One of the best tourist places in Bangladesh /বাংলাদেশের সেরা একটি পর্যটন স্থান

in hive-131369 •  2 years ago  (edited)
আমার পোস্টে আপনাকে স্বাগতম। আজ আমার পোস্টে থাকছে বাংলাদেশের সেরা একটি টি দর্শনীয় স্থান

শীতকাল কে ভ্রমণ কাল বলা হয়। আপনিও হয়তো মনে মনে ভাবছেন কোথাও ভ্রমণ করতে যাবেন। কিন্তু কোথায় যাবেন মনস্থির করতে পারছেন না ? তাহলে আজকের এই পোষ্টটি আপনার জন্য। আজকে আমি বাংলাদেশের এমন সেরা একটি পর্যটন স্থান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কম সময়ে এবং কম খরচে এই স্থানে আপনি ঘুরে আসতে পারেন। প্রতিবছর এই জায়গায় দেশের বাইরে থেকে ভ্রমণ করতে আসে লক্ষাধিক পর্যটক। তাই চলুন দেরি না করে ভ্রমণ স্থানটি ঝটপট আপনাদের সাথে শেয়ার করে ফেলি।

টাঙ্গুয়ার হাওর
বাংলাদেশের সুবিশাল গামলা আকৃতির অগভীর জলাভূমিকে হাওর বলা হয়। যা প্রতিবছর বর্ষার পানিতে প্লাবিত হয়ে ঢেউইন সাগরের আকার ধারন করে। বছরের সাত মাস এই হাওর গুলো পানিতে ডুবে থাকে। আবার শীত ও গ্রীষ্মের এ হাওর গুলোকে মনে হয় সীমাহীন প্রান্তর।

water-1642923_1280.jpg
source

children-1822704_1280.jpg
source

সুনামগঞ্জ জেলার তাহেরপুর এবং ধর্মপাশা উপজেলার মাঝে প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ঘননির জলরাশি নিয়ে শুয়ে আছে টাঙ্গুয়ার হাওর। আসলে এটি একা দুটি ছোট হাওরের সমন্বয়ে তৈরি একটি জলাভূমি। মূল হওয়ার অবশ্য আছে ২৮ কিলোমিটার এলাকা জুড়ে। বাকি অংশে আছে কিছু গ্রাম এবং কৃষি জমি।

প্লাবনের পানিতে গ্রামগুলো বিছিন্ন নদীতে পরিনত হয়। স্থানীয় মানুষ টাঙ্গুয়ার হাওরকে বলে নয়কুড়ি কান্দার ছয় কুড়ির বিল। যার গায়ের কাছে হাত ছানি দেই মেঘালয় এর পাহাড় । বাংলাদেশের এই দ্বিতীয় মিষ্টি জলের বৃহত্তম জলভূমি এই টাঙ্গুয়ার হাওর। যে হাওরে মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে ৩০ টির বেশি ঝরনা।

flow-7473282_1280.jpg
source

azalea-5120368_1280 (1).jpg
source

টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর আদর্শ সময় হচ্ছে বর্ষাকাল। কারণ এই সময় টাঙ্গুয়ার হাওর জলে টয়টুম্বর থাকে। তবে পাখি দেখতে হলে অবশ্যই যেতে হবে শীতকালে। টাঙ্গুয়ার হাওরে যেতে হলে ঢাকা বা সিলেট থেকে যেতে হবে প্রথমে সুনামগঞ্জ। সেখান থেকে অটো করে পৌঁছাতে হবে তাহেরপুর ঘাট। সেখান থেকে আপনাকে যন্ত্রচালিত নৌকা ভাড়া করে যেতে হবে টাঙ্গুয়ার হাওর। নৌকা যতই সামনের দিকে এগোতে থাকবে ততই হাওরের পানি সচ্ছ হতে থাকবে। দেখতে পাবেন পানির তলে মাছেদের খুনসুটি।

প্রকৃতির গাম্ভীর্যপূর্ণ চলেফেরা।সারাদিন টাঙ্গুয়ার হলের বুকে ঘোরাফেরার পর এখানকার সূর্যঅস্ত্র স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে। টাঙ্গুয়ার হাওরে থাকার জন্য তেমন কোন ব্যবস্থা নেই। তবে যদি আপনি নিরাপদে নৌকায় রাত কাটাতে চান তাহলে পাহাড়ের কাছাকাছি থাকার চেষ্টা করুন। আর ঘর ভাড়া করতে চাইলে বেকের ঘাট এলাকায় স্বল্প মূল্যে কাঠের ঘর ভাড়া করে থাকতে পারেন। তবে টাঙ্গুয়ার হাওরের নৌকায় একরাত কাটানোর অভিজ্ঞতা নিলে অবশ্যই ভালো লাগবে ।

boats-3051610_1280.jpg
source

boats-1802340_1280.jpg
source

প্রিয় পাঠক বাংলাদেশের এই পর্যটন স্থান আপনার কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আরো একটি নতুন পর্যটন স্থান নিয়ে দেখা হবে আগামী পোস্টে। আজকের পোস্টটি এখানেই শেষ করছি।

Content Details

Categoryinformative post
Picture collectedpixbay
Post writer@shahariar1
LocationBangladesh

Best regards,

@shahariar1

Thank you very much for reading my post

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

টাঙ্গুয়ার হাওড় খুব সুন্দর একটি জায়গা। আমারও যাওয়ার ইচ্ছে আছে এই হাওড়ে। আপনি ভ্রমণ পদ্ধতিও বর্ণনা করেছেন, ফলে সেখানে যাওয়া আরো সহজ হবে। ধন্যবাদ।

শুকরিয়া ! আপনার মূল্যবান মন্তব্য এর জন্য। পাঠক যাতে খুব সহজে এই জাইগার লেকশন বুঝতে পারে সেই জন্য আমি খুব সহজ ভাবে বিস্তারিত আলোচনা করেছি। পোস্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥀

এই হাওরে বেড়ানোর সময় হলো বর্ষাকাল বর্ষাকালে হাওরে বেড়ানো মজাই আলাদা আমার এক ভাই গেছিল সেখানে তার কাছে শুনেছি আমারও যাওয়ার ইচ্ছা আছে ধন্যবাদ ভাই পোস্টটি খুব সুন্দর হয়েছে

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য। ঘোরার সময় বর্ষাকাল তবে শীতকালে এখানে গেলে অনেক ধরনের পাখিদের দেখতে পাওয়া যায়। মুগ্ধ হতে বাধ্য হবেন। এটি এমন একটি জায়গা যেখানে বারবার যেতে ইচ্ছা করে।

এই জায়গার নাম অনেক শুনেছি। তবে যাব একদিন। আপনার পোস্ট টি পড়ে অনেক ভাল লাগল। অনেক তথ্য জানতে পারলাম।

আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমার পোস্টটি পড়েছেন। আর আপনার সুন্দর মন্তব্য আমাকে পোস্ট করতে উৎসাহিত করে।

আপনার পোস্ট টি পড়ে আমার ও ইচ্ছে এই জায়গায় ঘুরতে। অবশ্যই সময় পেলে আমি ও এই জায়গায় ঘুরে আসব। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই পোস্ট টি শেয়ার করার জন্য।

যারা প্রকৃতি প্রমিক তারা প্রকৃতির সৌন্দর্য কখনো উপেক্ষা করতে পারে না। আমি মনে করি আপনি খুব তাড়াতাড়ি সময় বের করে জাইগাটি পরিদর্শন করবেন। আমি এখানে কিভাবে যেতে হবে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছি। আরো কিছু জানার থাকলে নিশ্চয়ই আমাকে জানাবেন। আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করবো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

টাঙ্গুয়ার হাওড় অনেক সুন্দর একটি জায়গা। টাঙ্গুয়ার হাওড়ে বর্ষাকালে যাওয়ার জন্য একটি আদর্শ জায়গা। কারন বর্ষাকালে পানি চারদিকে থইথই করে। আরো শুনে ভালো লাগলো শীতকালে গেলে পানি দেখা যাবে। এত সুন্দর ও চমৎকার ভাবে পোস্টটি উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

হ্যাঁ বর্ষা কালে এখানে প্রচুর পানি থাকে এবং এই হাওর টি বেশ সুন্দর রুপ নেই। তবে শীত কালে এখানে গেলে বিভিন্ন অতিথি পাখি এখানে দেখতে পোওয়া যাই। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য এর জন্য।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

এই হাওর সম্পর্কে অনেক শুনেছি কখনও যাওয়া হয়ে উঠেনি। সুন্দর পোস্ট তৈরি করেছেন ভাই।

শুভ সকাল। আপনার মূল্যবান মন্তব্য এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। পোস্টটি অধ্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক সুন্দর ভাবে পোস্ট করেছেন ভাই। এই পোস্ট আমাদের মাঝে সেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো ভাবে উপস্থাপনা করেছেন।

শুভ সকাল। আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

টাঙ্গুয়ার হাওড় সম্পর্কে শুনেছি কখনও যাওয়া হয়নি তবে বেঁচে থাকলে যাব ঘুরতে। অনেক সুন্দর করে পোস্ট উপস্থাপন করেছেন ভাই। আপনার জন্য শুভ কামনা রইল।

জাইগাটি সত্যিই অকল্পনীয় সুন্দর। আমার পোস্টে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের এই মন্তব্য আমার পোস্ট করতে অনুপ্রেরণা যোগায়। শুভ সকাল

আপনার পোস্ট দেখে আমার যাওয়ার ইচ্ছে হচ্ছে।