||ভুয়াপুরের সুইচগেট|| প্রতিযোগিতার ৪র্থ সপ্তাহ - ঐতিহ্যবাহী স্থাপনা।

in hive-131369 •  2 years ago  (edited)

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন

ভুয়াপুরের সুইচগেট

Polish_20230130_141306732~2.jpg

Photo_1675067021027~2.png

নদী পাড়ের মানুষজন বর্ষাকালে কতটা ঝুঁকিতে থাকে, শুধুমাত্র যারা সেখানে বসবাস করে তারাই বুঝতে পারবে। বর্ষাকাল আসলে তারা সব সময় অনেক আতঙ্কে থাকে,যে কখন সর্বনাশা বন্যায় সবকিছু কেড়ে নেয়। প্রত্যেক বছরই আমাদের দেশে কোন না কোন অঞ্চলে বন্যায় অনেক ক্ষতি হয়। অনেক জায়গায় লক্ষ্য করা যায় নদীর পাড় ভেঙ্গে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যায়।

IMG_20230102_134212_451-01.jpeg

IMG_20230102_134611_942-01.jpeg

আমাদের টাঙ্গাইলের ভুয়াপুরে একটি সুইচগেট আছে। যখন এই সুইচগেট ছিল না তখন বিভিন্ন গ্রাম বন্যায় তলিয়ে যেত মানুষের অনেক অসুবিধা হতো। বিশেষ করে ফসলের জমিগুলো সারাবছর পানির নিচে তলিয়ে থাকতো। বর্তমানে সুইসগেট থাকার ফলে মানুষের অনেক সুবিধা হয়েছে। নদীর পানি বৃদ্ধি পেলেও সুইচগেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে সেই পানি থেকে এখানকার গ্রামগুলোকে রক্ষা করা যায়।

IMG_20230102_134244_683-01.jpeg

তারপরও যখন অতিরিক্ত পানি হয়ে যায় তখন কিছু করার থাকে না। এই সুইচ গেট দিয়ে সাধারণত যমুনা নদী থেকে পানি প্রবেশ করে। ভুয়াপুর যখন কেউ আসে তখন একবার হলেও সুইচ গেটটি দেখে যায়। বর্ষাকালে এই সুইচগেট দিয়ে যখন পানি প্রবাহিত হয় তখন সেটা দেখার জন্য উৎসুক জনতার ভিড় লেগে থাকে। আমিও কয়েকবার দেখেছি অনেক ভালো লাগে।

IMG_20230102_134533_136-01.jpeg

IMG_20230102_134521_281-01.jpeg

বর্ষাকালে যখন পানি প্রবাহিত হয় তখন সেখানে প্রচুর মাছ দেখা যায় এবং লাফালাফি করে বিভিন্ন জাল দিয়ে জেলেরা এবং শখের বশে যারা মাছ ধরে তারা ধরে থাকে। এখন যেহেতু শীতকাল নদীতে পানি নেই তাই সুইচ গেটেও কোন পানি নেই। সুইচগেট থেকে একটু সামনে একটি গর্ত রয়েছে বিশাল আকৃতির। সেখানে এখনো পানি রয়েছে । পূর্ব দিকে অনেকগুলো কংক্রিটের ব্লক ফেলে রাখা হয়েছে, যাতে কোন কারণে মাটি ধ্বসে না পড়ে।

IMG_20230102_134252_916-01.jpeg

IMG_20230102_134548_883-01.jpeg

নদী এলাকার মাটির খুবই নরম, বেশিরভাগই হচ্ছে বালি মাটি। এখানে দেখলাম কয়েকটি মাছ ধরার নৌকা এক জায়গায় স্থির ভাবে রেখে দিয়েছে এবং অনেক জাল দেখা যাচ্ছে। ভুয়াপুরের নাম শুনলেই সবার আগে সুইচগেটের কথা মনে হয়। দর্শনার্থীদের কাছে এই সুইচগেট অনেক আকর্ষণীয় একটি জায়গা বিশেষ করে বর্ষাকালে।

IMG_20230102_134518_830~2-01.jpeg

এটি আমাদের কাছে দর্শনীয় জায়গা হলেও এখানকার গ্রামবাসীদের কাছে এটি একটি আশীর্বাদ।এর উপর তাদের জীবন জীবিকা নির্ভর করে থাকে। এই সুইচগেট টি ভুয়াপুর - সরিষাবাড়ী হাইওয়ে রাস্তায় অবস্থিত।

Photo_1675067021027~2.png

ধন‍্যবাদ সবাইকে




লোকেশন: টাঙ্গাইল
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8



You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুইচগেট নিয়ে খুব সুন্দর একটি উপস্থাপনা এবং দারুন কিছু এর চিত্র তুলেছেন আপনি । আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু

CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

নদীতে মাছ ধরা জাল দেখা যাচ্ছে৷ ঐটাও একটা ঐতিহ্য। কারণ এটা আগে কার মানুষ ব্যবহার করতো৷ এখন নাই বললেই চলে। গ্রামে হঠাৎ দেখা যায়৷ সুন্দর পোস্ট লিখেছেন৷

ঠিক বলছেন ভাই ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

প্রথমেই বলব অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই। আর সুইস গেটে পানি যখন বেশি থাকে তখন মাছ ধরার মজাই আলাদা। নৌকার ছবিটি দারুণ হয়েছে। ধন্যবাদ

ধন্যবাদ ভাই

  ·  2 years ago (edited)

সুইস গেট নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাই।বন্যায় লোকেদের খারাপ দিক গুলি ভালোভাবে তুলে ধরেছেন। নৌকার ছবিটি বেশ সুন্দর হয়েছে।

ধন্যবাদ ভাই

সুইচ গেট আসলেই আমাদের জন্য অনেক উপকারের। বন্যা ও খরার সময় সুইচ গেট অনেক কাজে আসে।সুইচ গেটটি দেখতে সুন্দর ছবিগুলো বেশ চমৎকার তুলেছেন।

ধন্যবাদ ভাই

আপনি সুন্দর ভাবে পোস্ট করেছেন আমাদের মাঝে, আপনার পোস্টের ছবি গুলা অসাধারণ হয়েছে, আপনার পোস্ট পরে আমি ওনেক কিছু যানতে পারলাম, ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ

অনেক সুন্দর একটি পোস্ট করেছেন সুইজ গেট নিয়ে। ফটোগুলোও অনেক সুন্দর হয়েছে। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই। ধন্যবাদ।

ধন্যবাদ

এই স্থাপনাটি আশেপাশের মানুষের খুব উপকারে আসে।যা আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম।সুইচগেট এর বিবরণ ও চিত্র খুব সুন্দরভাবে দিয়েছেন আপনি, ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট করার জন্য।

ধন্যবাদ ভাই

ভুয়াপুরের সুইচ গেট নিয়ে আপনার সুন্দর একটি উপস্থাপনা ভাই। আসলে যারা নদীর পাড়ের লোক তারাই একমাত্র বুঝে যে বর্ষার সময় কতটা আতঙ্ক কাজ করে। এই বুঝি বর্ষার পানি এলাকাকে গ্রাস করে। আপনার তোলা ফটোগ্রাফিক গুলো অসাধারণ হয়েছে। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ

ধন্যবাদ ভাই

বৃষ্টির দিনে এই এলাকা গুলো তে অনেক ভয় কাজ করে তা ছাড়া সুইচ গেটের আসে পাশে এলাকা ভালো লাগে। সুন্দর লিখছেন ভাইয়া। সুন্দর ভাবে উপস্থাপন করছেন

ধন্যবাদ আপু

অনেক আগের পুরনো সুইচগেট ভূয়াপুরের।পানিতে থাকা নৌকার ছবিটি বেশ চমৎকার ভাই। এই ভূয়াপুরের সুইচগেট দর্শনীয় স্থান এখানে গ্রামের অনেক লোক জীবন নির্বাহ মাছ ধরে। আপনার পোস্টটি পড়ে ভাল লাগল ভাই। আপনার জন্য শুভ কামনা রইল।

অনেক ধন্যবাদ বড় ভাই

সুইচগেট নিয়ে খুব সুন্দর একটি উপস্থাপনা করেছেন । পোস্ট মধ্য পিক গুলা অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর ভাবেই আপনি লেখছেন এই রকম কিছু পোস্ট করার জন্য ধন্যবাদ

ধন্যবাদ

আমার টাংগাইল এর সুইচগেট এটা, যমুনা নদী থেকে বৈরান নদীর মানুষকে বর্ষাকালে পানি থেকে বাঁচাতে এই সুইচগেট। মানুষের ফসল কে পানির হাত থেকে বাঁচাতেও সাহায্য করে, বাড়ির পাশে থাকা তে অনেক বার যাওয়া হয়েছে। তবে এর ভয়ানক রুপ দেখা যায় বর্ষাকালে, অনেক সুন্দর পোস্ট করছেন ভাই

অনেক ধন্যবাদ আপনাকে।

সুইচ গেট বাংলাদেশে অসংখ্য আছে। তবে আমার বাড়ির আশেপাশে নাই।একটা রয়েছে তবে সেটি বাড়ি থেকে অনেক দূরে অবস্থিত। ধন্যবাদ ভাই 💞

ধন্যবাদ ভাই

এই সুইচ গেটের অবদান অনস্বীকার্য। ভুয়াপুরের মানুষের কাছে সুইচ গেটটির গুরুত্ব অনেক।এটার যথাযথ পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন।

অনেক ধন্যবাদ বড় ভাই

আপনি অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।
এবং আরও অনেক সুন্দর হয়েছে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।
আপনি অনেক সুন্দর একটা বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাই