প্রিয় কমিউনিটি বাসি,
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার পারিবারিক কিছু সমস্যার কারণে গত কয়েকদিন ধরে আমি ইস্টিমেটে কাজ করতে পারেনি।নিয়মিত একটিভ থাকতে পারিনি। স্ট্রিম ফর ট্র্যাডিশন কমিউনিটির এডমিন ও মডারেটররা আমার সমস্যাটা হয়তো উপলব্ধি করতে পেরেছে।যেহেতু আজকে ফটোগ্রাফি সম্পর্কে প্রতিযোগিতা আছে সেহেতু ক্ষুদ্র প্রচেষ্টা উপস্থাপন করবো।
তো আজকে আমি আপনাদের সামনে ক্যাকটাস ফুল সম্পর্কে আলোচনা করব ।তো চলুন আলোচনা শুরু করা যাক।
ক্যাকটাস ফুলের বর্ণনা
ক্যাকটাস ফুলের গাছ কাটাযুক্ত। কাটাযুক্ত হলে কি হবে ফুলটি অপরূপ সুন্দর।ক্যাকটাস গাছের প্রতি প্রায় সবারই আকর্ষণ আছে।ক্যাকটাস গাছের প্রতিনিয়ত পানি দেওয়ার লাগেনা।মাঝে মাঝে অল্প পানি দিলেই সে সন্তুষ্ট।অনেকেই বাসায় ফুলদানিতে ক্যাকটাস গাছ রোপন করে।এতে করে বাড়ি সুন্দরর্য দ্বিগুণ হারে বৃদ্ধি পায়।সাধারণত মরুভূমিতে এরা জন্মায়।ক্যাকটাস গাছের ডাল গুলো মোটা হওয়া এরা পানি ধরে রাখতে সক্ষম।
ফুলদানিতে ক্যাকটাস গাছ লাগানোর নিয়ম
অন্যান্য গাছ যে মাটিতে হয় সাধারণত ক্যাকটাস গাছ এই মাটিতে হয় না।ঝুরঝুরে বালি মাটিতে ক্যাকটাস গাছ অনেক ভালো হয়।ক্যাকটাসের মাটি তৈরি করতে যা লাগবে ১০ শতাংশ বালি,৪০ শতাংশ মাটি আর ৫০ শতাংশ পারলাইট।এর মধ্যে অল্প পরিমাণে রক ডাস্ট মিশিয়ে নিতে হবে। তারপর সব ভাবে মিশ্রণ করে নিতে হবে। তারপর একটি ফুল দানিতে মাটিগুলো রেখে অল্প পানি দিতে হবে। ছোট ছোট পাথর বা নুড়ি মাটির উপরে রাখলেই হয়ে যাবে।
যত্ন কিভাবে নিবেন
ক্যাকটাস গাছ এর শিকোড় পুক্ত হতে চার-পাঁচ মাস সময় লাগে।তাই শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে।চার পাঁচ দিন পর পানি দিলে এই সমস্যা হবে না।আবার মটি শুখিয়ে গেলে অল্প পরিমাণে পানি দিতে হবে।
আশা করি আমার ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে।দোয়া করবেন আমার জন্য আমি যদি ভালো ভাবে ইস্টিমেটে কাজ করতে পারি।
আল্লাহ হাফেজ
Regard's @sadmansakib9
ফুলের ফটোগ্রাফি পোস্ট অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার ছবির সাইজ গুলো মাঝারি আকারের করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Oke vai
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit