প্রিয় সতীর্থব্লগারবৃন্দ,
স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ছালাম।সকলেই কেমন আছেন? আশা রাখি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।কামারের হাতে বানানো লোহার তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি।
কামার আমাদের সকলের পরিচিত মুখ আর এটি প্রাশীন পেশা। কামারের কাজ হলো লোহার জিনিসপত্র গুলো তৈরি করা। লোহাকে আগুনে পিঠে পিটিয়ে গৃহস্থালির কাজে ব্যবহার উপযোগী লোহাজাত সামগ্রী তৈরি করা। তবে প্রাচীনকাল থেকেই হিন্দু সমাজে শুদ্র সম্প্রদায়ের কিছু গ্রামগঞ্জে কামার পেশায় জড়িত আছে। প্রাচীনকালে অধিকাংশ বাড়িঘর এবং কৃষি কাজে কামারের অবদান আছে। কামারের হাতে বানানো কৃষি সামগ্রীর মধ্যে রয়েছে
দা, কোদাল, কুড়াল, শাবল, বটি, পেরেক, ছুরি, লাঙলের ফলা, কাস্তে, নিড়ানি, বেদে কাটি, খুন্তি ইত্যাদি উল্লেখযোগ্য। তবে এগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাদের হাতের তৈরি।
কামারেরা শুধু গ্রামে নয় শহরেও এদের বিস্তার তবে গ্রামের তুলনায় শহরেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কামার। আধুনিকতার ছোয়ায় প্রযুক্তির প্রভাব হার মানছে কামারশিল্পে।কামারের হাত বানানো যন্ত্রপাতির বা জিনিসপত্রের কদর দিন দিন বহুঅংশে কমে যাচ্ছে। লোহার তৈরি দা, ছুরি,বটি,কোদাল ইত্যাদি লোহার জিনিসপত্র বা সামগ্রী খেটে খাওয়া মানুষ থেকে শুরু সকলের বাড়িতে ব্যবহার করা হয়। তবে লোহার সামগ্রী তৈরি করতে কামারের কদর সকলের কাছেই।
কামারেরা অক্লান্ত পরিশ্রমের দ্বারাই আমরা লোহার তৈরি সামগ্রী পেয়ে থাকি।হাটে-বাজারে চালের ছাউনির দোকান দিয়ে কামারেরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তাদের পরিবার চলায়। কামারের হাতে বানানো লোহার তৈরি বিভিন্ন সামগ্রী হাটে-বাজারে দোকান দিয়ে বানিজ্যিক ভাবে লাভবান হচ্ছে। আমার ব্লগটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
- ফটোগ্রাফারঃ @ratul420
- ক্যামরাঃ ভিভো ওয়াই টুয়েন্টি এস
- লোকেশনঃ যশাই হাট, পার্বতীপুর
কামার শিল্প নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। কামাররা অনেক পরিশ্রম করে এসব জিনিস তৈরি করেন। এসব বিক্রি করে তার পরিবারের খরচ চালান।ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কামার শিল্পের প্রতিটি আসবাবপত্র আমাদের অনেক প্রয়োজনীয় একটি মাধ্যম। কামাররা অনেক পরিশ্রম করে লোহা গুলিয়ে এসব আসবাবপত্র তৈরি করে। আপনি অনেক সুন্দর উপস্থাপন করছেন। ফটোগ্রাফি দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কামার শিল্প আমাদের দেশের একটি ঐতিহ্য। আর কামার রা অনেক কষ্ট করে লোহা গলিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করেন। সুন্দর উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কামার এরা দিনরাত পরিশ্রম করে এই লোহা তৈরি জিনিস গুলো বানানোর জন্য। এটি হলো আমাদের দেশের এক ঐতিহ্য যুগ যুগ ধরে কামার এরা এসব লোহার তৈরি জিনিসগুলো বানিয়ে আসতেছে মানুষের জন্য।খুব সুন্দর লিখেছেন ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কামারের হাতে বানানো লোহার তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। কামারের হাতে বানানো লোহার তৈরি বিভিন্ন সামগ্রী আমরা প্রতিদিন বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি।সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঐতিহ্যবাহী কামার শিল্প। কামারেরা লোহা দিয়ে দা, বঠি,কাইদা,কুড়াল,ইত্যাদি সামগ্রী জিনিসপত্র তৈরি করা। কামারেরা লোহা পিটিয়ে জীবিকা নির্বাহ করে। আপনি ঐতিহ্যবাহী কামার শিল্প নিয়ে দারুণ লিখেছেন ভাই। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম তখন মাঝে মাঝে হাটে যেতাম। হাটে কামারের লোহা পিটানোর শব্দ শোনা যেত। বর্তমানে এখন তেমন আর কামার দেখা যায় না। বড় বড় হাতগুলোতে এখনো কিছু টিকে রয়েছে। ছোট হাট গুলোতে কোন কামার পাওয়া যায় না। কামারের বানানো সামগ্রীগুলো গৃহস্থলীর বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কামারের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে দারুণ লেখছেন আপনি, কামাররা অনেক কষ্ট করে তারা বিভিন্ন জিনিস তৈরি করে,আগে কামারের নাম প্রচুর ছিল, আপনি অনেক সুন্দর একটা পোস্ট করেছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কামাররা কঠোর পরিশ্রম করে আমাদের নিত্যেপ্রয়োজনীয় এসব জিনিস তৈরি করে। হিন্দু সমাজের শূদ সম্প্রদায়ের লোকেরা এসব লোহার তৈরি কামার পেশার সাথে জড়িত।কামার শিল্প নিয়ে আপনার লেখা পোস্টটি অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কামারের তৈরি হাতে বানানো লোহার সামগ্রী যা প্রতিদিনের সঙ্গী বলা যায়। কামারেরা অনেক পরিশ্রম করে দা,কোদাল,কুড়াল, ইত্যাদি সামগ্রী বানায় এতে করে তাদের জীবিকা নির্বাহ হয়। আপনার পোস্ট ৩০০ শব্দের হতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কামারের হাতে বানানো লোহার তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। কামার শিল্প আছে বলেই আমরা বাড়ির কাজে লৌহজাত পণ্য ব্যবহার করতে পারতেছি। আপনি চমৎকার ভাবে ফটোগ্রাফি করেছেন।
@md-sajalislam.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit