স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে অসহায় গরিব দুঃখী মানুষের জন্য মসজিদে ইফতারের আয়োজন।

in hive-131369 •  2 years ago 

আসসালামু আলাইকুম, সুপ্রিয় ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরম করুনাময় আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা ভালোই আছেন।

GridArt_20230423_111322072.jpg

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির উদ্যোগে গত সপ্তাহের ন্যায় এই সপ্তাহে ও আমরা গরিব দুঃখী মানুষের কাছে খাদ্য পৌঁছাতে সক্ষম হয়েছি। এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি। এই সপ্তাহে আমরা একটু ভিন্ন ভাবে খাদ্য মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। ঈদের সরকারি ছুটির জন্য অন্য মডারেটর এই সপ্তাহে উপস্থিত হতে পারেন নি। আমরা ২০-০৪-২০২৩ইং রোজ বৃহস্পতিবার আমাদের কমিউনিটির মেম্বারদের এলাকায় ইফতারের আয়োজন করি। আমাদের এই আয়োজনে কমিউনিটি ও মেম্বারদের সহযোগিতায় আমরা সেদিন গরিব দুঃখী মানুষের জন্য সুষ্ঠুভাবে ইফতারের আয়োজন করি। আমাদের এই আয়োজনে গ্রামের অনেক লোক আমাদের উৎসাহ দিয়েছেন। তারা আমাদের এই কর্মসূচিকে পছন্দ করেছেন। ইফতারে যে সকল গরিব দুঃখী ও ধণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা সকলে আমাদের জন্য দোয়া করেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেদিন অনেকগুলো মানুষকে খাওয়াতে সক্ষম হয়েছি।

IMG-20230419-WA0007.jpg

IMG-20230419-WA0009.jpg

IMG-20230419-WA0004.jpg

IMG-20230419-WA0001.jpg

IMG-20230419-WA0002.jpg

IMG-20230419-WA0003.jpg

IMG-20230419-WA0006.jpg

ইফতার আয়োজনের টাকা সমুহঃ

গরিব দুঃখী মানুষের জন্য এই সপ্তাহের ইফতার আয়োজনের টাকা আমরা আমাদের কমিউনিটি একাউন্ট ব্যয় করেছি। এছাড়াও আমাদের কমিউনিটির ৩ জন মেম্বার তারাও নিজেরা কিছু টাকা দিয়ে সহযোগিতা করেছেন। এভাবে যদি বাকি মেম্বার গুলো আমাদের সাথে ঐক্য মত হয়ে কাজ করে তাহলে আমরা একদিন এই চ্যারিটি প্রকল্পটি বড় পরিসরে করতে সক্ষম হব।

যে সকল মডারেটর ও মেম্বার উপস্থিতিতে আমরা খাদ্য বিতরণ করতে আমরা সক্ষম হয়েছি তাদের নাম তালিকাভুক্ত করা হলোঃ

ক্রমিক সংখ্যামডারটরের নাম
০১@riyan1020(mod)
০২@polash123
০৩@as-arafat435
০৪@ahanaf057
আসেন আমরা সকলে একত্রিত হয়ে একজন অসহায় গরিব মানুষের মুখে একবেলা হলে ও তাদের খাবার পৌছানোর ব্যবস্থা করি।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক ভালো কাজ করেছেন আপনারা। সবথেকে বড় দান হলো কোনো অসহায় মানুষকে পেট ভরে খাওয়ানো। আশা করি ভবিষ্যতে এই কাজটি আরো অনেক বড় পরিশরে হয়ে থাকবে। আপনাদের সকলের জন্য শুভ কামনা রইল।

ভালো কাজে অংশ নিতে পারলে সব সময়ই অনেক ভালো লাগে। আমাদের কমিউনিটি থেকে এরকম ভালো কাজগুলো করা সব সময় অব্যাহত থাকে। অনেক ধন্যবাদ আপনাদের।

নিঃসন্দেহে একটি ভাল কাজ করেছেন আপনারা। গরিব দুঃখী মানুষদের জন্য একবেলা ইফতারের আয়োজন করা আসলেই খুব আনন্দের একটি ব্যাপার। ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটি ইফতারের আয়োজন করার জন্য।

আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে অনেক ভালো একটা কাজ করেছেন আপনারা। দেখে অনেক ভালো লাগলো। এসব ভালো কাজগুলো অটুট থাকুক আমাদের কমিউনিটির মাঝে, সবার জন্য শুভকামনা রইল।