আমার এলাকার একটি পুরাতন স্থাপন | | তাজহাট জমিদার বাড়ি

in hive-131369 •  last year  (edited)

আসসালামু আলাইকুম

শা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই ধন্যবাদ জানাই সেলিম ভাইকে এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আজকের প্রতিযোগিতার বিষয় আপনার এলাকার একটি পুরাতন স্থাপনা সম্পর্কে আলোচনা। তো চলুন বন্ধুরা আমার এলাকার একটি পুরাতন স্থাপন সম্পর্কে জেনে নেয়া যাক।


তাজহাট জমিদার বাড়ি


Picsart_23-09-05_21-22-18-414.jpg
রংপুর দিনাজপুরের এমন কোনো মানুষ নেই যে তাজহাট জমিদার বাড়ি সম্পর্কে জানে না। রংপুরের মধ্যে।এটি একটি অন্যতম পর্যটন কেন্দ্র ও পুরাতন স্থাপনা। এই জমিদার বাড়িটি রংপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র ২.২ কিলোমিটার দূরে অবস্থিত। একসময় এটি হাইকোর্ট হিসাবে ব্যবহার হলেও এখন এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে পুরানো যুগের অনেক জিনিসপত্র সংরক্ষিত আছে। এই জমিদার বাড়ির ভিতরে মানে যাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধ সেখানে পুলিশ পাহাড়া থাকে না হলে অবশ্যই যাদুঘরের ভিতরের ছবি তুলে আপনাদের দেখাতাম সেখানে কোন কোন যুগের নিদর্শন আছে।

ইতিহাস


Picsart_23-09-05_21-25-06-268.jpg
Picsart_23-09-05_21-23-50-193.jpg
Picsart_23-09-05_21-30-05-824.jpg
বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল রায়ের তত্ত্বাবধানে ১০ বছর ধরে এই প্রসাদটি নির্মিত হয়। ১৯৮৪ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত এই প্রাসাদটি রংপুর হাইকোর্ট হিসাবে ব্যবহৃত হয়েছিলো। প্রেসিডেন্ট এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীয়করনের লক্ষ নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে হাইকোর্ট বিভাগের আঞ্চলিক বেঞ্চ স্থাপন করেন যার একটি রংপুরে স্থাপিত হয়েছিলো। ১৯৯৫ সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা হিসাবে ঘোষনা করে। বাংলাদেশের সরকার এই স্থাপত্যের গুরুত্ব অনুধাবন করায় ২০০৫ সালে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এই প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসেন।

স্থাপনাটির গঠন


Picsart_23-09-05_21-26-29-715.jpg
Picsart_23-09-05_21-23-12-105.jpg
Picsart_23-09-05_20-25-58-920.jpg
বিশাল এই প্রাসাদটি ২১০ ফুট প্রসস্ত ও চারতলার সমান উচু। কিন্তু আসলে এটি ২তলা। এই প্রাসাদের নীচে অনেকগুলো গম্বুজ আছে। প্রাসাদটিতে মোট ৩১ টি সিড়ি আছে যেগুলো ইতালীয় ঘরনার মার্বেল পাথরে তৈরি। সিড়ি থেকে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাই একই পাথরে তৈরি। এই প্রাসাদে এই গোপন সিড়িও আছে তবে নিরাপত্তার কারনে বর্তমানে এটি বন্ধ রাখা হয়েছে। ২ তলা মিলে প্রাসাদটিতে মোট ২২ টির মতো কামরা আছে। প্রাসাদটির খোলা প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত "U" আকৃতির মতো করে নকশা তৈরি করে। প্রাসাদের সিড়িতে উঠার আগে একটি বিশাল গেট আছে।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ ১৩
ক্যামেরা৫০ মেগাপিক্সেল
লোকেশনতাজহাট, রংপুর।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভূল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য @newtonb, @ogechukwu-martha এবং @weisser-rabe কে আমন্ত্রণ জানাচ্ছি।

ধন্যবাদ সবাইকে💙
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যিই এটি রংপুর বিভাগের অন্যতম একটি ঐতিহ্য। রংপুরের তাজহাট জমিদার বাড়ি সবাই এক নামে চেনে। আমি কয়েকবার সেখানে গিয়েছিলাম। বেশ ভালো লেগেছে আমাকে চারপাশের পরিবেশটা। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি ভাই আর লিখেছেন অনেক সুন্দর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

আপনি অনেক ভালো মানের ছবি তোলেন।তাজহাট জমিদার বাড়িতে আমার কখনো যাওয়া হয় নি। জাদুঘর হিসেবে আমার মনে হয় সবথেকে সুন্দর একটি জায়গা হলো জমিদার বাড়ি। রংপুরের এতো পুরাতনএকটি স্থাপনা এখনো দেখতে এতো সুন্দর দেখে অবাক হয়ে গেলাম ভাই। আপনি জমিদার বাড়ি নিয়ে সুন্দর লিখেছেন।

ধন্যবাদ ভাই

আপনার এলাকার পুরোনো স্থাপনা তাজহাট জমিদার বাড়ি সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। এরকম পুরানো জমিদার বাড়ি গুলো দেখতে খুবই ভালো লাগে। অনেক পুরনো স্থাপনা হলেও দেখে নতুন নতুন লাগতেছে। এছাড়াও আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই

  ·  last year (edited)

প্রথমে আপনার জন্য শুভকামনা রইল। অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এলাকায় অবস্থিত রংপুর তাজহাট জমিদার বাড়ি নিয়ে অনেক সুন্দর ও বিস্তারিত একটা আলোচনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। রংপুরের বিনোদন কেন্দ্র গুলোর মধ্যে এটি একটি অন্যতম বিনোদন কেন্দ্র। আমি এখনো অব্দি রংপুর বাসার জমিদার বাড়ি দুইবার গিয়েছিলাম। আমার কাছে বিনোদন কেন্দ্রটি অনেক ভালো লেগেছে। আপনি এই বিনোদন কেন্দ্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন যেগুলো আমার জানা ছিল না। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু

  ·  last year (edited)

তাজহাট জমিদার বাড়ি সম্পর্কে দারুন উপস্থাপন করেছেন ভাই, আমি তাজহাট জমিদার বাড়িতে গিয়েছিলাম ২০১৯ সালে, বেশ ভালো লেগেছিলো। পুরাতন জমিদার বাড়ি হলেও সাজসজ্জায় ভরপুর এই জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে অনেক দর্শনীয় জিনিসপত্র রয়েছে, যা অনেক ইতিহাসের সাক্ষী। আপনি তাজহাট জমিদার বাড়ির ইতিহাস তুলে ধরেছেন, আবারো যাবো রংপুর গেলে এই জমিদার বাড়ি দেখার জন্য। আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই

তাজহাট জমিদার বাড়ির সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আপনি ঠিক বলেছেন ভাইয়া এটি "একসময় এটি হাইকোর্ট হিসাবে ব্যবহার হলেও এখন এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে" এবং এটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে এখানে প্রায় অনেক পর্যটকরা ঘুরতে আসে জায়গাটি দেখার জন্য। এবং জায়গাটি দেখতে অনেক সুন্দর। আমরা এখবার দেখতে গিয়েছিলাম এখানে একান্ত অনেক ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

তাজহাট জমিদার বাড়ি নিয়ে আপনি বেশ চমৎকার কিছু তথ্য এবং সুন্দর সুন্দর ছবিগুলো তুলে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে বেশ ভালোই ধারণা আমাদের দিয়েছেন। আমি কখনো এই জমিদার বাড়ি দেখতে যাওয়ার সুযোগ পায়নি। তবে রংপুরে বেশ যাওয়া হয় কিন্তু এই জমিদার বাড়ি ঘুরতে যাওয়ার সময় কখনো হয়নি। কোন সময় সুযোগ হলেও ইচ্ছে হয়নি যে এখান থেকে ঘুরে আসি। এই জমিদার বাড়ি সম্পর্কে অনেক তথ্য আপনার এই পোস্টের মাধ্যমে আমি জানতে পারলাম ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই

রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি নিয়ে আপনি দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। রংপুর তাজহাট জমিদার বাড়িতে আমি একদিন গিয়েছিলাম। কলেজ ট্যুরে আমরা সেখানে গিয়েছিলাম। তবে এর জাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধ। তাছাড়া জমিদার বাড়ির আশেপাশের প্রকৃতি অনেক সুন্দর। আমরা এর চারিদিকের আশপাশ ঘুরে দেখেছি। এর চারিদিক গাছপালা ও ফুল গাছ দিয়ে পরিপূর্ণ। আপনি অনেক সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলো দেখেই বোঝা যায় আপনি একজন ভালো মানের ফটোগ্রাফার। এখানকার ভবনটি দেখতে খুবই সুন্দর। আর এর সিঁড়িগুলোতে বসে আমরা সবাই মিলে ছবি তুলেছিলাম,যেটা কলেজের ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু

রংপুরের তাজহাট জমিদার বাড়ি উত্তর অঞ্চলের সবাই চিনেন তবে নিজ চোখে দেখেনি।আমি গিয়েছিলাম এক বছর আগে।যেয়ে পুরোনো দিনের কথা কল্পনা করছিলাম।তাদের জীবন কেমন ছিল তা নিয়ে ভাবছিলাম।ঠিকই বলেছেন ভিতরে কোনো ভাবেই ছবি তুলা যায়না।আপনি অনেক সুন্দর করে বিস্তারিত তাজহাট সম্পর্কে লিখেছেন।তার ইতিহাস লিখেছেন।পাশে আরো বিশাল বড় বাগান আছে।মসজিদ আছে।আমি যখন গিয়েছিলাম অনেকক্ষন ছিলাম,আসে পাশে অনেকবার পায়ে হেটে দেখেছি।যতই দেখেছি মনে হচ্ছিল চোখ জুরাচ্ছেনা।পুরোনো স্থাপনা আমার অনেক ভালো লাগে।সে জায়গা গুলোতে গেলে আমি আসে পাশে ঘুরে ঘুরে দেখি বার আর মনে বন্দি করে রাখি স্মৃতি করে রেখে দেই।আপনার ছবি গুলো সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু

রংপুরে তাজ হাট জমিদার বাড়ি আমি কয়েকবার গিয়েছিলাম। রংপুর বিভাগের এমন কোন মানুষ নাই যে এই তাজ হাট জমিদার বাড়ি দেখেনি।আপনার তোলা ছবিগুলো বেশ সুন্দর হয়েছে। তাজ হাট জমিদার বাড়ি সম্পর্কে অনেক তথ্য পোস্টে তুলে ধরেছেন।

ধন্যবাদ ভাই

বাহ, তাজহাট জমিদার বাড়ি তো অনেক সুন্দর। ছবিগুলো অনেক দক্ষতার সাথে তুলেছেন দেখেই বোঝা যাচ্ছে। ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। তাজহাট জমিদার বাড়ি সম্পর্কে নানা তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পোস্টের মাধ্যমে খুব সুন্দর একটি স্থাপনা দেখতে পেলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

তাজহাট জমিদার বাড়ি অনেক সুন্দর একটি স্থাপনা। আমি ও কয়েকবার এখানে ঘুরতে গিয়েছি।

ধন্যবাদ ভাই