সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের লেখালেখিটা শুরু করছি । আশা করি নতুন বছরে নতুন দিনে সকলের সুস্থ আছেন এবং ভালো আছেন। এবারে বছরটি গ্রীষ্মের প্রখর দাবানল দিয়ে শুরু হলেও বয়ে নিয়ে এসেছে অপার সম্ভাবনা এবং আশার আলো। নতুন বছরে আমরা নতুনভাবে বাঁচার, কাজ করার বা ভালো থাকার একটা প্রেরণা পাই।আমরা চাই সকলেই যেন নতুন বছরটিকে আমাদের মত করে সাজিয়ে তুলতে।
বাঙ্গালীদের একটা প্রধান ঐতিহ্য হলো নববর্ষের দিনে পান্তা ভাত এবং ইলিশ ভাজি খাবার। যদিও এ বছরটিতে পান্তা ভাত বা ইলিশ কোনোটিই কপালে জোটেনি কিন্তু দিনটি শুরু হয়েছিল অনেক চ্যালেঞ্জিং এবং অনেক বড় কিছু করার আশা নিয়ে। ছোটবেলায় চৈত্র সংক্রান্তির পর আসতো পহেলা বৈশাখের মেলা। আমার এখনো মনে আছে আমরা বন্ধুরা মিলে বাড়ির কাছে মেলায় ঘুরতে যেতাম। একসাথে সবাই মিলে নাগরদোলায় চড়তাম, নাগরদোলা চড়ার সময় তার গতির সাথে সাথে আমাদের মনটাও একটা অদ্ভুত আনন্দে ভরে উঠতো। মেলার ভিতর দিয়ে দৌড়াদৌড়ি, ফাজলামি সবকিছু মিলিয়ে সেদিনের দিনগুলো থাকতো ছবির থেকেও সুন্দর। সেখানে থাকতো না কোন ভয়, কোন দায়িত্ব বা কোন পিছুটান। সময় যে কোন জায়গা থেকে কোথায় চলে যেত কিছুই বুঝতাম না।
মাটির খেলনার সাথে সাথে নানা ধরনের মিঠাই আর খাবার বেশি স্পেশাল করে তুলতো । আমার প্রতি পহেলা বৈশাখের মেলায় একটা জিনিস কমান ছিল আর সেটি হল মাটির ব্যাংক কেনা । প্রতিবছরে আমি মেলা থেকে মাটির ব্যাংক কিনতাম আর ভাবতাম এই ব্যাংকটিতে অনেক বেশি টাকা জমা করব, কিন্তু আমার সেই ইচ্ছা বা ভাবনা কোনটাই বাস্তবে রূপ নিত না । কারণ টাকা জমা করার দু-একদিনের ভিতরেই ব্যাংক ভেঙে টাকা বের করে খেলনা কিনতাম । আমার মনে আছে, আমি সর্বোচ্চ ব্যাংকে 86 টাকা জমিয়েছিলাম একবার ।
যাই হোক, পহেলা বৈশাখের আরেকটা গুরুত্বপূর্ণ ঐতিহ্য হলো নতুন পোশাক পরা-ধারণা করা , বছরের প্রথম দিনে নতুন পোশাক পরিধান করায় আমাদের মনের জীর্ণতা এবং কালিমা দূর হয়ে যায় । তাই পহেলা বৈশাখের সকালেই স্নান শেষে আমরা নতুন বস্ত্র পরিধান করতাম । তারপর পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়া শেষ করেই বেরিয়ে যেতাম মেলার উদ্দেশ্য । মেলায় আরেকটি আকর্ষিত বস্তু ছিল তা হল কুলফি আইসক্রিম, এখন হয়তো চারপাশে অনেক নামিদামি ব্রান্ডের, ভিন্ন ভিন্ন স্বাদের অনেক ধরনের আইসক্রিম পাওয়া যায় । কিন্তু ছোটবেলার সেই দুই টাকা দামের কুলফি আইসক্রিমের স্বাদের কাছে এগুলো যেন ফিকে পড়ে যায় ।
বন্ধুদের সাথে আড্ডা, দুষ্টুমি একসাথে ঘোরাঘুরি সবকিছু মিলিয়ে পহেলা বৈশাখের সেই হারিয়ে যাওয়া দিনগুলো এখন অনেক বেশি মিস করি । হ্যাঁ এখনো মেলায় যাই, পান্তা ইলিশ খাই কিন্তু সেই স্বাদ, সেই গন্ধ বা সেই আনন্দ আর কখনোই অনুভব করতে পারি না । মনের ভেতর কোথাও না কোথাও একটা শূন্যতা সব সময় কাজ করে ।আবার ফিরে যেতে ইচ্ছা হয় সে সকল দিনগুলোতে, যেখানে বন্ধুদের হাত ধরে ক্লান্তিহীন ছুটে চলতে চাই । যেখানে থাকবে না কোন বাধা, থাকবে না কোন চিন্তা কোন এক স্বর্গীয় আনন্দে মনটা ভরে থাকবে ।
নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ আনন্দ এবং সফলতা বয়ে আনবো, এই কামনায় আজ এখানেই শেষ করছি. ধন্যবাদ সবাইকে .
আপনার পোস্টের তৃতীয় ছবিটি কপিরাইট ফ্রী ইমেজ নয়৷ আপনি কপিরাইট ফ্রী ইমেজ ব্যবহার করুন৷ কপিরাইট ফ্রী ইমেজ পাওয়া যায় এমন কিছু সাইটের নাম নিচে দিয়ে দিচ্ছি৷ আপনার পোস্ট এর ছবি গুলো চেঞ্জ করে নিন।
@rahul00
স্যার, আমার ভুল বুঝিয়ে দেয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি । আমি আমার পোষ্টের তিন নাম্বার ছবিসহ আরো একটি ছবি আপনার কর্তৃক প্রদত্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি এবং সোর্সলিংক ও অ্যাড করেছি । আমি দুঃখিত যে আমি কপিরাইট যুক্ত ছবি ব্যবহার করেছিলাম । ভবিষ্যতে শতভাগ অর্গানিক এবং কপিরাইট মুক্ত ছবি দিব এই আশাবাদ ব্যক্ত করছি । আমার পোস্টটি পুনরায় দেখে আমার দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই কামনা করছি ।
ধন্যবাদ,স্যার।
Bengalis traditionally have panta vaat and hilsa bhaji on New Year's Day. I'm sorry neither panta rice nor Hilsa reached you this year. Good luck with your hopes of doing something big.
thank you so much for sharing the Bengali tradition and awesome pictures with us. Be happy and blessed.
@shuly
Thank you very much for reading my post and replying to my post. “Pohela Boishakh” is like a rib bone in our Bengali life. Just as bones are needed to stand straight, the role of “Pohela Boishakh” is immense if Bengali history is to be presented in the world court. I am proud because I am Bengali, and I am really lucky to be born in this country.
প্রধান আকর্ষন “পান্তা ইলিশ”-এর কথা চমৎকারভাবে উঠে এসেছে। বন্ধুদের সাথে মেলায় ঘোরা, মাটির ব্যাংক কেনা, নাগরদোলা ইত্যাদি বিষয়গুলো স্মৃতি হয়ে এখানে বিধৃত হয়েছে। প্রত্যেকেই তার নিজের শৈশবের স্মৃতিকে লালন করে , তেমনি এখানে আমার প্রিয় শুভ্রর বৈশাখী উদযাপনের স্মৃতি সুন্দরভাবে ফুটে উঠেছে।
পহেলা বৈশাখ মানে নতুন বছরের নতুন আমেজ,পুরাতন বছরের সকল দুঃখ গ্রানি ক্লান্ত মুছে নতুন বছরের বার্তা নিয়ে আসে পহেলা বৈশাখ । পহেলা বৈশাখ বাঙ্গালীর ঐতিহ্য। সুন্দর লিখছেন ধন্যবাদ।
বাঙালির আদি সংস্কৃতির ভেতর নববর্ষ বা পহেলা বৈশাখ হল অন্যতম। এই দিনকে ঘিরে বিভিন্ন রকম উৎসব আমেযে ভরে ওঠে আমাদের দেশ। খুব সুন্দর একটি পোস্ট আপনি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।
আপনার পোষ্টটি বাংলাদেশের প্রতি বাঙালীর সাথে জড়িত। ১ লা বৈশাখ আমাদের বাঙালী জাতির প্রধান কালচার। যেটা পোষ্টটি দেখে মনে পড় পান্তা ভাতের সাথে পেয়াজ . ইলিশ মাছ আর কাঁচা মরিচ। সব মিলিয়ে পোষ্টটি ভাল হয়েছে। পরিশেষে , আপনাকে অশেষ ধন্যবাদ জানাই।
আপনার পোস্টের তৃতীয় ছবিটি কপিরাইট ফ্রী ইমেজ নয়৷ আপনি কপিরাইট ফ্রী ইমেজ ব্যবহার করুন৷ কপিরাইট ফ্রী ইমেজ পাওয়া যায় এমন কিছু সাইটের নাম নিচে দিয়ে দিচ্ছি৷ আপনার পোস্ট এর ছবি গুলো চেঞ্জ করে নিন।
https://pixabay.com/
https://www.pexels.com/
https://unsplash.com/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@rahul00
স্যার, আমার ভুল বুঝিয়ে দেয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি । আমি আমার পোষ্টের তিন নাম্বার ছবিসহ আরো একটি ছবি আপনার কর্তৃক প্রদত্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি এবং সোর্সলিংক ও অ্যাড করেছি । আমি দুঃখিত যে আমি কপিরাইট যুক্ত ছবি ব্যবহার করেছিলাম । ভবিষ্যতে শতভাগ অর্গানিক এবং কপিরাইট মুক্ত ছবি দিব এই আশাবাদ ব্যক্ত করছি । আমার পোস্টটি পুনরায় দেখে আমার দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই কামনা করছি ।
ধন্যবাদ,স্যার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Bengalis traditionally have panta vaat and hilsa bhaji on New Year's Day. I'm sorry neither panta rice nor Hilsa reached you this year. Good luck with your hopes of doing something big.
thank you so much for sharing the Bengali tradition and awesome pictures with us. Be happy and blessed.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@shuly
Thank you very much for reading my post and replying to my post. “Pohela Boishakh” is like a rib bone in our Bengali life. Just as bones are needed to stand straight, the role of “Pohela Boishakh” is immense if Bengali history is to be presented in the world court. I am proud because I am Bengali, and I am really lucky to be born in this country.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Source:pixels
নববর্ষের উদযাপনের এক বাস্তব চিত্র ফুটে উঠেছে। নতুন বছর নতুন সম্ভাবনা, নতুন আশা। নতুনভাবে বাঁচার প্রেরনার কথা বলা হয়েছে। নববর্ষের
Source:pixels
“পান্তা ইলিশ”
প্রধান আকর্ষন “পান্তা ইলিশ”-এর কথা চমৎকারভাবে উঠে এসেছে। বন্ধুদের সাথে মেলায় ঘোরা, মাটির ব্যাংক কেনা, নাগরদোলা ইত্যাদি বিষয়গুলো স্মৃতি হয়ে এখানে বিধৃত হয়েছে। প্রত্যেকেই তার নিজের শৈশবের স্মৃতিকে লালন করে , তেমনি এখানে আমার প্রিয় শুভ্রর বৈশাখী উদযাপনের স্মৃতি সুন্দরভাবে ফুটে উঠেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ১লা বৈশাখ বাঙালির এক ঐতিহ্যএর নাম কালচার, এক নতুনত্ব এর নাম অতিতের গ্লানি ভুলে জিবনের স্বাদ আস্বাদন করার উন্মুক্ত দ্বার।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে পহেলা বৈশাখের কথা তুলে ধরার জন্য💚💚💚
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পহেলা বৈশাখ মানে নতুন বছরের নতুন আমেজ,পুরাতন বছরের সকল দুঃখ গ্রানি ক্লান্ত মুছে নতুন বছরের বার্তা নিয়ে আসে পহেলা বৈশাখ । পহেলা বৈশাখ বাঙ্গালীর ঐতিহ্য। সুন্দর লিখছেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঙালির আদি সংস্কৃতির ভেতর নববর্ষ বা পহেলা বৈশাখ হল অন্যতম। এই দিনকে ঘিরে বিভিন্ন রকম উৎসব আমেযে ভরে ওঠে আমাদের দেশ। খুব সুন্দর একটি পোস্ট আপনি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোষ্টটি বাংলাদেশের প্রতি বাঙালীর সাথে জড়িত। ১ লা বৈশাখ আমাদের বাঙালী জাতির প্রধান কালচার। যেটা পোষ্টটি দেখে মনে পড় পান্তা ভাতের সাথে পেয়াজ . ইলিশ মাছ আর কাঁচা মরিচ। সব মিলিয়ে পোষ্টটি ভাল হয়েছে। পরিশেষে , আপনাকে অশেষ ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit