||সনাতন ধর্মালম্বীদের কীর্তন উপলক্ষে মেলা। পর্ব:০১||

in hive-131369 •  2 years ago 

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন



সনাতন ধর্মালম্বীদের কীর্তন উপলক্ষে মেলা



Polish_20230308_183627936~2.jpg

Photo_1678278500105~2.png

সনাতন ধর্মালম্বীদের কীর্তন উপলক্ষে মেলা নিয়ে আমি দুটি পর্ব সাজিয়েছি আমার পোষ্টের মাধ্যমে।আজকে আমি আপনাদের সাথে প্রথম পর্ব শেয়ার করব।

IMG_20230306_171929_972-01.jpeg

আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। এসব ধর্মের লোকজন তাদের বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে। একটা মজার ব্যাপার লক্ষ্য করা যায় ধর্মীয় উৎসব গুলোর সময় বা উপলক্ষে বিভিন্ন রকম মেলার আয়োজন করা হয়।যেমন দুর্গাপূজার সময় প্যান্ডেলের আশেপাশে মেলা বসে।গত কয়েকদিন আগে বগুড়া শহরের একটি মন্দিরের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন উপলক্ষে মেলা হচ্ছে। আমি সেখানে গিয়েছিলাম সবকিছু দেখে অনেক ভালো লাগলো আমার।

IMG_20230306_171628_200-01.jpeg

IMG_20230306_171957_399-01.jpeg

IMG_20230306_170726_071-01.jpeg

এই মন্দিরটির অবস্থান বগুড়া শহরের চেলোপাড়ায়। বগুড়া - লালমনিরহাট রেল লাইনের খুব কাছে এই মন্দির। পার্বতীপুরে যখন ছিলাম তখন কয়েকবার এরকম কীর্তন উপলক্ষে মেলা দেখার সুযোগ হয়েছিল। মন্দির থেকে কিছু দূরেই গেট সাজানো হয়েছে। সেখান থেকে দোকান বসা শুরু হয়েছে।গেটের এক পাশে দেখতে পেলাম নাগরদোলা বসানো হয়েছে। অনেকেই সেই নাগরদোলায় উঠতেছে বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা।

IMG_20230306_170704_860~2-01.jpeg

IMG_20230306_170644_071~2-01.jpeg

এখন যেহেতু গরম মোটামুটি আছে, তাই খিরা বিক্রেতা মোটামুটি ভালই বিক্রি করতেছে। রাস্তায় বিভিন্ন ধরনের দোকান দেখতে পেলাম বাচ্চাদের খেলনার দোকান পপকন ইত্যাদি। এখানে কীর্তন উপলক্ষে যে মেলা বসেছে,একটা বিষয় আমার অনেক ভালো লাগলো এখানকার নিয়ম-শৃঙ্খলা অনেক ভালো। মেলায় দর্শনার্থীর বেশিরভাগই হচ্ছে মহিলার সদস্য। সবাই খুব নিরাপদেই মেলায় কেনাকাটা করতেছে।

IMG_20230306_172136_046-01.jpeg

IMG_20230306_171333_560-01.jpeg

অনেকদিন পর এখান থেকে পপকন কিনে খেলাম। মন্দিরে প্রধান গেট এর কাছে যেতেই দেখতে পেলাম ভিতরে তখন তাদের কীর্তন হচ্ছে। আমি একজন দাদাকে জিজ্ঞেস করলাম দাদা এটা কয়দিন হবে, তিনি বললেন এটা নয় দিন হবে। আরো বিভিন্ন রকম দোকান ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সত্যিই অনেক ভালো লাগলো অনেকদিন পর একটি মেলায় আসতে পেরেছি।

IMG_20230306_170903_659-01.jpeg

IMG_20230306_171057_622-01.jpeg

ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে সব জায়গায় কম বেশি মেলা দেখা যায়। ছোট ছোট বাচ্চাদের বেলুনের প্রতি আগ্রহ অনেক। বেশ কিছু ভালো ভালো খাবারের দোকান এখানে বসেছে। এরকম অনুষ্ঠান উপলক্ষে মেলা বসা আমাদের গ্রাম বাংলার অনেক পুরনো ঐতিহ্য। কোথাও অনুষ্ঠানের কথা শুনলে সবার আগে মনে আসে সেখানে মনে হয় ছোট আকারে হলেও একটা মেলা হবে।

IMG_20230306_171222_355-01.jpeg

IMG_20230306_170833_963-01.jpeg

বাজারে বা শপিং মলে ঘুরাঘুরি থেকে মেলায় ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। মেলার প্রতি সবার অন্যরকম একটা আগ্রহ কাজ করে। এভাবে টিকে থাকুক আমাদের ঐতিহ্যবাহী মেলাগুলো।




Photo_1678278500105~2.png

ধন‍্যবাদ সবাইকে




লোকেশন: বগুড়া
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8




You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সনাতন ধর্মের সব মেলা বর্তমানে অনেক দেখা যায়।খুব ধুমধাম ও উৎসবের মধ্য দিয়ে সব মেলা গুলো বা কীর্তন গুলো আয়োজন করা হয়।অনেক দোকানপাট বসে সেখানে।ছবিগুলো বেশ ভালই তুলেছেন ভাই। খুব সুন্দর পোস্ট করেছেন আপনি ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই

সনাতন ধর্মের কীর্তন অনুষ্ঠানের দুটি দাওয়াত পেয়েছিলাম আমি দুটি দাওয়াতে গিয়েছি। ভালোই লেগেছিল। আবারো আপনার পোষ্টের মাধ্যমে বিগত দুই অনুষ্ঠানের কথা মনে পড়ে গেল। আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষজন বসবাস কর। আর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা হয়। সনাতন ধর্মের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আর অনুষ্ঠানকে ঘিরেই হয় মেলার আয়োজন। মেলা মানেই দোকানপাট আর দোকানপাট মানেই হল ঐতিহ্য। মেলাটি অনেক জাঁকজমকপূর্ণ হয়েছে। আপনিও সুন্দর ভাবে তুলে ধরেছেন মেলাটিকে। আপনার উপস্থাপনাও বেশ ভালো আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন।

ধন্যবাদ ভাই

আমাদের সনাতন ধর্মের এই অনুষ্ঠান টি এই সময় সবখানে হয়ে থাকে। আমাদের পার্বতীপুরেও অনেক এলাকায় এই কীর্তন অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে। ধন্যবাদ আপনাকে হিন্দু ধর্মের এই অনুষ্ঠান টি নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য।

ধন্যবাদ ভাই

CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

আমি এই রকম মেলার অনেক নাম শুনছি ,আপনার প্রতিটি ফোটগ্রাফি আমার কাছে অনেক সুন্দর লাগছে।আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষজন বসবাস কর। আর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা হয়। সনাতন ধর্মের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আর অনুষ্ঠানকে ঘিরেই হয় মেলার আয়োজন। মেলা মানেই বিভিন্ন দোকানের আয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই

আমাদের দেশের মানুষ বিভিন্ন ধর্ম পালন করে থাকে। তবে আমাদের দেশে সিংহভাগ মানুষের ধর্ম ইসলাম, তার পরেই হলো সনাতন ধর্ম, এই সনাতন ধর্মাবলম্বী মানুষের ধর্মোৎসব হয় মেলার মতো, চারপাশে অনেক দোকান বসে। আমাদের গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোক আছে, অরুণ নামের এক দাদার সাথে আমাদের ভালো সম্পর্ক, ওনি প্রতিবছর তাদের অনুষ্ঠানে দাওয়াত করে। না গেলে অনেক রাগ করে, তাই বাধ্যহয়েই যেতে হয় এটা এক প্রকার ভালোবাসা। তাদের বাড়িতে গেলে তাড়া অনেক খুশি হয়। কোথায় বসতে দিবে কোথায় খেতে দিবে ব্যাস্ত হয়ে পরে। এসব মানুষ মনের দিক দিয়ে অনেক ভালো হয়। আপনি অনেক সুন্দর উপস্থাপন করছেন ভাই। অনেক ভালো লাগলো, আর অরুণদ্যার কথা মনে পড়ে গেলো ভাবতাছি কাল সকালে দাদাকে একবার ফোন দিবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই

অনেক ধন্যবাদ আপনাকে অসাধারণ মন্তব্য করার জন্য

সনাতন ধর্মালম্বীদের নিয়ে খুব সুন্দর লেখছেন ভাই, আমি কখনো সনাতন ধর্মালম্বী মেলায় যায় নাই, বলতে গেলে আমাদের এই দিকে তেমন একটা মেলা হয় না যার কারনে মেলায় যায়তে পারি না। সনাতন ধর্মালম্বী তাদের জন্য বড় একটা উৎসব, এই মেলায় অনেক শ্রেনির মানুষ দেখতে আসে, ছোট ছোট বাচ্চা থেকে বড় বড় মানুষ পর্যন্ত দেখতে আসে। আমি এই রকম মেলার অনেক নাম শুনছি ভাই,আপনার প্রতিটি ফোটগ্রাফি আমার কাছে অনেক সুন্দর লাগছে ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাই

আমাদের এলাকায় পূজা উপলক্ষে নদীর তীরে অনেক বড় মেলা লাগে। সেখানে অনেক প্রকার খাবার ও আসবাব পত্রের দোকান দেখতে পাওয়া যায়। তবে বগুড়ায় অনেক বড় হয়ে থাকে এই মেলা। আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি মেলা নিয়ে আমাদের ধারনা দেওয়ার জন্য।

ধন্যবাদ ভাই