||বাংলাদেশী পুরাতন কিছু মুদ্রা|| এসব মুদ্রার সাথে জড়িয়ে আছে শৈশবের কিছু স্মৃতি এবং আবেগ

in hive-131369 •  last year 

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন



বাংলাদেশী পুরাতন কিছু মুদ্রা

Polish_20230506_092629707~2.jpg





1683343843206.jpg

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। তখন যেসব মুদ্রার প্রচলন ছিল সেই মুদ্রাগুলো এখন আর তেমন দেখা যায় না। ৩০ বছর আগে যেসব মুদ্রা ব্যবহার হতো আমাদের দেশে বর্তমানে প্রায় সেগুলো হারিয়ে গেছে। এসব মুদ্রার সাথে বর্তমান প্রজন্ম তেমন একটা পরিচিত না। আমি ছোটবেলা থেকে বিভিন্ন পুরাতন মুদ্রা সংরক্ষণ করে রাখতাম। বলতে পারেন পুরাতন মুদ্রা সংরক্ষণ করা আমার এক ধরনের নেশা। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বেশ কয়েকটি দেশের মুদ্রা আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। ভবিষ্যৎ প্রজন্মকে হয়তো সরাসরি দেখাতে পারবো।


IMG_20230128_122119_501.jpg

IMG_20230128_121656_154.jpg

ছোটবেলায় ২৫ পয়সা দিয়ে চকলেট কিনে খেতাম। এক টাকা দিয়ে চারটা চকলেট পাওয়া যেত। আর দুই টাকা দিয়ে তখন অনেকগুলো চানাচুর এবং বাদাম পাওয়া যেত। ছোটবেলায় মাটির ব্যাংকে অনেক পয়সা জমাতাম। বছর শেষে দেখা যেত ৩০-৪০ টাকার মতন হত।বর্তমানে আমার কাছে বাংলাদেশী এক পয়সা, দশ পয়সা, পঁচিশ পয়সা,50 পয়সা রয়েছে, এক টাকার সোনালী পয়সা।


IMG_20230128_122302_168.jpg

IMG_20230128_122536_469.jpg

আমি অনেককেই এক পয়সা দেখিয়েছি, তারা এটা দেখে বলা যায় অবাকই হয়েছে এত পুরাতন পয়সা দেখে।এগুলো আর এখন তেমন দেখা যায় না। এছাড়া আমার কাছে আরো বেশ কিছু পয়সা রয়েছে যেগুলো বাজারে এখনো প্রচলিত যেমন এক টাকার পয়সা,পাঁচ টাকার পয়সা, দুই টাকার পয়সা। ২৫ পয়সা বেশ কয়েক ধরনের হয়। ৫০ পয়সাও বেশ কয়েক ধরনের হয়। আগের পুরাতন সবগুলোই আমার সংগ্রহের আছে আছে।


IMG_20230506_090008_283~2.jpg

IMG_20230506_085718_785~2.jpg

IMG_20230506_085734_897~2.jpg

IMG_20230506_090104_796~2.jpg

IMG_20230506_080752_089.jpg

IMG_20230506_080736_327.jpg

হরিণ মার্কা এক টাকা নোটের সাথে আমরা অনেকেই পরিচিত। বর্তমানে আমার কাছে বেশ কয়েকটি সংগ্রহে রয়েছে। ছোটবেলায় এক টাকার নোটের প্রচলন দেখেছি আমি। আমি নিজেও এক টাকা দিয়ে অনেক কিছু কিনেছি। দুই টাকার প্রচলন এখন রয়েছে হয়তো আর কিছুদিন পরে এগুলো খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর সবচেয়ে সুন্দর নোট হিসেবে নির্বাচিত হয়েছে দোয়েল মার্কা দুই টাকার নোট। আমি এই দুই টাকার নোট অনেকগুলো সংগ্রহ করে রেখেছি এবং সবগুলো নতুন। আমরা অনেক গর্বিত যে আমাদের দেশে একটি মুদ্রা নির্বাচিত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু মার্কা দুই টাকার নোট ও বাজারে রয়েছে।


IMG_20230506_085642_965~2.jpg

IMG_20230506_085709_456~2.jpg

আপনার এখানে যে দশ টাকার দুটি নোট দেখতে পাচ্ছেন এগুলো অনেক বছর আগেই বাজার থেকে প্রায় উঠে গিয়েছে। ছোটবেলায় একবার দশ টাকার নোট রাস্তায় পেয়েছিলাম। তখন যে খুশিটা হয়েছিলাম বর্তমানে ১ লাখ টাকা রাস্তায় পেলও এতটা খুশি হব না। সেই ১০ টাকা দিয়ে আমি গ্লুকোজ বিস্কুট, চানাচুর, চকলেট খেয়েছিলাম।


IMG_20230506_080608_460.jpg

IMG_20230128_121542_010.jpg

এছাড়া ৫০,১০০ এবং ২০ টাকার নোটের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে যেগুলো এখন বাজারে প্রায় দেখাই যায় না। লাল রঙের ৫০ টাকার নোট দিয়ে স্কুলের বেতন দিতাম। তখন স্কুলের বেতন ছিল যতটুকু মনে পড়ে ক্লাস সেভেনে 35 টাকা। এরকম অনেক স্মৃতি জড়িয়ে আছে পুরাতন এই মুদ্রা গুলোর সাথে।


IMG_20230128_121642_169.jpg

IMG_20230128_121441_121.jpg

IMG_20230128_121612_628.jpg

এই নোটগুলো বর্তমান প্রজন্মের কাছে তেমন গুরুত্ব বহন না করলেও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই নোটগুলোর সাথে আমাদের শৈশবের স্মৃতি এবং আবেগ জড়িয়ে আছে। যেগুলো দেখলে সেই পুরনো দিনে ফিরে যাই। আমি চেষ্টা করতেছি আরো কিছু পুরাতন মুদ্রা রয়েছে যেগুলো আমার সংগ্রহে নাই সেগুলো সংগ্রহ করার। পরবর্তী কোনো পোস্টে আমার সংগ্রহে থাকা বিদেশের কিছু মুদ্রা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।



লোকেশন: টাঙ্গাইল
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8




আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

ধন‍্যবাদ সবাইকে

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দেশ স্বাধীন হওয়ার পর যেসব মুদ্রা প্রচলিত ছিল বর্তমানে সেসব মুদ্রা আর চোখে পড়ে না অচল হয়ে গেছে। আপনার কাছে প্রায় সব মুদ্রা দেখা যাচ্ছে। বাংলাদেশের কিছু পুরনো মুদ্রা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

ধন্যবাদ ভাই

আপনার কাছে তো বাংলাদেশের প্রচলিত মুদ্রা এবং টাকার বেশ কিছু কালেকশন রয়েছে। আমার কাছেও বাংলাদেশের পূর্বে প্রচলিত কিছু টাকা এবং পয়সা আছে তবে আপনার মত অনেক বেশী কালেকশন নেই। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ধন্যবাদ আপু

Loading...

আমাদের দেশের পুরাতন মুদ্রা ও নোটগুলো নিয়ে আপনি খুব সুন্দরভাবে লিখেছেন ভাইয়া। এগুলোতে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে যেগুলো কখনও ভোলার মতো নয়। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি কন্টেন্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু

বর্তমানে সময়ে এসব পুরাতন মুদ্রা দেখাই যায় না। আপনি খুবই গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন ভাই, নতুন প্রজন্ম এসব নোটের সাথে অপরিচিতই থেকে যাবে। আমার কাছে এক টাকার কয়েকটা কাগজের নোট রয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাই

পুরাতন টাকা বা মুদ্রা। এই পুরাতন টাকা বা মুদ্রা আগে খুব ব্যবহার হতো। এখন এগুলো হারিয়ে যাচ্ছে। এই পুরাতন টাকা বা মুদ্রা ছোট বেলার অনেক স্মৃতি রয়েছে। আপনি পুরাতন টাকা বা মুদ্রা নিয়ে খুব সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন ভাই। ধন্যবাদ

ধন্যবাদ ভাই

অনেক কালেকশন আছে তো ভাই আপনার কাছে। টাকা গুলো দেখে পুরাতন স্মৃতি মনে পড়ে গেলো। বর্তমানে এই পুরাতন পয়সা গুলো পাওয়া যায় না। দারুণ লিখেছেন আপনি। ধন্যবাদ

ধন্যবাদ ভাই

বর্তমানে এই সব টাকা তেমন দেখতে পাওয়া যায় না। আমাদের দেশের টাকার মান কমার সাথে সাথে বড় নোটের দিকে ধাবিত হতে হয়েছে এর কারনে এই টাকা গুলো প্রায় মূল্যহীন হয়ে পড়েছে। ছোট বেলায় পখি ওয়ালা টাকা বলে অনেক চিল্লাচিল্লি করতাম ভাই। সুন্দর একটা সৃতি তুলে ধরেছেন।

ধন্যবাদ ভাই

বাংলাদেশের পুরাতন কিছু মুদ্রা যা নেই বললেই চলে একেবারে অচল হয়ে গেছে। এই মুদ্রাগুলো আমার বাসায় আছে তবে কয়েকটি মুদ্রা। আপনি মুদ্রা নিয়ে বেশ সুন্দর পোস্ট উপস্থাপন করেছেন ভাইয়া।

ধন্যবাদ ভাই

বাংলাদেশী বেশ পুরনো কিছু যা একেবারেই বন্ধ হয়ে গেছে বলতে বিলুপ্তির পথে। আমার কাছে দুই টাকা,দশ টাকা,আর পাঁচ টাকার নোট আছে। পুরনো কিছু মুদ্রা আর টাকা নোট নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাইয়া।

ধন্যবাদ ভাই

অসাধারণ পোস্ট করেছেন ভাইয়া। দুই টাকার নোট সচরাচর দেখা গেলেও মুদ্রা এবং এক টাকার নোট বিলুপ্ত প্রায়। ওই সময়ের ১০ টাকার নোট ৫০ টাকার নোট এবং ১০০ টাকার নোট এখন একেবারেই ভিন্ন কোন মিল নেই। আগে নোটগুলোর অনেক সুন্দর ছিলো। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাই

আপনি শৈশবের কিছু মুদ্রা নিয়ে দারুণ লেখছেন ভাই, এই মুদ্রা গুলো এখন আর দেখা যায় না, আমার কাছে একটা ১ টাকি ছিল তবে এখন আর নাই, এই মুদ্রা গুলোতে আমার শৈশবের অনেক কিছু কথা জরিয়ে আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।

ধন্যবাদ ভাই

বাংলাদেশের পূরাতন কিছু মুদ্রা নিয়ে চমৎকার লিখেছেন ভাই। আমি ছোটবেলা থেকে এইসব মূদ্রা দেখে আসতেছি। কিন্তু বর্তমানে আপনার তোলা মূদ্রা গুলোর বেশির ভাগ বিলুপ্ত হয়ে গেছে। ধন্যবাদ

ধন্যবাদ ভাই

বাংলাদেশী পুরাতন কিছু মুদ্রা নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। আমার কাছেও এই পুরাতন মুদ্রা গুলো আছে।এই মুদ্রা গুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে। সুন্দর একটি পোস্ট আমাদের কাছে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই

টাকাগুলো দেখিয়ে ছোটবেলার কথা মনে করে দিলেন ভাইয়া। সেই আটেনা টাকার চকলেট। টাকাগুলো এখন অবশ্য দেখা যায় না। পোস্টটি অনেক সুন্দর ভাবে করেছেন। আশা করি আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে নিয়ে আসবেন।

ধন্যবাদ ভাই