SFT school -2nd class
Teacher: @shihab24
আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। কিছু কিছু বিষয় নিয়ে আমাদের ধারণা থাকা খুবই জরুরি। কারণ এসব জিনিস আমাদের একাউন্টের খুবই জরুরি বিষয়।
আমরা যারা নতুন এই প্লাটফর্মে এসেছি আমি শুধু তাদের উদ্দেশ্যে বলতেছি যে এই প্লাটফর্মের কিছু কি (পাসওয়ার্ড) রয়েছে যেগুলোর প্রতেকটির ভিন্ন ভিন্ন কাজ।তাই আমি আজকে এসব কি নিয়ে আলোচনা করব।
তবে এসব কি(পাসওয়ার্ড) আমাদের খুবই সাবধানে সংরক্ষণ করে রাখতে হবে। তবে ওনার কি এর মাধ্যমে আমাদের সবগুলো পাসওয়ার্ড আমরা পরিবর্তন করতে পারব তাই ওনার কি খুবই সাবধানে সংরক্ষণ করে রাখতে হবে।
- পোস্টিং কি
- অ্যাক্টিভ কি
- ওনার কি
- মেমো কি
- মাস্টার পাসওয়ার্ড
- পাওয়ার আপ
- ডেলিগেশন
পোস্টিং কি এর কাজঃ
স্টিমিট লগইন করতে পোস্টিং কি ব্যবহার করা। এছাড়াও কারো পোস্টে কমেন্ট করা, আপডেট করার, ডাউনলোড করা, কোন কমিউনিটিতে সাবস্ক্রাইব করা, আনসাবস্ক্রাইব করা এবং কারো পোস্ট ভাল লাগলে সেটি রিসিস্টিম করা অর্থাৎ পোস্ট বিষয়ক সকল কাজ এই পোস্টিং কি এর মাধ্যমে করা যায়।তাই এই কি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।
- পোস্ট ও কমেন্ট
- পোস্ট ও কমেন্ট এডিট
- আপভোট ও ডাউনভোট
- পোস্ট রিস্টিম
- কাউকে ফলো ও আনফলো
অ্যাক্টিভ কিঃ
এই কি দিয়ে সাধারণত আর্থিক যেসব কাজ আছে সেসব কাজগুলো করতে পারব। এই কি দিয়ে বিশেষ করে পাওয়ার আপ, পাওয়ার ডাউন দিতে পারব। তারপর ডেলিগেশন করতে পারব এবং সেই ডেলিগেশন উঠাতে পারবো। তাছাড়াও Steem to sbd convert /sbd to steem convert করতে পারব। এই কি খুবই গুরুত্বপূর্ণ একটি কি এবং এটি আমাদেরকে সাবধানে ব্যবহার করতে হবে তা না হলে হ্যাক হয়ে গেলে আমাদের অ্যাকাউন্ট বিপদে পড়তে পারে। যদি আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে পাওয়ার ডাউন দিয়ে হ্যাকার চার সপ্তাহের মধ্যে এ টাকা বের করে নিয়ে যেতে পারবে।
- ট্রান্সফারের কাজ
- পাওয়ার আপ ও পাওয়ার ডাউন
- SBD Steem কনভার্সন
ওনার কিঃ
এই কি সাধারণত অ্যাকাউন্টের রিকভারি এবং পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগে। আমরা যদি কখনো বুঝতে পারি যে আমাদের অ্যাকাউন্ট বিপদে আছে। তাহলে আমরা এইটির সাহায্যে আমাদের একাউন্টের সবগুলো কি রিকভারি করতে পারবএবং বিপদ থেকে উদ্ধার হতে পারব। তাই আমাদের সাবধানে এই কি সংরক্ষণ করতে হবে।
- উনার, এক্টিভ ও পোস্টিং কী রিসেট করা
- একাউন্ট রিকভার করা
মেমো কিঃ
এই কি এর মাধ্যমে কাউকে কোনো কিছু পাঠাতে চাইলে। খুবই গোপনে তার সাথে মেসেজিং করতে পারবো যেটি সে এবং আমি ব্যতীত অন্য কেউ দেখতে পাবে না। তাই খুবই গুরুত্বপূর্ণ একটা কি এটি।
মাস্টার পাসওয়ার্ডঃ
আমি যখন মিস্টিমিটে প্রথম ঢুকবো তখন আমাকে যে কি টি দেওয়া হয় সেটি মূলত মাস্টার কি। খুবই গুরুত্বপূর্ণ একটি কি। যেটি হারিয়ে গেলে আমার অ্যাকাউন্ট যেকোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। তাই আমাকে এটি সাবধানে রাখতে হবে।
মাস্টার পাসওয়ার্ড নিরাপদে রাখার জন্য আমার প্লানঃ
আসলে বর্তমান যুগ ডিজিটাল যুগ তাই আমরা ফোনের নোটপ্যাডে এটি সংরক্ষণ করতে পারি। আবার চাইলে আমরা আমাদের গোপন ডায়েরিতে ও এটি সংরক্ষণ করতে পারি।আবার আমরা গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারি।
পাওয়ার আপঃ
আমরা যদি এখানে দীর্ঘমেয়াদি কাজ করি। তাহলে আমাদের জন্য খুবই দরকারি। কারণ পাওয়ার আপ করলে সেখানে আমাদের অর্থ গুলো
সঞ্চয় হয়ে থাকে। আমাদের যদি ভবিষ্যৎ এর কোন প্ল্যান থাকে। তাহলে পাওয়ার আপ এর মাধ্যমে টার্গেটা পূরণ করতে পারব। এছাড়াও পাওয়ার আপ করলে আমাদের একাউন্টের ভ্যালু বৃদ্ধি পাবে তাই আমাদের পাওয়ার আপ সবারই করা উচিত।
প্রথমে আমরা আমাদের Steemit ওয়ালেটে লগ ইন করব। ওয়ালেটে প্রবেশ করার সময়, আমরা আগের স্টিম জমার মোট পরিমাণ দেখতে পারি।
Steemit ওয়ালেটে প্রবেশ করার সময় আপনারা প্রথম যে জিনিসটি লক্ষ্য করবেন তা হল Steem নামক বিকল্পটি। সেখানে আপনাদের সাপ্তাহিক স্টিম পেআউট জমা হয় এবং সেখান থেকে আপনারা 50%, 75% বা 100% স্টিম পর্যন্ত পাওয়ার-আপ করবেন। আবার 50%, 75% বাইরে করা হয়।
এখন আমি steemit Wallet এ steem অপশনে ক্লিক করব। আপনি steem এ ক্লিক করলে 5টি অপশন দেখতে পাবেন। 5টি অপশনের মধ্যে আপনারা 3য় অপশনে ক্লিক করবেন।
পাওয়ার-আপে ক্লিক করায় আপনাকে সরাসরি স্টিমপাওয়ারে রূপান্তর করতে নিয়ে যাবে। তারপর আপনি ব্যালেন্সে জমে থাকা স্টিমটি নির্বাচন করবেন এবং পাওয়ার-আপ বিকল্পে ক্লিক করবেন।
আপনারা কনফার্ম ট্রান্সফার টু ভেস্টিং অপশনে প্রবেশ করবেন এবং সবকিছু চেক করার পর ওকে অপশনে ক্লিক করবেন।
পরিশেষে আপনারা স্টিমপাওয়ারে পাবেন, যা আগে স্টিম ছিল তার সাথে আরও স্টিম যোগ করবেন।
পাওয়ার আপ বিষয়ে বিস্তারিত জানুন.....
ডেলিগেশনঃ
আসলে ডেলিগেশন মূলত নিজের ক্ষমতা অন্যকে ব্যবহার করতে দেওয়া। নিজের ক্ষমতা একেবারে অন্যকে দেওয়ার মতো বিষয়টা না। আসলে ক্ষমতাটি আমি যখন ইচ্ছা তখন এ উঠিয়ে নিতে পারব। ডেলিগেশন করলে আমার উপকার হবে প্লাস সবারই উপকার হবে। কারণ আমার স্বল্প ক্ষমতা দিয়ে কাউকে যদি কোন পোস্টে ভোট করি। তাহলে সেই ভ্যালু খুবই অল্প হবে। তাই আমরা সকলেই যদি একজনকে ডেলিগেশন এর মাধ্যমে সেই আইডিটি কে ভ্যালুয়েবল করতে পারি তাহলে সেই আইডি দিয়ে কোনো ভালো পোস্টে কিংবা কোয়ালিটিফুল পোষ্টে যদি ভোট করা হয়। তাহলে ভোটিং ভ্যালুটা অনেক গুণে বৃদ্ধি পাবে। সে ক্ষেত্রে আমার পরিশ্রম টাও কম হলো এবং সেখান থেকে কিছু আর্নও করতে পারবো।
- ধাপ 1
সর্বপ্রথমে আমরা @steemworld.org সাইটে প্রবেশ করব। এরপর ডেলিগেশন /প্রতিনিধি অপশনটি বেঁচে নিব।
- ধাপ ২ঃ
২য় ধাপে আমাদেরকে ডেলিগেশন অপশনে ক্লিক করতে হবে। ডেলিগেশন অপশনে ক্লিক করার পর নিচে আমরা ৪ টি অপশন দেখতে পাব এর মধ্যে শেষের অপশনে ক্লিক করে তারপর ডেলিগেট এসপি অপশন সিলেক্ট করব।
- ধাপ 3
এরপর আমরা ডেলিগেট এসপি অপশনে গিয়ে সেখানে ৫টি অপশন দেখতে পাব। তার মধ্যে টু একাউন্ট সিলেক্ট করে কোন কমিউনিটিকে সমর্থন করব তার নাম লিখতে হবে এবং আমরা শেষের অপশনে এমাউন্ট লেখা অপশন টি বেচে নিয়ে মোট কত এসপি দিব তা নির্ধারণ করে ওকে অপশনে ক্লিক করব।
- ধাপ: ৪
এরপর আমরা যে ডেলিগেশন করব কমিউনিটির নাম ও এমাউন্ট ভেস্ট তা নিশ্চিত ও যাচাই-বাছাই করে হ্যাঁ অপশনে ক্লিক করব।
- ধাপ: 5
হ্যাঁ অপশনে ক্লিক করে পরবর্তীতে আমরা authentication required অপশনে যাব। এরপর আমাদের প্রাইভেট একটিভ কী দেওয়ার অপশন আসবে। এরপর আমরা প্রাইভেট অ্যাক্টিভ কী দিয়ে OK অপশনে ক্লিক করলেই ডেলিগেশন হয়ে যাবে।
- ধাপ:6
ডেলিগেশন হয়েছে কিনা তা নিশ্চিত বা যাচাই করতে আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমরা ইন&আউট অপশনের নিচে ডেলিগেশন ভেস্ট সফল হয়েছে তা নিশ্চিত করতে পারব।