দরগাহ-এ-হযরত শাহজালাল (রঃ) এর মাজার

in hive-131369 •  2 years ago 

দরগাহ-এ-হযরত শাহজালাল (রঃ) এর মাজার

IMG_20230315_002351.jpg

Location:Hazrat Shahjalal Mazar Sharif

আসসালামু আলাইকুম। সকলকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভাল আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে আমি সিলেটে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে বেশ কিছু নতুন অভিজ্ঞতা মুখোমুখি হয়। তো তার মধ্যে অন্যতম হচ্ছে হযরত শাহজালালের মাজার। আজকে আমি আমার সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব।

IMG20230310052924.jpgIMG20230310052923.jpg

প্রচুর লোকের সমাগম

Location:Hazrat Shahjalal Mazar Sharif

আমরা সিলেট শহরে পৌঁছে গিয়েছিলাম ভোর চারটা বাজার সময়। তো এরপরে আমরা কিছুক্ষণ স্টেশনে থাকার পর হযরত শাহজালাল এর মাজারের চলে যাই এবং সেখানে গিয়ে দেখি প্রচুর লোকের সমাগম। তবে আমার মতে রাত তখনও সাড়ে চারটা। এত রাতেও যে এ পরিমাণ ভিড় তা দেখে নিঃসন্দেহে বলা যায় দিনের বেলা লক্ষাধিক মানুষ এখানে আসা-যাওয়া করে।

সিলেট অঞ্চলের প্রায় প্রত্যেকটি মানুষ এই মাজারে এসে তাদের মিনতি গুলো প্রকাশ করে। তবে শাহজালালের মাজারের পাশে একটি বড় মসজিদ রয়েছে। এই বড় মসজিদেই সবাই নামাজ পড়ে প্রচুর মানুষের সমাগমে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষকে এখানে সকালবেলার খিচুড়ি ভাত খাওয়ানো হয়। তবে অনেক মানুষ আছে যারা বিভিন্ন ধরনের মানত করে থাকে এবং সেগুলোর মধ্যে রয়েছে গরু-ছাগল এবং টাকা ইত্যাদি জিনিসগুলো মাজারের দান করে যান।।

IMG20230310050718.jpg

IMG20230310050711.jpg

Location:Hazrat Shahjalal Mazar Sharif

মাজারের ভেতরে ঢুকতেই একটি বড় বাড়ির মত রয়েছে। তবে বাড়ির দেয়ালগুলোতে প্রচুর পরিমাণে কবুতর রয়েছে। কবুতরগুলো মাজারের জন্যই মূলত রাখা হয়েছে এই মাজারে প্রতিদিন প্রায় বিভিন্ন শ্রেণীর মানুষ আসা-যাওয়া করে। কেউ আসে ভ্রমণের উদ্দেশ্যে আবার কেউ আসে তাদের রবের কাছে মনের বাসনা জানানোর উদ্দেশ্যে। আবার কেউ আসে শাহজালাল এর মাজার দেখার উদ্দেশ্যে।

IMG20230310051913.jpgIMG20230310051846.jpg
Location:Hazrat Shahjalal Mazar Sharif

তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হল আমাদের বাংলাদেশের স্বনামধন্য একজন নায়ক যে কিনা এক সময় বাংলাদেশের খুবই বিখ্যাত ছিল। তার নাম হলো সালমান শাহ। তবে সালমান শাহ কবর ও রয়েছে হযরত শাহজালালের মাজারের পাশেই। তবে সিলেট অঞ্চলের অনেক নামিদামি লোকের কবর এইখানে দেওয়া হয়েছে।

তবে মাজার যাওয়ার প্রবেশের মুখেই রয়েছে দুই পাশে প্রচুর পরিমাণে দোকান এবং এই দোকানগুলোতে পাওয়া যায় শ্রীমঙ্গলের বিখ্যাত চা এবং সিলেট অঞ্চলের বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার এছাড়াও রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার অসংখ্য জিনিসপত্র যেগুলো খুবই সুন্দর এবং প্রতিনিয়তই মানুষেরা এগুলো ক্রয় করছে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তী পোস্টে সিলেটের খুবই সুন্দর সুন্দর জায়গার অভিজ্ঞতা নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ জানাই আমার পোস্টে পড়ার জন্য। সবাইকে বিদায় জানিয়ে এখানেই আমি আমার পোস্টটি শেষ করছি।

ধন্যবাদ সবাইকে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png




♨️আমার পরিচয়♨️
20230304_153910.jpg
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার স্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

ছিলেটে শাহ জালালের মাজার আছে আমি শুনেছি। কিন্তু কখনো দেখি নাই সরাসরি। আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। এবং কিছু ছবি দেখলাম। আপনি সুন্দর করে ছবি তুলেছেন। দেখতে ভালোই লাগলো। আমিও একদিন যাবো ইনশাআল্লাহ। আপনি সুন্দর করে উপাস্থপনা করেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই

সিলেট শাহ্ জালালের মাজার সম্পর্কে আমি বইয়ে পড়েছি।ছবি গুলো দেখে মনে হচ্ছে জায়গাটি অনেক সুন্দর ও লোকসমাগমপূর্ণ।এখানে লোকজন তাদের মানদ নিয়ে আসে আবার,কেউ প্রার্থনা নিয়ে আসে, কেউবা আবার ঘুরতে আসে। বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান গুলোর মধ্যে এটি একটি। এখানে যে কবুতরগুলো রয়েছে সেগুলো হলো জালালি কবুতর।আমার জানামতে মূলত এ জায়গার নামানুসারে এগুলোর নাম হয়েছে জালালি কবুতর।আপনি অনেক সুন্দরভাবে আপনার সিলেটের ঐতিহাসিক শাহ্ জালালের মাজার ভ্রমণের অভিজ্ঞতা আমাদের মাঝে জানিয়েছেন। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু

সিলেট এ হয়রত শাহ্ জালাল এর মাজার হয়েছে। কিন্তুু কখনো যাওয়া হয় নি, এই হয়রর শাহ্ জালাল এর মাজার মুসলমানদের জন্য আর্শীবাদ শুরুপ। শুনেছি, এই মাজারে অনেক কবুতর রয়েছে আপনার পোস্ট এর মাধ্যমে সেটা দেখতে পেলাম। সালমান শাহ্ এর করব দেখা হয় নি সেটাও দেখতে পেলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট করার জন্য।

ধন্যবাদ ভাই

মাজার শরীফ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।আমাদের এইদিকেও একটি মাজার শরীফ রয়েছে। এটি আমাদের বাসা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। দরগাহ-এ-হযরত শাহজালাল (রঃ) এর মাজার শরীফ আমি নিজ চোখে দেখিনি। আপনার পোস্টের মাধ্যমে আজকে প্রথম দেখলাম। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাই

শাহজালাল (রঃ) এর মাজার

সিলেট শাহ্ জালালের মাজার সম্পর্কে লোকমুখে,, বইয়ের পাডায় এবং ইন্টারনেট জ্ঞান অর্জন করেছি। আমি যতটুকু শুনেছি বা দেখেছি তার অনেক গুনে ভালো লাগলো আপনার পোস্টটির মাধ্যমে দেখার একটু সুযোগ হলো। ছবি গুলো দেখে মনে হচ্ছে জায়গাটি অনেক সুন্দর ও লোকসমাগম পূর্ন্য। এখানে শুনেছি আমি লোকজন তাদের চাওয়া পাওয়া নিয়ে আসে আবার কেউ প্রার্থনা নিয়ে আসে, কেউবা আবার ঘুরতে আসে। বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান গুলোর মধ্যে এটি একটি। এখানে যে কবুতরগুলো রয়েছে সেগুলো হলো জালালি কবুতর। আমার জানামতে মূলত এ জায়গার নামানুসারে এগুলোর নাম হয়েছে জালালি কবুতর। আপনি অনেক সুন্দরভাবে আপনার সিলেটের ঐতিহাসিক শাহ্ জালালের মাজার ভ্রমণের অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন আমি সিলেট গেলে সেখানে যাওয়ার চেষ্টা করবো। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে।

দরগাহ-এ-হযরত শাহজালাল (রঃ) এর মাজার নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট করেছেন।

ধন্যবাদ ভাই

হযরত শাহজালাল (রাঃ) এর কবরের গেলেই যে নায়ক সালমান শাহ এর কবর দেখতে পাওয়া যায় আগে তা আমি জানতাম না। আপনি ঘুরে ঘুরে অনেক সুন্দর পোস্ট করার মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন জায়গার তত্ব প্রকাশ করতেছেন ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ শাহ জালাল (রাঃ) এর মাজার নিয়ে সুন্দর উপস্থান করার জন্য।

ধন্যবাদ ভাই

সিলেটের শাহজালাল মাজারের নাম অনেক শুনছি আর এটি হলো সিলেটের একটি ঐতিহ্যবাহী স্থান। কবে আমি কখনো সিলেটে যায় নাই আমার আশা একদিন শাহজালাল মাজারে যাবো,বাকিটা আল্লাহর কাছে, আপনি অনেক সুন্দর লেখছেন এবং আপনার অভিজ্ঞতা দিয়ে খুব সুন্দর লেখছেন ভাই। আপনার তোলা প্রতিটা ছবি আমার কাছে অনেক সুন্দর লাগছে, আমি মানুষের কাছে শুনছি এই মাজারে নাকি কেউ কেউ তাদের আশা আখাঙ্ক্ষা প্রদান করে আবার কেউ কেউ এখানে ঘুরতে আসে।তবে মজার বিষয় হলো সালমান শাহ শাহজালাল মাজারের পাশে তার কবর।আর সালমান শাহ কে সবাই চিনে, সালমান শাহ হলো বাংলাদেশের একটি স্বনামধন্য একজন নায়ক। এখনো অনেক মানুষ সালমান শাহ এর কথা বলে।আপনার পোস্ট পরে খুব ভালো লাগলো ভাই। আমিও একদিন সিলেটে ভ্রমণ করতে যাবো ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাহজালাল মাজারের কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

আমি শুনেছি সিলেট একটি জনপ্রিয় শহর, এবং এই শহরে অনেক মানুষের সমাগম হয়ে থাকে। আর হযরত শাহজালাল( রা) এর মাজার অন্যতম। আপনি অনেক কিছু সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শাহজালালের মাজার নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

আমি কখনোই সিলেটে যায়নি। তবে শুনেছি সিলেটে অনেক সুনাম রয়েছে, যেমন অন্যতম একটি হচ্ছে
শাহজালালের (রঃ) মাজার। এবং দেশি-বিদেশি আরো অনেক কিছু পাওয়া যায়। ।বিশেষ করে শ্রীমঙ্গলের বিখ্যাত চা।। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাই