Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন
|
---|
🦜🦜🐧🐦🐥🦅🐤🦜🐧🦜🐦🐥🦜🦜
বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস পর পর ঋতু পরিবর্তন হয়। গ্রীষ্মকালের শুরু থেকেই বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কমবেশি কালবৈশাখী ঝড় হয়। এই ঝড়ে গাছপালা,বাড়ি ঘরের অনেক ক্ষতি হয়। কালবৈশাখী ঝড় সাধারণত বৈশাখ এবং জৈষ্ঠ মাসে বেশি হয়। এই ঝড়ে অনেক সময় শিলাবৃষ্টি ও লক্ষ্য করা যায়। গত কয়েকদিন আগে আমাদের এলাকায় একটি কালবৈশাখী ঝড় হয়েছিল। ঝড়ে বড় ধরনের কোন ক্ষতি না হলেও, অনেক গাছের ডাল ভেঙ্গে পড়েছিল।
আমরা মানুষজন ঝড়ের সময় যেকোনো বাড়ি-ঘরে আশ্রয় নেই। কিন্তু পাখিদের বাসা হচ্ছে গাছে তাদের অন্য কোথায় আশ্রয় নেওয়ার সুযোগ খুব কম। ঝড় বৃষ্টিতে তারা সেই বাসার মধ্যে অবস্থান করে। কয়েকদিন আগে কালবৈশাখী ঝড়ে ছোট একটি পাখির বাচ্চা গাছ থেকে পড়েছিল। আমাদের বাড়ি থেকে ২০০ মিটার দূরে এই পাখির বাচ্চাটি আমি পেয়েছিলাম।কিন্তু আশেপাশের কোথাও পাখির বাসা দেখতে পাচ্ছিলাম না। চিন্তা করলাম কি করা যায়, এখানে যদি পাখির বাচ্চাটি থাকে তাহলে হয়তো কিছুক্ষণ পর বিড়াল অথবা কুকুর এসে খেয়ে নিবে।
এই পাখির বাচ্চাটি উড়তে এখনো শিখেনি। পাখির বাচ্চার গায়ের রং হলুদ বর্ণের দেখতে অনেক সুন্দর। তারপর বাচ্চাটি আমার বাসায় নিয়ে চলে আসলাম। পানি খাওয়ালাম চালের ছোট ছোট দানা খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু সেগুলো খায়নি । অনেকে বলল যেখান থেকে পাখির বাচ্চা এনেছ, সেখানে রেখে দিতে। আমি বললাম সেখানে রাখা যাবে না,কারণ পাখির বাচ্চাটা উড়তে পারে না। কিছুক্ষণ পর আমি পাখির বাচ্চাটি আমাদের বাসার ছাদে রেখে আসলাম। যদি মা পাখিটা দেখতে পায় তাহলে হয়তো নিয়ে যাবে।
ছাদে রেখে আসার কিছুক্ষণ পর দেখলাম একটি মা পাখি আসলো। তারপর ছাদেই পাখিটাকে রেখে আমি বাসায় চলে আসি। এক ঘন্টা পরে আমি আবার ছাদে যাই। ছাদে যেয়ে দেখি পাখির বাচ্চা নাই। আমি ভাবলাম হয়তো মা পাখি নিয়ে চলে গেছে। তারপর নিচে নেমে আসি। আমার বাগানে যাওয়ার সময় হঠাৎ দেখি পাখির বাচ্চাটা সেখানে। এই পাখির জাত অনেক ছোট। মা পাখিটা অনেক ছোট তাই এই বাচ্চাটিকে উড়িয়ে নিয়ে যেতে পারনি । তারপর পাখির বাচ্চাটি আমাদের বাগানের পুঁইশাকের মাচার উপরে রেখে দিলাম।
কিছুক্ষণ পর দেখা গেল মা পাখিটা এসে বাচ্চাটিকে খাবার খাইয়ে দিচ্ছে। এভাবে সন্ধ্যা পর্যন্ত রেখে দিলাম। তারপর বাসায় এনে একটি বাক্সের মধ্যে নেট দিয়ে ঢেকে রাখলাম কারণ বাহিরে রাখলে বাচ্চাটি যে কোন প্রাণী এসে খেয়ে নিবে। পরের দিন সকালে আবার একই ভাবে সেই মাচার উপরে রেখে আসলাম। সারাদিন মা পাখিটা মাঝে মাঝে খাবার খাওয়ায়। তারপর হঠাৎ দেখা যায় মাচার উপরে পাখিটা থাকে না। কিছু দূরে পাওয়া যায় তার মানে উড়তে শিখতেছে। এভাবে ৫/৬ দিন দিন চলার পর পাখির বাচ্চাটি মোটামুটি অনেক উড়তে শিখে গেছে। যেহেতু পাখির বাচ্চাটি এখন উড়তে শিখে গেছে তাই অনেকটাই চিন্তা মুক্ত হলাম।
প্রতিবছরই ঝড়ে এরকম অসংখ্য পাখির বাচ্চা গাছ থেকে নিচে পড়ে।আমরা অনেকে সেগুলো নিয়ে বাচ্চাদের খেলনা সামগ্রী হিসেবে দিয়ে থাকি। কিন্তু এগুলো করা কখনোই ঠিক না। একজন মা বোঝে তার বাচ্চা হারানোর কষ্ট।
🦜🐤🐥🐦🐧🦜🐤🐥🦅🦜🐧🐦🦜🦜
লোকেশন: টাঙ্গাইল |
---|
ফটোগ্রাফার : @selimreza1 |
---|
camera: Tecno pro8 |
---|
|
---|
আমি মো: সেলিম রেজা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।
ধন্যবাদ সবাইকে
You can also vote for @bangla.witness witnesses
আপনার লেখাটি খুব মনোযোগ সহকারে পড়লাম ভাই, আপনি খুবই একটা মহৎ কাজ করেছেন। ঝরে পড়ে যাওয়া হলদে পাখিটাকে আপনি অতি যত্নে আপনার বাসায় এনেছেন, খাবার খাওয়ার চেষ্টা করেছেন, পুইশাকের জাগলার ভিতর রেখেছেন, ছাদে ও রেখে দিয়েছেন, কিন্তু মা পাখিটা তার ছানার জন্য ঠিকই এসেছিল এবং খাবার খাওয়াইছে। আপনি খুবই মহৎ একটি কাজ করেছেন কাজটাও সত্যিই প্রশংসনীয়। অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ ভাইয়া। আপনার মানবতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে ঝড়ের সময় অনেক পাখির বাচ্চা বাসা থেকে পড়ে যায়,যেগুলোকে মানুষ তুচ্ছতাচ্ছিল্য মনে করে।পরে এসে বেড়াল কুকুর খেয়ে ফেলে। ধন্যবাদ আপনার এই মানবতার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার নেওয়া পদক্ষেপটি দেখে আবার মন জুড়িয়ে গেলো। এসব জিনিসের উপর আমার প্রচুর মায়া লেগে থাকে। যাইহোক আপনাকে কষ্ট করে বেশি খাওয়ানোর লাগেনি কারণ মা পাখিটি সারাদিন খাওয়ায়। ধন্যবাদ ভাই সুন্দর একটি বাস্তব কাহিনী আপনার সাথে ঘটে যাওয়া গল্প আমাদের সামনে উপস্থাপন করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সময়ে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আর তার ফলে বিভিন্ন পাখি তাদের বাসা হারিয়ে ফেলছে। আর এমন অনেক পাখির ছানা বাসা থেকে পড়ে যাচ্ছে এমনকি তাদের পরিবার ও খুঁজে পাচ্ছে না। পাখিটির সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। খুবই দারুণ ভাবে হারানো পাখিটি নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই, আপনার মানবতা দেখে খুব ভালো লাগলো, আপনি যদি পাখির বাচ্চা না নিয়ে আসতেন তাহলে পাখি টা হয়তো মরে যেতো,আপনি সুন্দর একটা জীবন বাঁছাইছেন।পাখি টাও দেখতে অনেক সুন্দর, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই রকম পশু পাখি দেখলে মনে মায়া লেগে যায়।প্রতি বছর ঝড় বৃষ্টির সময় নানা রকম পাখি আহত হয় নিহত হয়।কেউ আবার মাটিতে পড়ে যায়। আপনি পাখিটির খুব যত্ন করেছেন। আপনি খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করছেন ভাই। অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাল বৈশাখী ঝড়ে দেখা যেত গাছ থেকে অনেক পাখির বাসা ভেঙে পড়ে যায়।সত্যি ভাই আপনি পাখির জীবন বাঁচিয়ে মানবতার পরিচয় দিয়েছেন।কে বা কয়জন আছে এই নিরহ পাখিকে বিপদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয়ে থাকে। এই সময় পশুপাখিদের বাসস্থান নিরাপদ থাকে না। তবে ভাই আপনি পাখিটিকে বাঁচিয়ে একজন মহৎ ব্যক্তির পরিচয় দিয়েছেন। ছবিগুলো অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর ও চমৎকার করে পোস্টটি লিখেছেন। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো ভাই। পাখির প্রতি আপনার এই উদ্যোগ আসলেই অনেক প্রশংসনীয়। ঝড়ের কারণে অসংখ্য পাখি গাছ থেকে নিচে পড়ে যায় কেউ দেখে এড়িয়ে যায় আবার কেউ না দেখার ভান করে। এগুলো করা ঠিক না।খুব সুন্দর একটি পোস্ট করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাখিটির নাম আমরা ছোট হলুদিয়া পাখি বলে জানি। এই পাখিটাকে মাটিতে নামতে দেখতে পাওয়া যায় না। এই পাখির কয়েকটি বাচ্চাহ আমাদের বাসায় ছিলো। আপনি অনেক সুন্দর পোস্ট করেছেন ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nice post
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit