ঐতিহ্যবাহী নয়াবাদ মসজিদ ভ্রমণ

in hive-131369 •  2 years ago 
আসসালামু আলাইকুম

IMG-20230327-WA0011.jpg

আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করব। আপনারা অনেকে নয়াবাদ মসজিদের নাম শুনে থাকবেন। আজকে আমি এই নয়াবাদ মসজিদ সম্পর্কে লিখব । চলুন শুরু করি,


20211022_172212-1.jpg

নয়াবাদ মসজিদ দিনাজপুর জেলায় অবস্থিত। এই মসজিদটির নাম রাখা হয়েছে গ্রামের নাম অনুসারে। অর্থাৎ এই মসজিদটি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার নয়াবাদ নামক গ্রামে অবস্থিত। এটি দিনাজপুর শহর হতে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এই মসজিদটির গুগল প্লাস কোড লোকেশন হলো QMJ5+PFX, 5270। ঢেপা নদী এই মসজিদের পাশ দিয়ে বয়ে গেছে।


আমি বেশ কয়কবার এই মসজিদটি দেখতে গিয়েছি। এই মসজিদটি ১৭৯৩ সালে বানানো হয়েছে। তৎকালীন রাজা দিনাজপুরে একটি মন্দির স্থাপনের জন্য অন্য রাজ্য থেকে লোক নিয়োগ করেন। তাদের মধ্যে কিছু সংখ্যক লোক ছিলো মুসলমান। তাই তারা নিজেদের জন্য কান্তজীও মন্দির হতে একটু দূরে একটি মসজিদ নির্মাণ করেন এবং নিজেদের ইবাদত করতে থাকেন। এই মসজিদের কাছে মুসলমান শ্রমিকেরা বসবাস শুরু করেন। আর এভাবেই এই মসজিদটি তখন থেকে সচল রয়েছে এবং বর্তমানে মসজিদের আশেপাশের সবাই তাদের নামায এই মসজিদে আদায় করেন।

IMG-20230327-WA0012.jpg


মসজিদটি নির্মাণ করা হয়েছিল ১.৫ বিঘা জমির উপর। মসজিদটি খুব বেশী বড় না। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি। মসজিদে প্রবেশের জন্য রয়েছে তিনটি প্রধান ফটক। এছাড়াও মসজিদের গম্বুজ তিনটির উপর তিনটি একই রকম নকশা করা আছে। আমি জানি না এগুলোকে কি বলা হয়। এর দুপাশের দুটি স্তম্ভে রয়েছে দুটি মিনার এবং পুরো মসজিদের বাইরের দেয়ালে নকশা করা রয়েছে। মসজিদের উত্তর ও দক্ষিণের দেয়ালে রয়েছে একটিএকটি করে মোট দুই পাশে দুইটি জানালা।আমি ভিতরে ঢুকি নি তাই ভেতরের অংশের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই মসজিদের বর্তমানে সাদা রং করা হয় যা পূর্বে ছিলো না। মসজিদের প্রবেশের গেটে হাতের বামমপাশে একটি কবর রয়েছে। সেটি কার কবর তা কোথাও লিখা নেই তবে ধারণা করা হয়ে থাকে এটি হয়ত এই মসজিদের নির্মাণ শ্রমিকের করবস্থান।

20201009_165318.jpg


পর্যটক বেশী হওয়ায় পর্যটকদের সুবিধার জন্য এখানে নতুন নতুন স্থাপত্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো পর্যটক ছাওনি এবং মসজিদের চার পাশে বসার জন্য ছোট ছোট বেঞ্চ। এছাড়া ও রাতের জন্য আলোর ব্যবস্থাও রাখা হয়েছে।

iMarkup_20230403_014137.jpg

iMarkup_20230403_014200.jpg

iMarkup_20230403_013848.jpg

iMarkup_20230403_013911.jpg


পরিশেষে আমি বলতে চাই, আপনি যদি কখনো দিনাজপুর আসেন তবে অবশ্যই এই মসজিদটি ভ্রমণ করে যাবেন। আপনি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে বাস, ট্রেন, প্লেন যেকোন মাধ্যমে দিনাজপুর শহরে আসতে পারবেন এবং দিনাজপুর শহর থেকে মোটর সাইকেল, ব্যক্তিগত গাড়ি কিংবা অটোরিকশা নিয়ে এই মসজিদে যেতে পারবেন।

20201009_165313.jpg

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

@tipu curate

Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

দিনাজপুর জেলার নয়াবাদ মসজিদ টি অনেক ঐতিহ্যের সাক্ষী। অসাধারণ কারুকাজ ফুটিয়ে তুলা হয়েছে। কখনো যাওয়া হয় নাই এই মসজিদ এ। আপনার পোস্ট এর মাধ্যমে অনেক তথ্য জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। কখনো সুযোগ হলে যাবো ইনশাআল্লাহ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

TEAM 5 CURATORS

This post has been upvoted through steemcurator08. We support quality posts anywhere and with any tags. Curated by: @pelon53

এরকম পুরাতন স্থাপনা গুলো দেখতে সত্যিই অনেক ভালো লাগে। বিশেষ করে এর কারুকার্য গুলো থাকে সত্যিই অসাধারণ। এই প্ল্যাটফর্ম না থাকলে হয়তো এরকম পুরাতন স্থাপনার কথা আমরা সেভাবে জানতে পারতাম না। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

দিনাজপুরে বেশ কয়েকটি ঐতিহ্যবাহী জিনিসের ভেতর নয়াবাদ মসজিদ হল অন্যতম।এ মসজিদটির নামকরণ করা হয়েছে গ্রামের নাম অনুসারে। মসজিদটি দেখতে আসলেই অনেক নান্দনিক অনেক সুন্দর। মসজিদটি সম্পর্কে খুব সুন্দর লিখেছেন আপু ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

প্রাচীন কালের এই মসজিদ গুলো অনেক সুন্দর হয়ে থাকে। এই মসজিদ গুলো ঐতিহ্যের একটি বাহক। টেপা মসজিদে কখনো আমার জাওয়া হয়নি। এই মসজিদ সম্পর্কে আমি তেমন কিছু জানতাম না। আপনার পোস্ট থেকে এমন একটি মসজিদ সম্পর্কে জানতে পারলাম।এমন একটি প্রাচীন মসজিদ নিয়ে আমাদের সাথে তত্ব শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।

এই মসজিদের কথা সবার মুখে শোনা যায়। আজকে আপনার এই পোস্ট এর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম এই মসজিদ টি নিয়ে।আপনি বেশ চমৎকার ফটোগ্রাফি করছেন। অনেক সুন্দর কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া আপনাকে

ঐতিহাসিক নয়াবাদ মসজিদটিতে বেশ কিছুদিন আগে আমিও গিয়েছিলাম। এটি দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত। এটি আমাদের ঐতিহ্য বহন করে। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। নয়াবাদ মসজিদ সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে নয়াবাদ গ্রামে এই ঐতিহ্যবাহী নয়াবাদ মসজিদটি অবস্থিত । নয়াবাদ মসজিদের পাশ দিয়ে বয়ে গেছে ঢেপা নদী। আর নয়াবাদ মসজিদটি ১ বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে। এই ঐতিহ্যবাহী নয়াবাদ মসজিদ সম্পর্কে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল ধন্যবাদ।

ধন্যবাদ আপু

ঐতিহ্যবাহী নয়াবাদ মসজিদ ভ্রমণ নিয়ে অসাধারণ লেখছেন আপু, আমি এই মসজিদের নাম অনেক শুনছি কিন্তু কখনো নিজের চোখ দিয়ে দেখা হয় নাই, মসজিদ টি দেখে মনে হচ্ছে অনেক পুরাতন একটা মসজিদ।তবে আপনার এটা কথা শুনে আমি আসলেই অবাক, কারন এই মসজিদ ১৭৯৩ সালে স্থাপিত করা হয়, এটা আমাকে খুব ভালো লাগলো, যেকোনো মসজিদ আমাদের আল্লাহ তায়ালার এক রহমতের ঘর,এই ধরনের মসজিদ গুলো দেখলে মন ভরে যায়। আপনি অনেক সুন্দর একটা পোস্ট করেছেন আপু, আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে

নয়াবাদ মসজিদ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই নয়াবাদ মসজিদ আমাদের দিনাজপুর জেলায় অবস্থিত। এই মসজিদ নিয়ে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন আপু। ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ