাত-চোখের সমন্বয়কেও প্রচার করে। বাড়িতে তৈরি করা হোক বা দোকানে কেনা হোক না কেন, মাটির খেলনা খেলার একটি চিরন্তন এবং প্রিয় রূপ।

IMG20230218114256.jpg

কেননা এই জিনিসপত্রগুলো তৈরি করার জন্য দরকার চিনামাটি।এই চিনামাটি দিয়ে যেকোনো রকম, যে কোন আকৃতির খেলনা তৈরি করা যেতে পারে।তাই এই মৃৎশিল্প একটি সিনেমাটির বিশেষ অঙ্গ।চিনামাটি গুলো মাটির নিচে অনেক গভীরে খুঁজে পাওয়া যায় আর এই চিনামাটি দিয়েই তৈরি হয় বিভিন্ন রকম মৃৎশিল্প।মাটির তৈরি এই খেলনা গুলো তৈরি করার জন্য প্রথমে চিনামাটি গুলোকে রোদের মধ্যে শুকাতে দেওয়া হয়।

IMG20230218114313.jpg

চিনামাটি গুলো যখন তার আঠালো ভাব ধরে রাখে সে সময় রোড থেকে বেরিয়ে লোকেরা সেগুলো দিয়ে বিভিন্ন রকম আকৃতির ডিজাইনের খেলনা অথবা জিনিসপত্র তৈরি করে।চীনা মাটি দিয়ে বিভিন্ন রকমের খেলনা তৈরি করা হয় আর এই খেলনা তৈরি করার পর রোদে শুকাতে দিতে হয়।রোদে শুকানোর পর এই খেলনাগুলো আগুনে পুড়ে মজবুত করে তৈরি করা হয়।

IMG20230218114143.jpg

বিভিন্ন রকমের খেলনা তৈরি করা হয় এদের মধ্যে ছোটদের জন্য খেলনা গুলো হচ্ছে গরু মাটির তৈরি ছাগল মাটির তৈরি বাগ মাটির তৈরি হরিণ সিংহ হাঁস-মুরগি বিভিন্ন রকমের পাখি এবং বিভিন্ন রকমের হাড়ি পাতিল ইত্যাদি তৈরি করা হয় এই মাটি দিয়ে।

🅱🆈 @nakib07


🆃🅷🅰🅽🅺🆂 🅰🅻🅻


oFhopCnVsFrGtMDi8FAe1h1c7ZBBXCHkMoE1Ntj54H77X8LydomuTDnXZgGT6yxu8a7AvgLuxo2mUFPx5zhMq98BpXpELpaBjKAziJVshFg2UaXbNtpqTXrxHyUJAFD1yV5RwDAPwddyUjWMMHW3m9AFEfUp4bPjJ3jmrCVgN63jaoue7QwpMR9FaiPD1g1UEz4FghTVLJa.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাটির তৈরি খেলনা দেখে শিশু কালের কথা মনে পড়ে গেলো। এই খেলনা কেনার জন্য ইদের মাটে ও বিভিন্ন মেলাতে বেড়াতে জাইতাম। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই পোস্ট করার মাধ্যমে আবার ও কিছু সময় শিশুকালে ফিরে গিয়েছিলাম ভাইয়া।

মাটির খেলনা নিয়ে ছোটবেলায় অনেক খেলেছি। যে কোন মেলায় কিংবা দোকানে মাটির খেলনা দেখতে পেলেই কিনে নিয়ে আসতাম। বাড়িতে এখনো কিছু খেলনা আছে ।আপনার পোস্ট টি পড়ে শৈশব এর সেই দিন গুলো মনে পড়ে গেলো ।অনেক সুন্দর হয়েছে আপনার পোস্টটি ভাইয়া ।সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে।

ছোট থাকতে মেলায় গিয়ে প্রায়ই কিনতাম আমি এসব খেলনা। খুব ভালো লাগেছিল ছোটবেলাতে খেলতে।তবে বর্তমানে এসব খেলনা গুলোর প্রচলন দিন দিন যেন কমে যাচ্ছে।যার প্রধান কারণ হলো বিভিন্ন প্রকার অনলাইন ভিত্তিক গেম ও ডিভাইসের প্রতি আসক্তি ছোট বাচ্চাদের।ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

মাটির তৈরি খেলনা গুলো সত্যি অসাধারণ। ছোট সময় মাটির তৈরি খেলনার জন্য বায়না ধরতাম। আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাই

মাটির তৈরি খেলনা নিয়ে অসাধারণ লেখছেন ভাই, আমি ছোট বেলায় এই রকম খেলনা নিয়ে সব সময় খেলা করতাম,আপনি অনেক সুন্দর ভাবে ছবি গুলো তুলছেন ছবি গুলো দেখে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য।

আপনাকে ধন্যবাদ

মাটির তৈরি খেলনাগুলো দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেল। ছোট বেলায় বেশিরভাগ সময় এই খেলনাগুলো নিয়ে খেলেছি।সুন্দর একটি পোস্ট করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছে। ধন্যবাদ

আপনাকে ধন্যবাদ

মাটির তৈরি খেলনাগুলো দেখতে খুব সুন্দর হয়। এগুলো আমাদের দেশের ঐতিহ্য। তবে মাটির তৈরি পশু,পাখি,মানুষ ঘরে না রাখাই ভালো। এগুলো দেখে বাচ্চাদের মনে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয়। আমার কাছে মাটির তৈরি বেশ কিছু ফলমূল ছিল, ফলমূলগুলোই সব থেকে বেশি ভালো লাগে।

আপনাকে ধন্যবাদ ভাই

মাটির খেলনা অনেক পুরনো। আমাদের বাসায় আমার ছোটো বেলার খেলনা গুলো এখনো রয়েছে। তবে বর্তমানে প্লাস্টিকের পুতুল সহ বিভিন্ন জিনিসের কারণে মাটি তৈরি খেলনা গুলো তেমন চোখে পরে না।ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

আপনাকে ধন্যবাদ

আপনাকে ধন্যবাদ

মাটির তৈরি বিভিন্ন খেলনা গুলো ভিন্ন ভিন্ন রঙ করাতে দেখতে অনেক সুন্দর দেখায় এবং ছোট বাচ্চাদের আকৃষ্ট করে। ছোট বাচ্চারা খেলনা অনেক পছন্দ করে। সুন্দর লিখেছেন আপনি।