গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে একজন ভাংড়ি দোকানদারের ভূমিকা

in hive-131369 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম ও অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা।আশা করি সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি আলোচনা করব বাড়ির অপ্রয়োজনীয় জিনিস ভাংড়িওলাকে দিয়ে জলপাইর আচার নেওয়া।তো চলুন দেরি না করে শুরু করা যাক।


IMG20220312162006.jpg

আমার হলো ভাই এই খবর , ভাংড়ির খবর,


আমরা গ্রামের মানুষ।আর গ্রামের বাড়িতে অনেক রকমের কাজ হয়ে থাকে। কোন কিছু মেরামত করতে গেলে অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিয়ে নতুন কিছু লাগানো হয়।আর সেই অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা ভাঙ্গিওয়ালাকে দেই যেমনঃভাঙ্গা টিন,লোহা,বই খাতা ইত্যাদি।অনেক ভাংড়িয়ালা সেগুলো কেজি দ্বারা কিনে এবং দাম অনুযায়ী আমাদেরকে টাকা দেয়।আমরা সেই টাকা থেকে তাদের কাছ থেকে খাবার নেই। তাদের কাছে অনেক রকমের খাবার থাকে যেমনঃজলপাইর আচার, বরাইর আচার,ছোলা বুট,বাদাম,চানাচুর ইত্যাদি।এই খাবার গুলো বিভিন্ন বোতলে রাখা হয়। গ্রামের ছোট বাচ্চারাতো বিভিন্ন ধরনের বোতল দিয়ে ভাংড়িয়ালার কাছ থেকে এই খাবারগুলো খায়।

IMG_20221111_221700.jpg

IMG20221110154402.jpg

ভাং ভ্যানে এসব জিনিস রাখার মত ব্যবস্থা আছে।বড় একটি বস্তা রাখা থাকে সেইখানে তারা জিনিস গুলো রাখে। ভ্যানের সামনে মাইক লাগানো থাকে সেই মাইক বাজিয়ে মানুষদের কাছে খবর পাঠিয়ে দেয়।কারো বাড়িতে যদি অপ্রয়োজনীয় জিনিস থাকে সেই জিনিসগুলো নিয়ে মাইকের সামনে চলে আসে। ছোট বাচ্চারা ভাংড়িআালাকে দেখলে তো কান্না শুরু করে দেয় খাবার খাওয়ার জন্য। আসলে ভাংগিয়ালার কাছে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো অনেক মজা। আর ছোট মানুষ যদি মাইকের আওয়াজ পায় সঙ্গে সঙ্গে তাদের কাছে চলে আসে।আমাদের গ্রামে প্রতিদিন দুই তিন জন ভাঙ্গারিওয়ালা যাওয়া আসা করে। ভাংড়িয়ালা এই অপ্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে একটি কারখানাতে দেয়।কারখানা মালিক মাল অনুযায়ী তাদেরকে টাকা দেয়, সেই টাকা দিয়ে তারা সংসার চালায়।


IMG20221110154405.jpg

আসলেই ভাংড়িওয়ালাদের জন্য অপ্রিয়োজনেও জিনিসগুলো কারখানায় পৌঁছে দিতে পারতেছি।যেগুলো আমাদের কাজেই লাগতেছে না।কারখানায় সেগুলোকে যাচাই-বাছাই করে ব্যবহারের উপযোগী করে তুলতেছে। এসব সম্ভব ভাংরি ওয়ালাদের জন্যই। তারা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় দেখে গ্রাম এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সাজানো গোছানো থাকে।

আমার এই পোস্টটি পড়ার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ।

Regard's @sadmansakib9

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি পোস্ট লেখার পর অবশ্যই পোস্টটি একবার পড়ে দেখেবেন৷ আপনার পোস্টে অনেক জায়গায় বানান ভুল রয়েছে৷ ভাংরী দিয়ে ছোট বেলায় বাদাম ও বুট খাইতাম 🙂

@rafi006

ধন্যবাদ,, ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য।

বাহ চমৎকার লাগল আপনার এই পোস্ট। গ্রামের খুবই সুন্দর একটা ফেরিওয়ালার দোকান নিয়ে লিখেছেন। সত্যি খুবই সুন্দর হয়েছে। 🥰 ধন্যবাদ ভাই

@shihab24

Thank you so much vai..

ভাংড়িওয়ালাকে নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনাকে ধন্যবাদ।

@mahim

Thank you so much