আমাদের গ্রামের হাটের কাঁচা বাজারের দৃশ্য।

in hive-131369 •  2 years ago  (edited)

শনিবার,
তারিখ -১৭ জুন ২০২৩

আসসালামু আলাইকুম,

প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন। আশা করি আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছি। স্টিম ফর ট্রাডিশন কমিউনিটিতে আজ আমি আমাদের গ্রামীন হাটে কাঁচা বাজার নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে।

GridArt_20230617_184143013.jpg
গ্রাম্য হাটে কাঁচা বাজারের ছবি
গ্রামীন হাট সম্পর্কে মতামতঃ

আমাদের চিরিরবন্দর উপজেলার কারেন্ট হাটটি কাঁকড়া নদী সংলগ্ন অবস্থিত। আমাদের উপজেলার কারেন্ট হাটটি তুলনামুলক একটু বড়। এই হাটটি দিনাজপুর মেইন রোডের সাথে। আমাদের এই হাটে চারপাশের গ্রামের ও শহরের লোকেরা বাজারজাত করতে আসে। এছাড়াও এই হাটে পার্বতীপুর উপজেলার লোকেরাও গরু বিক্রি করার জন্য ভীড় জমায়। আমাদের এই কারেন্ট হাটটি চিরিরবন্দর হাটখোলার সাথে সম্পৃক্ত। কারেন্ট হাটের নাম ডাক হওয়ার আগে এই হাটখোলায় আগে সমস্ত কাঁচা বাজার পাইকারি বিক্রি করা হতো। এখন এই হাট খোলা জায়গাটি বন্ধ প্রায়।

IMG-20230617-WA0006.jpg

ছবিতে আপনারা যে কাঁচামাল বা কাঁচাবাজারের দৃশ্য দেখতে পাচ্ছেন তা কিছুদিন আগে বাবার সাথে দিনের বেলা বাজার করতে গিয়ে ফটোগ্রাফি করা। এই ছেলেটি বিভিন্ন ধরনের কাঁচা ও তরতাজা কাঁচামাল বিক্রি করছেন। কাঁচা বাজারগুলো দেখে সহজেই যে কেউ ক্রয় করবে।

IMG-20230617-WA0005.jpg

IMG-20230617-WA0004.jpg

IMG-20230617-WA0003.jpg

আলু,পটল,বেগুন,লেবু,করল্লা, মিষ্টি কুমড়া,চাল কুমড়া প্রভূতি সকল ধরনের কাঁচামাল বিক্রি করে থাকেন। আমার বাবা সচরাচর এই দোকান থেকে বাজার করে থাকেন। তবে বর্তমানে দেশের যে অবস্থা সকল খাদ্য দ্রব্যের দাম বেশি। এছাড়াও কৃষকরা মাঠে ফসল ফলাতে যে পরিমান কীটনাশক ব্যবহার করে থাকে এটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর।

IMG-20230617-WA0007.jpg

IMG-20230617-WA0002.jpg

IMG-20230617-WA0001.jpg

আমাদের এই কারেন্ট হাটটি সপ্তাহে ২ দিন ব্যপী হয়ে থাকে। শনিবার ও বুধবার। হাটের দিন করে কাঁচামাল বা কাঁচাবাজার দুপুরের পর পরই বিক্রেতারা তা বাজারজাত করে থাকে সকল বিক্রেতাদের কাছে। দুপুর থেকে রাত ১১ টা পর্যন্ত আমাদের এই কারেন্ট হাটে কাঁচামাল বা কাঁচাবাজার পাওয়া যায়।

আমার লেখা পোস্ট পড়ার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন।

মোবাইলের তথ্য সংরক্ষণঃ
মোবাইলTecno 9t spark
ক্যামেরা৩৮ মেগাপিক্সেল
পোস্টের ধরণগ্রাম্য হাটের দৃশ্য।
লোকেশনচিরিরবন্দর, গুড়িয়া পাড়া।
3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদ,
@siza

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রামের হাট বাজারের অনেক সুন্দর ছবি তুলেছেন আপনি। গ্রামের হাট বাজার গুলাতে সব সময় প্রায় কাচা বাজার পাওয়া যায়। কারেন্ট হাটে গরু ও বিক্রি হয়ে থাকে। তবে আমার কখনো যাওয়া হয়নি। আপনি সুন্দর উপস্থাপন করেছেন।

ধন্যবাদ

গ্রামের হাট বাজারে অনেক সুন্দর ও তাজা সবজি পাওয়া যায়। এগুলো জমি থেকে তুলে নিয়ে এসে বিক্রি করে কৃষকেরা। আপনি ছবি গুলো বেশ চমৎকার তুলেছেন।

ধন্যবাদ ভাইয়া

টাইটেল আরেকটু গুছিয়ে দিলে ভাল হত। যেমন- আমাদের গ্রামের কাঁচা হাট-বাজারের দৃশ্য।

জি ভাইয়া। ধন্যবাদ

আমাদের গ্রামের হাট কাঁচা বাজারের দৃশ্য।

"গ্রামের হাটের কাঁচা বাজারের দৃশ্য" হবে।

বর্তমানে কাঁচা সবজির যে দাম। বাজারে গেলে মাথা ঘোরে।

আমাদের এই দিকে হাট বসে শুধু রবিবার আর বুধবার। আর সবজিগুলো দেখে মনে হচ্ছে খুব টাটকা।। অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া

গ্রামগঞ্জের কাঁচাবাজার নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন আপু, এসব বাজারে টাটকা সবজি পাওয়া যায়। সুন্দর ফটোগ্রাফি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া

কাঁচা বাজার সম্পর্কে সুন্দর লিখেছেন আপু। ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাইয়া

গ্রামের হাটগুলোতে টাটকা সব শাক-সবজি পাওয়া যায়। আর আমিও কারেন্টের হাট গিয়েছিলাম। গ্রামের কাচা বাজারের হাট নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। ছবিগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিলো।

ধন্যবাদ ভাইয়া

গ্রামীন হাট বাজারের দৃশ্য নিয়ে অসাধারণ লেখছেন আপু। গ্রামীনের হাটের কাঁচা বাজার গুলো দেখতেও বেশ সুন্দর লাগে। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ধন্যবাদ ভাইয়া

গ্রামের হাট বাজার নিয়ে সুন্দর একটি পোষ্ট তৈরি করেছেন ৷ গ্রামের হাটবাজারে সব সময় টাটকা শাকসবজি ,ফল-ফল , তরকারি পাওয়া যায় ৷ কেননা গ্রামে যেসব ফসল উৎপাদন হয় এসব ফসল বিক্রি করার জন্য তারা হাটে নিয়ে আসেন ৷ আপনার এলাকার গ্রামের হাট বাজার সম্পর্কে দারুন একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ৷ হাট বাজারের ছবিগুলো অসাধারণ হয়েছে ধন্যবাদ ৷

ধন্যবাদ ভাইয়া

গ্রামের হাটের কাঁচা বাজারের দৃশ্য নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছেন আপু।অসাধারণ হয়েছে পোস্ট । ধন্যবাদ আপু।

গ্রামের হাটের কাঁচা বাজারের দৃশ্য নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। গ্রামের হাটের কাঁচাবাজারের সবজি গুলো ফরমালিন মুক্ত হয়। সব সময় তরতাজা সবজি পাওয়া যায়।

গ্রামীণ হাটবাজারে সবুজ শাক সবজি সবগুলো ফরমালিনমুক্ত থাকে এবং ভেজাল মুক্ত থাকে। গ্রামীন কাঁচাবাজারের সবকিছুতে প্রচুর পরিমাণের স্বাদ রয়েছে এবং ভিটামিন রয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

কাঁচা বাজার নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। হাট গুলোতে মূলত সব ধরনের সবজি পাওয়া যায়। আবার কম দামে কেনা যায়। অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

চিরিরবন্দর উপজেলার কারেন্ট হাটের বাজারের দৃশ্য নিয়ে চমৎকার একটি পোস্ট করেছেন। এই বাজারে আমিও বাড়ির জন্য কাঁচা বাজার করে থাকি। সুন্দর ফটোগ্রাফি করেছেন।