নদী পারাপারের অন্যতম প্রাচীন যানবাহন হলো নৌকা

in hive-131369 •  2 years ago  (edited)
আসালামু আলাইকুম
ঐতিহ্যমূলক পোস্ট
🤗Hello Bloggers 🤗
আশা করি ,মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন।আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আমি @rumana12 আজকে আলোচনা করব আমাদের দেশে নদী পারাপারের অন্যতম প্রধান একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌকা নিয়ে। আশা করি আপনাদের সকলকে অমর পোস্টটি ভালো লাগবে।চলুন তবে দেরি না করে শুরু করা যাক।

1000000845.jpg



বাংলাদেশ নদীমাতৃক দেশ দেশ। আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট-বড় অসংখ্য নদী। যেসব নদী পারাপারের প্রধান যানবাহন বা মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো নৌকা। সেই প্রাচীন কাল থেকে শুরু করে এখনো নৌকার ব্যবহার চলমান। বিভিন্ন কার্য ভাসমান নৌকা ব্যবহার করা হয় বিভিন্ন কারণে। বিভিন্ন ধরনের মালামাল পরিবহন, বিভিন্ন যাত্রী পরিবহন আরো অন্যান্য কারণে এ নৌকার ব্যবহার আমাদের চোখে পড়ে।


1000000656.jpg


বাংলাদেশে জেলেরা নদীতে মাছ ধরার জন্য নৌকায় করে জাল নিয়ে মাছ ধরে। নৌকায় করে পারাপারের জন্য একটা বৈঠা ব্যবহার করা হয়। যার নিচের অংশটি লোহার পাত দিয়ে তৈরি। কাঠের তৈরি নৌকাগুলো নদীতে ভাসমান অবস্থায় দেখতে বেশ সুন্দর লাগে। এসব নৌকায় ভ্রমণ করার অনুভূতি ও আমার কাছে অসাধারণ। আমি বেশ কয়েকবার নৌকায় উঠে ছি। আমাদের বাড়ির পাশে নদীতে নৌকা সব সময় থাকে।

1000000675.jpg

জেলেরা যখন নৌকায় করে মাছ ধরতে যায় তখন তারা নদীর প্রতিকূল অনুকূল যে কোনো অবস্থাতেই নৌকাকে নিয়ন্ত্রণ করতে শিখে যায়। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে প্রায় প্রতিদিনের জেলেরা নৌকায় করে মাছ ধরতে বের হয়। কখনো কখনো রাতেও তারা নৌকায় করে নদীর এপাশ ওপাশ জাল ফেলে সেই জাল নৌকায় তুলে রাখেন। নদীর অন্যতম যানবাহন অনেক প্রাচীন। নৌকা দেখতে যেমন সুন্দর তেমনি নৌকায় ভ্রমণ ের আনন্দ অসাধারণ। নদীতে ভাসমান নৌকাও দেখতে অনেক ভালো লাগে আমার।


1000000677.jpg

নৌকা তৈরিতে ব্যবহার করা হয় ভাসমানযোগ্য শুকনো কাঠ। এসব কাঠ পেরেক মেরে বিভিন্ন আকার দিয়ে ছোট বড় বিভিন্ন নৌকা তৈরি করা হয়। আর নৌকাকে চমকপ্রত করতে মাঝে মাঝে ব্যবহার করে বিভিন্ন রং। যদিও রঙিন নৌকা আমাদের নদীতে কখনো দেখিনি। আর অন্যদিকে নৌকার করে যাত্রী পরিবহন করার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়। কখনো কখনো তৈরি করা হয় বাশ ব্যবহার করে বসার ব্যবস্থা। অথবা কাঠ ব্যবহার করে দুই দিকে পেরেক মেরে বসার ব্যবস্থা। খুব সহজেই যে কেউ নৌকায় বসে ভ্রমণ আনন্দ উপভোগ করতে পারে।


1000000678.jpg

1000000678.jpg


নৌকা চালকদের মাঝি বলা হয়। মাঝিরা কখনো কখনো যাত্রীদের কাছ থেকে নদী পারাপারের জন্য টাকা নেয়। আবার কেউ কেউ খেয়াল খুশির মত নিচ আনন্দ কে উপলব্ধি করতে নৌকায় ভ্রমন করে এবং যাত্রীদের পারাপার করেন। আমার কাছে মনে হয়, নদীর অন্যতম সৌন্দর্য হলো নৌকা। নৌকায় ভ্রমন করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে আমার বাবা আমাকে নৌকায় উঠিয়ে নৌকা ভ্রমণের আনন্দ উপলব্ধি করান।



1000000655.jpg



আশা করি আমার পোস্টটি আপনাদের ভালো লেগেছে ।ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন। নৌকায় উঠতে আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন ।




ধন্যবাদ সবাইকে ।



1000000844.png


1000000848.jpg

আসসালামু আলাইকুম, আমার নাম রুমানা পারভীন। আমার steemit আইডি নাম @rumana12 আমার বাসা দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায়।আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ কম্পিউটার ডিপার্টমেন্টে পড়াশোনা করি। আমি ভ্রমণ করতে এবং নতুন কিছু শিখতে খুব পছন্দ করি। অবসর সময় গান শুনতে আমার অনেক ভালো লাগে। আমি steemit এ কাজ উপভোগ করি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নৌকা হলো প্রাচীন যাতায়াতের একমাত্র হাতিয়ার। নদী পারাপারের জন্য নদী এলাকার লোকেরা নৌকা ব্যবহার করে থাকে। নৌকা নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমাদের দেশে ছোট বড় অসংখ্য নদ-নদী খাল-বিল রয়েছে। নদী পারাপারের একমাত্র মাধ্যম হিসেবে কাজ করে কাঠের তৈরি নৌকা। নৌকা নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমাদের বাংলাদেশে অসংখ্য নদী নালা রয়েছে। আর এইসব নদী-নালা পারাপার করার জন্য অন্যতম বাহন হল নৌকা। এছাড়া বইটার চালিত নৌকা দিয়ে বড় পুকুরে মাছের খাদ্য দেওয়া হয়। বড় বড় খরস্রতা নদীতে বইটা চালিত নৌকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বড় বড় নদীতে ট্রলার শিপ এবং লঞ্চ যাতায়াত করে যা অনেকটাই নিরাপদ। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আগে নদাই বা খাল পার হওয়ার জন্য মানুষের একমাত্র বাহন ছিলো নৌকা। তবে এখন ব্রীজ নির্মানের কারনে তেমন নৌকা দেখা যায় না। নৌকা নিয়ে খুবই চমৎকার একটি পোস্ট করেছেন। ছবিগুলো সুন্দর তুলেছেন।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

নৌকা নিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। নদীর পানি দেখে বোঝা যাচ্ছে অনেক পরিষ্কার। আপনার বাড়ি দিনাজপুরে এটা শুনে খুব ভালো লাগলো।শুভকামনা রইল আপনার জন্য

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমাদের দেশ নদীমাতৃক দেশ। এদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদ-নদী। নদী পারাপার করার জন্য মুলত নৌকার প্রয়োজন। নৌকা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন আপু।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে অসংখ্য খাল বিল নদী রয়েছে। নৌকা আমাদের খুবই প্রয়োজনী একটি মাধ্যম। আগের দিনে বর্ষাকালের মানুষের ভরসা ছিল নৌকা। নদী পারাপারের জন্য এবং মাছ ধরার জন্য নৌকা ব্যবহার করা হয়। সুন্দর উপস্থাপন করেছেন আপু। সুন্দর ফটোগ্রাফি করেছেন, অসংখ্য ধন্যবাদ।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

বাংলাদেশ কে বলা হয় নদীর দেশ। এদেশে প্রায় ৬৫০টি নদী রয়েছে। আর নদীর পাশেই গড়ে উঠেছে মানুষের বসতি। তাই নদী পারাপারের জন্যই নৌকার আবিষ্কার। আগে নৌকায় পানিপথে চলাচলের একমাত্র অবলম্বন ছিল। আমি বেশ কয়েকবার নৌকায় ভ্রমণ করেছি। নৌকায় উঠতে বেশ ভয় লাগে তবে অনেক মজাও লাগে। নৌকা সম্পর্কে আপনি সুন্দর ও সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

ছোট ছোট নদী এবং খাল-বিল পার হওয়ার জন্য এই ধরনের ডিঙি নৌকা ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে আমাদের দেশে। এই নৌকাগুলো শুধুমাত্র নদী পারাপারের জন্যই অনেক বরং মাছ ধরার জন্যও ব্যবহৃত হয়ে থাকে আমাদের এলাকায়। ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমাদের দেশের ছোট ছোট নদী গুলো পারাপারের জন্য এমন নৌকা ব্যবহার করা হয়ে থাকে। আবার অনেক সময় বিভিন্ন ভ্রমণ স্থান গুলোতে এই নৌকা দেখতে পাওয়া যায় অনেকে শখের বসে নৌকায় চড়ে থাকে। নৌকা ভ্রমন আমি প্রায় করি। আমার বাসার কাছেই কয়লার খনি এইখানে গেলেই নৌকায় চড়ে বেড়াই।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার নৌকার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। নৌকা হল প্রাচীন বাংলার যানবাহনের মধ্যে অন্যতম। নৌকায় চড়তে আমাকে বেশি ভালো লাগে আত্রাই নদীতে অনেকবার নৌকায় চড়েছি।দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

নৌকা হলো আমাদের প্রাচীনকালের অন্যতম একটি যানবাহন।আপনি নৌকার ছবি গুলো দারুণ ফটোগ্রাফি করছেন।আমি কখনো নৌকায় উঠি নাই।নৌকায় করে জেলেরা মাছ ধরতে বের হয়।নৌকা সম্পর্কে দারুণ লেখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।