|| গ্রাম বাংলার ঐতিহ্য :- বর্ষার মৌসুমে জাল দিয়ে মাছ ধরার কিছু সুন্দর মুহূর্ত ||

in hive-131369 •  last year  (edited)



আসসালামু আলাইকুম

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আমার সৃজনশীলতা এবং অভিজ্ঞতা দিয়ে একটি পোস্ট উপস্থাপনা করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে, ইনশাআল্লাহ।



কভার ফটো

20230814_100125.jpg

তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক....
IMG_20230814_090401-01.jpeg

IMG_20230814_083343-01.jpeg

IMG_20230814_083426-01.jpeg

বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের এই ছোট্ট একটি দেশে অনেক নদী-নালা, খাল-বিল ও পুকুর রয়েছে। এবং আমাদের দেশের অধিকাংশ মানুষ জেলে এবং তাদের একটাই পেশা তারা মাছ ধরে বাজারে বিক্রি করে তাদের পরিবার পরিজন চালায়। বিশেষ করে যারা সমুদ্র অঞ্চলে বসবাস করে তাদের একটাই নেশা এবং পেশা হলো মাছ ধরা। তাদের কাছে রয়েছে অনেক বড় বড় জাল এবং বড় বড় কিছু নৌকা যাদের সাহায্যে তারা মাছ ধরে থাকে। এবং যারা সমুদ্রের মাঝে এবং সমুদ্রে গিয়ে মাছ ধরে তাদের কাছে তো অনেক ধরনের সবকিছুই রয়েছে যার সাহায্যে তারা মাছ ধরে থাকে। আসলেই গ্রাম বাংলার ঐতিহ্য গুলো এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আগে গ্রামের বয়স্ক লোকেরা নদীতে গিয়ে মাছ ধরত। কিন্তু এখন আর এই সুন্দর দৃশ্যগুলো দেখা যায় না।

IMG_20230814_083457-01.jpegIMG_20230814_083524-01.jpeg

IMG_20230814_083556-01.jpeg

IMG_20230814_083626-01.jpeg

IMG_20230814_083659-01.jpeg


এখন বর্তমান বর্ষার মৌসুম তাই বর্ষার মৌসুমে প্রত্যেক নদী-নালা খাল বিল তো ভরাট হবেই ভরাট হওয়ার সঙ্গে সঙ্গে খাল বিলে প্রচুর পরিমাণে মাছ থাকবে। কারণটা হলো আমাদের দেশে যখন বর্ষার মৌসুমে হালকা একটু বন্যা হয় তখন দেশের প্রত্যেক অঞ্চলের নদী-নালা খাল-বিলে প্রচুর পরিমাণে অনেক প্রজাতির মাছ দেখা যায়। এবং এই মাছ ধরার জন্য আমাদের দেশের প্রত্যেকেই তাদের নিজস্ব কিছু জালের সাহায্যে মাছগুলো ধরে থাকে এবং মাঝে মাঝে অনেক বড় বড় মাছ ও পাওয়া যায়। এবং এই মাছ ধরার মজাটাই আলাদা থাকে কারণ এগুলো তো সব সময় ধরা হয় না শুধু বন্যার সময়ে এই মাছগুলো ধরা হয়ে থাকে।

IMG_20230814_083801-01.jpegIMG_20230814_083829-01.jpeg

তাইতো আমাদের এলাকার কিছু ছেলে তাদের নিজস্ব জলের সাহায্যে মাছ ধরার জন্য নদীতে চলে এসেছে। এবং তাদের হাতে যে জালগুলো রয়েছে এগুলো ভিন্ন ভিন্ন জাল। একটি জাল হলো ফাঁসা জাল এবং অপর দিকে রয়েছে, চব্বিশ, আঠারো, বাইশ এই ধরনের জাল। এবং তারা এই সবগুলো জাল নিয়ে এসেছে কারণ যদি ছোট মাছ থাকে তাহলে ছোট জালগুলোতে আটকে যাবে এবং বড় মাছ থাকলে এই বড় জালের মধ্যে আটকে যাবে। এবং নদীতে পানি হওয়ায় অনেকে জাল সামনে বসিয়ে পিছনে গিয়ে তারা গোসল করতেছে। ছোটদের এটাই তো বয়স আনন্দ উল্লাস করার। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই মাছ ধরার সুন্দর দৃশ্যটি।

IMG_20230814_083847-01.jpegIMG_20230814_083926-01.jpeg
IMG_20230814_083907-01.jpegIMG_20230814_083956-01.jpeg

তাদের এই মাছধরা দেখে আমার শৈশবের কিছু কথা মনে পড়ল। কারণ আমি আমার দাদুর সঙ্গে ছোট্টবেলায় মাছ ধরতে যেতাম। এবং আমরা একবার নদীতে মেশিন লাগিয়ে ছিলাম মাছ ধরার জন্য এবং সেখানে আমরা অনেক বড় দুইটি মাছ পেয়েছিলাম প্রায় মাছগুলো দুই কেজির মতো হবে এক একটায়। এবং নদীর পাশে আমাদের একটি পুকুর ছিল বন্যার মৌসুমে নদীর পানি পুকুরে ঢুকতো এবং অনেক মাছ পুকুরের মধ্যে চলে আসতো এবং পানি একটু কমলে আমরা জাল দিয়ে মাছ মারতাম অনেক বড় বড় মাছ পেতাম ঐ দৃশ্যগুলো আসলেই অনেক সুন্দর ছিল। কিন্তু এখন আর ঐ দৃশ্যগুলো দেখা যায় না। আমরা দিন দিন আমাদের পূর্বপুরুষের সুন্দর সুন্দর ঐতিহ্য গুলো হারিয়ে ফেলতেছি। আমরা তো একটু হলেও এগুলোর সাক্ষী হতে পারতেছি কিন্তু আমার মনে হয় ২০ থেকে ৩০ বছর পর এসব কোন কিছুই থাকবে না এগুলো একেবারেই বিলুপ্ত হয়ে যাবে। এর কারণটা হলো এখন গ্রামও ধীরে ধীরে শহরে পরিণত হচ্ছে। তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগার্মী গল্পে।


IMG_20230814_083907-01.jpeg



ডিভাইসরিলেলমি ছি ১২
ফটোগ্রাফার@rimon03
বিষয়ফটোগ্রাফি
লোকেশনবাংলাদেশ




আমার পোস্টটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ❤️...

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সবাইকে
...
🧡🧡🧡


E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

20230505_161413.jpg

আমার সম্পর্কে কিছু কথা:

আমি মো: খায়রুল ইসলাম। আর আমার ডাক নাম রিমন। আমি একজন ছাত্র। আমি লিখতে, পড়তে, খেলতে, ফটোগ্রাফি এবং অজানা বিষয় সম্পর্কে শিখতে অনেক ভালোবাসি।..❤️..

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

can also vote for @bangla.witness witnesses

IMG-20230513-WA0000.jpg

VOTE for @bangla.witness

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বর্ষার মৌসুমে নদনদী সবখানেই পানি পরিপূর্ণ থাকে। এ সময় জেলেরা মাছ ধরে থাকে এবং স্থানীয় মানুষেরাও মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আসলেই ভাই এরকম মাছ ধরা দেখলে শৈশবের কথা মনে পড়ে যায়। শৈশবে আমরাও অনেক মাছ ধরেছি জাল দিয়ে।দারুন একটি পোস্ট শেয়ার করেছেন দারুন লিখেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ

গ্রামের মানুষেরা এই বর্ষার সময়ে বিভিন্ন জালের সাহায্যে মাছ ধরে থাকেন। আপনি আপনার পোস্টে যে জাল টির ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন সে জাল টিকে আমাদের এলাকায় ফান্দি জাল বলা হয়। এই জালের সাহায্যে পুঁটি জাতীয় মাছ সবচেয়ে বেশি ধরা যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে

এমন সুন্দর দৃশ্য শুধু বর্ষাকালেই দেখা যায়। প্রতিটি গ্রামে এভাবেই ফাঁসি জাল দিয়ে মাছ ধরা হয়। ফাঁসি জল দিয়ে মাছ ধরা খুবই সহজ। এটা পানিতে বসিয়ে রাখতে হয় কিছুক্ষণ পরে, জাল তুললেই মাছ পাওয়া যায়। বর্ষাকালে মাছ ধরার মুহূর্ত নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট তৈরি ল করেছেন ধন্যবাদ আপনাকে ।

ধন্যবাদ

মাছ ধরার দৃশ্য গুলো দেখতে আসলে অনেক সুন্দর। বর্ষাকালে সব জায়গায় বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরা হয়। আমাদের গ্রাম অঞ্চলে জাল দিয়ে মাছ ধরা এগুলো ঐতিহ্য।আপনি ঠিক বলছেন আগের মত এখনকার দিন গুলো হয় না। গ্রামেও আস্তে আস্তে শহর হয়ে যাচ্ছে। আপনার তোলা ছবি গুলো দারুণ হয়েছে ভাই।আপনি জাল দিয়ে মাছ ধরার দৃশ্য নিয়ে সুন্দর আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ

গ্রাম অঞ্চলের মানুষ বর্ষার সময় জাল দিয়ে মাছ ধরে। আমিও এই জাল দিয়ে মাছ ধরেছি বেশ কয়েকবার। এই জালকে আমাদের আঞ্চলিক ভাষায় কারেন্ট জাল বলে। বর্ষাকালে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার মজাই আলাদা। অসংখ্য মাছ পাওয়া যায়। এই জালে পুঁটি মাছ, টেংরা মাছ, কই মাছ, শিং মাছ বেশি ধরা পরে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য

বর্ষাকালে গ্রামাঞ্চলে মাছ ধরার একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বর্ষাকালে যখন বৃষ্টির পানিতে খাল বিল ভরে যায় এবং নদীতে যখন পানি আসে, তখন গ্রামের মানুষদের বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে মাছ ধরতে দেখা যায়। বর্ষাকালের অসাধারণ কিছু মাছ ধরার দৃশ্য আমাদের মাঝে শেয়ার করেছেন এবং খুব সুন্দর আলোচনা করেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাই

Loading...

বর্ষাকালে চারিদিক পানিতে পানিতে ভরে উঠে।আর এসময় মাছ ধরার দৃশ্য চারিদিকেই দেখা যায়। এসময় গ্রামের মানুষেরা বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে মাছ ধরে থাকে।আমরা ছবিতে যে জালটি দেখতে পাচ্ছি এটি হলো ফান্দি জাল। এই জালের ব্যবহার আমাদের গ্রামে ও রয়েছে। বর্ষার মৌসুমে জাল দিয়ে মাছ ধরার দৃশ্য নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি। ফটোগ্রাফি গুলো ও দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া

ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মন্তব্য করার জন্য

বর্ষাকালে এমন সুন্দর দৃশ্যের দেখা মিলে। আমি ছোট বেলায় এই জাল দিয়ে কয়েক বার মাছ ধরেছি। খুব সহজেই জাল দিয়ে মাছ ধরা যায়। বর্ষাকালে মাছ ধরার দৃশ্যটি অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে

বর্ষাকাল মানে গ্রামের মানুষের উৎসব শুরু হয়ে যায় মাছ ধরার। খাল, বিল, পুকুর, নদী সব জায়গা থেকেই বর্ষাকালে মাছ ধরা হয়ে থাকে। সবচেয়ে মজার বিষয় হলো বর্ষাকালে যারা মাছ ধরেন তারা বেশিরভাগই জেলে নন বরং শখের বসে মাছ ধরে থাকেন। বর্ষাকালে আমাদের গ্রামে অনেকেই মাছ ধরতে যান নদীতে যারা বর্ষাকাল ছাড়া সারা বছর নদীতে কোনরকম মাছ ধরেন না। ধন্যবাদ আপনাকে

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ

মাছ ধরতে আমার ও অনেক ভালো লাগে।যখন পানি বেশি হয় তখন আমি ও জাল নিয়ে মাছ ধরতে যাই। দেখে মনে হচ্ছে নদীতে ভালো পানি হয়েছে।দেখি জাল নিয়ে যাব মাছ ধরতে।ছবি গুলো অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

ধন্যবাদ ভাই

আমার বাড়িতেও ফাঁস জাল রয়েছে ভাই। বাইস জাল দিয়ে পুটি মাছ ভালো ধরা যায়।আপনার মাছ ধরার দৃশ্য দেখে আমার ফাঁস জাল দিয়ে মাছ ধরার কথা মনে পড়ে গেলো। এখন আর তেমন মাছ ধরার মতো বৃষ্টি হয় না। বৃষ্টি হলেও গ্রামের ছেলেরা কেউ মাছ ধরতে যায় না। আসলেই ভাই ২০-৩০ বছর পর আর এই সৃতি গুলো ধরে রাখতে পারবে না।

ধন্যবাদ

নদীমাতৃক এ দেশে ছোট-বড় অসংখ্য নদী নালা ও খাল বিল রয়েছে।বর্ষাকালে পানিতে যখন চারিদিক থৈ থৈ করে, তখন জেলেদের মাছ ধরার সময় শুরু হয়।এই জাল গুলোকে আমাদের এলাকায় ফান্দি জাল বলে।এই জালগুলোতে মূলত ছোট মাছ আটকা পড়ে। বর্ষাকালে এই জাল দিয়ে মাছ ধরার চারিদিকে ধুম পড়ে যায়। ছবিগুলো অনেক সুন্দর তুলেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ