আসসালামু আলাইকুম, প্রিয় মডারেটর, ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আমি স্টিম ফর ট্রেডিশন কমিউনিটিতে ঐতিহ্যবাহী হস্তশিল্প কূলা নিয়ে পোস্ট শেয়ার করব আশা সবার ভালো লাগবে ইনশাআল্লাহ।
ঐতিহ্যবাহী কূলা |
---|
ঐতিহ্যবাহী হস্তশিল্প কুলা
বাঁশের তৈরি হস্তশিল্প কুলা। আমাদের দেশের গ্রাম অঞ্চলের অন্যতম ব্যবহারযোগ্য উপাদান। আমাদের গ্রাম অঞ্চলে বেত ও বাঁশে তৈরি পণ্য সামগ্রি অনেক পাওয়া যায়। বাঁশ ও বেতের তৈরি পণ্য সামগ্রি আমাদের দেশের ঐতিহ্য। এই ঐতিহ্য হস্তশিল্পরা এখনো টিকে ধরে রেখেছে। এই হস্তশিল্প তৈরিতে বাঁশের গুরুত্ব অপরিসীম। বাঁশ বাগান গ্রাম অঞ্চলে অনেক আছে। আর এই বাঁশ দিয়েই আমাদের দেশের গ্রামের লোকেরা কুলা বানিয়ে থাকে।
তবে এক সময় গ্রাম- অঞ্চলের বাংলার ঘরে ঘরে বাঁশ ও বেতের অনেক ধরনের বিভিন্ন পণ্য সামগ্রি পাওয়া যায়। গ্রামের অনেক গরিব মানুষের জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম ছিল হস্তশিল্প। টেবিল, চেয়ার,মোড়া, কুলা, ঝুড়ি প্রভূতি তৈরি করতে বাঁশের ব্যবহার অপরিসীম। তবে আজকের মুল বিষয়টা হলো হস্তশিল্প কুলা। আমাদের গ্রামে বিশেষ করে ইরি ধান ও আমন ধান ঘরে তোলার সময় হাতে করে মাড়াই করলে এই কুলার প্রয়োজন পড়ে। কুলা শুধু ধানের পরিষ্কার করতে নয় বরং সরিষা,কাউন,ভূট্টা ইত্যাদি পরিষ্কার করতে কুলা লাগে।
আদিকাল থেকেই বাঁশের তৈরি কুলা গ্রামীণ জীবনে গৃহস্থালির কাজে ব্যবহার হয়ে আসছে।বাংলার লোকশিল্পের অন্যতম উপাদান বাঁশ। ধান চাল শস্যের ঝাড়ার কাজে কুলার ব্যবহার হয়। ধানের আড়া থেকে শুরু করে চাল এবং চাল থেকে খুদি বের করা হয় কুলার সাহায্যে । প্রাচীন কালে ঢেঁকিতে পাড় দিয়ে ধান ভানুড়ির পর কুলা দিয়ে ঝেড়ে চাল বের করা হতো।শুধু গ্রামেই নয় শহরের মানুষেরাও চাল ঝাড়ার জন্য কুলার ব্যবহার করে থাকে। আগের কার দিনে বস্তা থেকে ধান বের করে প্রথম কাজটি ছিল কুলো দিয়ে ধানের আগড়া ঝাড়া।গ্রামীণ মেলা ও গ্রামীণ হাট-বাজারে বাশেঁর তৈরি এসব কুলা পাওয়া যায়। দাদির কাজ থেকে গল্প শুনেছিলাম আগেরকার দিনে নাকি চুলোর ছাই ফেলতে নাকি ভাঙা কুলোর ব্যবহার হতো।
তবে এখন আধুনিক পণ্য সামগ্রি ও আধুনিকতার ছোঁয়ার কারনে বৈজ্ঞানিকের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারের কারণে কুলার ব্যবহার অনেক কমে গেছে। আগের মতো আর কুলার ব্যবহার দেখা পাওয়া যায় না। তারপর ও হস্তশিল্প তার এখনও টিকে আছে।
মোবাইল | Tecno 9t spark |
---|---|
ক্যামেরা | ৩৮ মেগাপিক্সেল |
পোস্টের ধরণ | হস্তশিল্প কুলা |
লোকেশন | চিরিরবন্দর গুড়িয়া পাড়া |
আমার লেখা পোস্ট পড়ার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন।
ধন্যবাদ,
@siza
কুলা গৃহস্থালির কাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুলা দিয়ে চাল , গম, ডাল, ইত্যাদি পরিষ্কার করার কাজে লাগে, কুলা নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র। সুন্দর লিখছেন আপু অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশের গ্রামের মানুষ এর ব্যবহৃত অনেক প্রাচীন একটি হস্তশিল্প নিয়ে অনেক সুন্দর একটি উপস্থাপন করেছেন। কুলা গ্রামের প্রতিটি বাড়িতেই আছে এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে শস ্য দানা পরিষ্কার করার কাজে কুলা ব্যাপকভাবে ব্যবহৃত হয় ।আপনি অনেক সুন্দর উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুলা গ্রামীন নগরে অকেন কাজের একটি শিল্প কারন কিলা ছাড়া গৃহস্থালি অকেন কাজ করা সম্ভবপর হয়ে উঠে না। বাঁশ দিয়ে তৈরী কুলা দিয়ে অনেক কাজ করা যায়- চাল, ডাল, ধান, গম এবং বাতাস প্রয়োগ ইত্যাদি কাজে ব্যবহার করা হয় এই কুলা। কুলাতে আগে আমার দাদী আমের রইড় আচার শুকাতে দিত রোদে। চাল ঝারতো। বিভিন্ন ধরনের কাজ হয় কুলা দিয়ে। আপনি গ্রামীন ঐতিহ্যকে তুলপ ধরেছেন। আমি নিজেও আগে কুলা দিয়ে ধান পরিষ্কার করেছি। আপনি সুন্দর একটি পোস্ট করেছেন। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুলা নিয়ে অনেক সুন্দর লেখছেন আপু, আমাদের সবার ঘরে ঘরে কুলা আছে, আমরা কুলা দিয়ে নানান রকমের কাজ করি।আমরা কুলা দিয়ে চাল ঝাড়ি, তার পর আমরা কুলা দিয়ে কোন কিছুতে আখির পরলে তা আমরা কুলার সাহায্যে করে নিতে পারি,আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলার হস্তশিল্পের এক বিশেষ অংশ হল এই কুলা। কুলা দিয়ে বিভিন্ন রকম খাবার সামগ্রী পরিষ্কার করা হয়।আমার মা এখনো এই কুলা ব্যবহার করে চাল ডাল পরিষ্কার করার কাজ করে।খুব সুন্দর উপস্থাপন করেছেন আপু কুলা সম্পর্কে খুব সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুলা একটি বাঁশের তৈরি চাল ঝাড়ার পাত্র। প্রায় প্রতিটি বাড়িতে এই কুলা দেখতে পাওয়া যায়। কুলায় অনেক প্রকার রং করার মাধ্যমে আকর্ষণীয় করে তোলা হয়। কুলা আমাদের একটি ঐতিহ্য ধারন করে। আপনি অনেক সুন্দর লিখেছেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুলা একটি বাঁশের তৈরি চাল ঝাড়ার পাত্র। প্রায় প্রতিটি বাড়িতে এই কুলা দেখতে পাওয়া যায়। বাংলার হস্তশিল্পের এক বিশেষ অংশ হল এই কুলা। কুলা দিয়ে বিভিন্ন রকম খাবার সামগ্রী পরিষ্কার করা হয়।যেমন চাল ডাল গম ধান ইত্যাদি পরিষ্কার করা হয়। আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কুলো নিয়ে অনেক ভালো লেখেছেন।কুলা আমাদের নানা কাজে সাহায্য করে থাকে। গ্রামে গাঁয়ে এই কুলার ব্যবহার অনেক। আপনি অনেক সুন্দর ভাবে এই কুলার ব্যবহার বুঝিয়েছেন। কুলো দিয়ে আমরা চাল ঝারি এমনকি ডাল,গম ইত্যাদি থেকে ময়লা পরিষ্কার করতে আমরা কুলোর ব্যবহার করে থাকি। আপনার পোস্ট পড়ে আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুলার রঙের নকশা টা দেখে অনেক ভালো লাগলো। কুলা গৃহস্থলীর কাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন। কুলা সত্যি আমাদের গ্রাম বাংলার অনেক পুরোনো একটি ঐতিহ্য। শুভকামনা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit