মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের বাড়ি

in hive-131369 •  2 years ago 

আসসালামু আলাইকুম

আশা করছি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আমার দাদার বাড়ি মুন্সিগঞ্জ।
আজকে আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বাড়ি নিয়ে কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে।


WhatsApp-Image-2022-08-10-at-9.50.46-PM-768x432.jpeg
Source


মুন্সিগঞ্জের বেশ ঐতিহ্যবাহী জিনিস আছে এদের মধ্যে এই কাঠের ঘর হলো অন্যতম ঐতিহ্য।ঘরের চারপাশে থাকে কাঠ আর উপরে থাকে টিন..বৃষ্টির দিনে টিনের চালে রিমঝিম শব্দ মনের মাঝে শিহরণ তুলে..এইটা এক অন্যরকম অনুভূতি।

নিখুঁতভাবে কারুকার্য করে তৈরি করা হয় এখানকার কাঠের ঘরগুলো। আর ঘরগুলো তৈরি করা ব্যয়বহুলও বটে। অনেক ক্ষেত্রে পাকা দালান তৈরির সমান খরচ বহন করতে হয় এই কাঠের ঘরগুলো তৈরি করতে


12.jpg
Source

বিশাল বিশাল বাড়ি গুলোও তৈরি করে নেয় কাঠের খুটির উপর।বছরের পর বছর টিকে থাকে এই বাড়ি গুলো..বিভিন্ন কাঠ, টিনের মান ও ঘরের পরিমাপ অনুযায়ী নিপুণ হাতের কারুকাজ খচিত পরম যত্নে বানানো কাঠের জানালা, দরজা, মেঝে ও ছাদ বিশিষ্ট একেকটি ঘরের মূল্য পড়বে দেড় থেকে বিশ লাখ টাকা।দেশের বিভিন্ন স্থানে এমন বাড়ি নজর কাড়লেও এর সিংহভাগ তৈরি হয় লৌহজংয়ে।



4-66-1024x577.jpg
Source

এই ঘরগুলোর অন্যতম বৈশিষ্ট্য- জানালা, দরজা, দেয়াল কাঠামো, মেঝে কিংবা ছাদ- ঘরের প্রত্যেকটি অংশ আসবাবপত্রের মতো আলাদা আলাদা খুলে দেশের যেকোনো প্রান্তে বহন করে নেওয়া যায় খুব সহজে। এই কারনে বেশি জনপ্রিয় এই কাঠের ঘর।



6-54-1068x602.jpg
Source

এলাকার ধনী, গরীব নির্বিশেষে প্রায় সবার বাড়িতেই দেখা মিলবে টিনের ঘরের। দোচালা, তিন চালা, চৌচালা, সাত চালা এসব নকশা করা টিনের ঘরেই তারা বসবাস করছে বছরের পর বছর। ঘরগুলোর পরিচর্যার জন্যও বছর বছর কাঠে তেল, কাঁচা গাব ও রং ব্যবহার করা হয়। এতে করে ঘরের সৌন্দর্য বজায় থাকে বছরের পর পর।

যদিও এখন তেমন একটা দাদাবাড়ি যাওয়া হয়না বিভিন্ন ব্যস্ততার কারনে। কিন্তু যেতে ইচ্ছে করে অনেক। বাড়ির এই সুন্দর্য বার বার আমাকে মুগ্ধ করে। আমিদের বাড়ি দোচালা..প্রায় দের তালার মত।
বাড়ি গেলে ভাই বোনেরা মিলে এক সাথে হই যার কারনে বাড়ির আমেজটা দিগুণ বাড়ে।


73568_1562494534.jpg
Source

জানিনা কতটুকু ব্যাখ্যা করতে পেরেছি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহি কাঠের বাড়ি, কিন্তু চেষ্টা করেছি সম্পুর্ন তুলে ধরবার।কেমন হয়েছে জানাবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটিতে পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমিউনিটি রুলস আপনাকে অবশ্যই মেনে চলতে হবে।এ সপ্তাহে আপনাকে ক্লাসের মেনশন দেওয়া হবে। আপনি অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবেন। শুভকামনা রইল

জি ধন্যবাদ ভাইয়া।

Loading...

কাঠের তৈরি বাড়িগুলো অনেক মজবুত ও টেকসই হয়। কাঠের তৈরি বাড়ি দেখতে চমৎকার লাগে যদি তা রং দিয়ে কালার করা হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য ধন্যবাদ জানাই।

  • আপনি মার্কডাউন ব্যবহার করুন। মার্কডাউন ব্যবহার করলে পোস্ট দেখতে সুন্দর দেখায়। মার্কডাউন সম্পর্কে জানতে চাইলে ক্লাসে জয়েন করিয়েন অথবা @selimreza1@rahul989 এনাদের সাথে যোগাযোগ করে শিখতে পারেন।

@md-sajalislam.

20230511_105644__01.jpg

এই রকম কাঠের তৈরি বাড়ি আমি কখনো দেখিনি। আপনার পোস্টের মাধ্যমে কাঠের তৈরি বাড়ি দেখার সৌভাগ্য হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপনার পোস্টের ছবিগুলো কপিরাইট। আপনি পোস্ট করার সময় অবশ্যই নিজের তোলা ছবি দিয়ে পোস্ট করবেন৷ আপনার পোস্টে কোন মার্কডাউন ব্যবহার হয়নি তাই ক্লাস করা আপনার জরুরি বলে আমি মনে করি।

আপনি খুবই চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। মুন্সিগঞ্জ বা নরসিংদীর কাঠের তৈরি এই দোতলা বাড়ি গুলো আমার খুবই পছন্দের। আপনি কিছু খুবই চমৎকার ছবি আমাদের সাথে শেয়ার করেছেন । ধন্যবাদ আপনাকে।

জ্বি যতটুকু পেরেছি তুলে ধরবার চেষ্টা করেছি..ধধন্যবাদ আপনাকে আপু কমেন্ট করার জন্য।

এর আগে আমি কখনো কাঠের বানানো বাড়ি দেখি নাই। আমাদের উওরবঙ্গে এমন বাড়ি দেখতে পাওয়া যায় না। বাড়ির ছবি গুলো সুন্দর। আপনি অনেক সুন্দর ভানে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভাই।

ঐতিহ্যবাহী কাঠের বাড়ি নিয়ে খুব সুন্দর উপস্থাপন করেছেন। কাঠের বাড়িগুলো অনেক কারু কাজ সম্পন্ন। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের বাড়ি নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।এই কাঠের তৈরি বাড়ি আমি নিজ চোখে কখনো দেখেনি। অনেক সুন্দর একটি বাড়ি আমাদের মাঝে সেয়ার করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।