দিনাজপুরের ঐতিহাসিক নয়াবাদ মসজিদ 🕌

in hive-131369 •  2 years ago  (edited)
কভার ফটো
IMG-20230316-WA0028.jpg

আসসালামু আলাইকুম। সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সামনে দিনাজপুর জেলার ইতিহাসের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়াবাদ মসজিদ সম্পর্কিত জানা অজানা বিভিন্ন তথ্য বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।আশা করি ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক।

20221125_172224.jpg

  • পরিচিতি

দিনাজপুর জেলা শহর হতে ২০ কিলোমিটার দূরে কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে মসজিদটি অবস্থিত। মসজিদটির পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে গিয়েছে। মূলত নয়াবাদ গ্রামের নাম অনুসারে মসজিদটির নাম হয় নয়াবাদ মসজিদ।মসজিদটির সামনে একটি মাদ্রাসা রয়েছে।

IMG-20230316-WA0029.jpg

  • ইতিহাস

মসজিদে প্রবেশের প্রধান দরজার একটি ফারসি ভাষায় লিখা ফলক থেকে জানতে পারি যে, দিনাজপুর রাজ পরিবারের সর্বশেষ বংশধর জমিদার রাজা বৈদ্যনাথ এর আমলে ১৭৯৩ সালে উক্ত মসজিদটি নির্মাণ করা হয়। এর নির্মাণ ব্যয় সম্পর্কে সুস্পষ্ট কোন ধারণা পাওয়া যায়নি।মসজিদের নির্মাণ সম্পর্কে মসজিদ কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারি যে, ১৮ শতকের দিকে যখন বিখ্যাত কান্তজির মন্দিরটি নির্মাণ করা হয় তখন মন্দিরটি নির্মাণের কাজে নিয়োজিত পশ্চিমা কোন এক দেশ থেকে আগত মুসলিম স্থাপত্য কর্মীরা তাদের নিজেদের ব্যবহারের জন্য এই মসজিদটি তৈরি করেছিলেন। কতটুকু জমির উপর মসজিদটি দাঁড়িয়ে আছে তা আমার সঠিক জানা নেই। তবে মসজিদটির স্থাপত্য শৈলী আসলেই অনেক মনোমুগ্ধকর। মসজিদের মধ্যে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখা যায়। এখানের টেরাকোটা ও পোড়ামাটির ফলকগুলো এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। তবে কিছু নিদর্শন প্রত্নতত্ত্ব বিভাগ সংস্কার করে এখন অক্ষত অবস্থায় রেখেছে। মসজিদের রয়েছে তিনটি গম্বুজ এবং দুই পাশে দুটি জানালা রয়েছে। মসজিদের প্রবেশ করার জন্য তিনটি পৃথক দরজা রয়েছে। মসজিদের পাশে একটি কবর রয়েছে। তবে কবরটি আসলে কার সে সম্পর্কিত কোন তথ্য দেওয়া নেই। এলাকার স্থানীয় মানুষদের কাছে জানা যায় যে এটি সম্ভবত মসজিদের কোনো নির্মাণ শ্রমিকের কবর।

IMG-20230316-WA0031.jpg

  • আমার অভিজ্ঞতা

দিনটি ছিল শুক্রবার। আমি ও আমার দুই বন্ধু বাইকযোগে কাহারোলের নয়াবাদ মসজিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সেখানে গিয়ে পৌঁছাতে প্রায় ২৫ মিনিটের মতো সময় লেগেছিল। গ্রামের আকাঁবাকা রাস্তা পার হয়ে শেষ পর্যন্ত প্রথমবারের মতো মসজিদটি দেখার সুযোগ হয়। আমি গিয়েই এক অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হই। উক্ত মসজিদটি দেখার জন্য দেশের বিভিন্ন স্থান হতে আসা পর্যটক সে সময়ে অনেক ভিড় করছিল। আমিও সে সময় ফোনে ছবি ধারণ করতে ব্যস্ত। পড়ন্ত বিকেলের শেষে সন্ধ্যে হয়ে গিয়েছে। শত ব্যস্ততার মাঝে সেখানে ওযু করে মসজিদে গিয়ে মাগরিবের নামাজে আদায় করে, কাঙ্খিত স্থান ত্যাগ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। দিনটি আমার জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।

IMG-20230316-WA0030.jpg
আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন


সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি।সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।ভুল-ত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পোস্টে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনার এই মূল্যবান সময় ব্যয় করে আমার এই পোস্টটি পড়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


  • লোকেশন: কাহারোল,দিনাজপুর

  • ফটোগ্রাফার: @tawhid4159


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @ripon0630

দিনাজপুর জেলার কাহারোল উপজেলাধীন নয়াবাদ মসজিদ সম্পর্কে অনেকের কাছেই অনেক কথা শুনেছি। কখনো যাওয়া হয়নি এই মসজিদটি দেখার জন্য। আপনার পোস্টটা আপনি অনেক সুন্দর মসজিদটির পরিচয় এবং স্থাপত্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করেছেন। অসাধারণ একটি পোস্ট উপস্থাপন করেছেন। পোস্ট দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু 🤍

Loading...

দিনাজপুরের ঐতিহাসিক নয়াবাদ মসজিদ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই নয়াবাদ মসজিদে আমি কখনো যায়নি। আপনার পোস্টির মাধ্যমে আজকে প্রথম দেখলাম। সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই। অসাধারণ হয়েছে পোস্টি।ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই 🤝

প্রথমে ভাবছিলাম ষাট গম্ভুজ মসজিদ। পরে দেখতেছি এটা আমাদের দিনাজপুরের এই একটি মসজিদ। অনেক সুন্দর একটি মসজিদ। আমি আগে জানতাম এই মসজিদ এ কোনো পোড়ামাটির ফলক নেই কিন্তু আপনার লেখার মাধ্যমে জানতে পারি পোড়ামাটির ফলক গুলো সংরক্ষিত আছে। অনেক সুন্দর পিক তুলেছেন।

আপনার সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ 💖

দিনাজপুরের ঐতিহ্যবাহী নয়াবাদ মসজিদ সম্পর্কে আপনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আপনার পোস্ট কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে আমার। ছবিগুলো দেখে মনে হচ্ছে দারুণ ফটোগ্রাফার আপনি। নয়াবাদ মসজিদ সম্পর্কে আমি এর আগেও শুনেছি কিন্তু কখনো যাওয়া হয় নি। দেখে মনে হচ্ছে খুবই সুন্দর একটি জায়গা। প্রগৈতিহাসিক যুগের অনেক প্রত্নতাত্বিক নিদর্শন এখানে পাওয়া গেছে যেমন টেরাকোটা, পোড়ামাটির ফলক ইত্যাদি। যা এর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আপনি অনেক সুন্দর করে আপনার পোস্ট উপস্থাপন করেছেন ভাইয়া।এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

এত সুন্দর একটি কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আপু 💝

পুরাতন স্থাপনা গুলো দেখতে সত্যিই অনেক ভালো লাগে।আমি সুযোগ পেলেই মাঝে মাঝে ঘুরতে বের হয়ে যাই দেখার জন্য। নতুন মেম্বার হিসেবে আপনি যথেষ্ট ভাল পোস্ট করেছেন। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন এবং কমিউনিটি নিয়ম কানুন মেনে চলেন।শুভকামনা রইল আপনার জন্য

অনেক ধন্যবাদ ভাইয়া 💙

দিনাজপুর জেলার নয়াবাদ মসজিদ টি ঐতিহাসিক স্থাপনা, অনেক সুন্দর কারুকাজ ফুটিয়ে তুলা হয়েছে এ মসজিদ এ এটি ইতিহাসের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আপনি এ মসজিদ সম্পর্কে অনেক অজানা তথ্য তুলে ধরছেন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন

আপনাকেও অনেক ধন্যবাদ 🖤

দিনাজপুর কাহারোল এই নয়াবাদ মসজিদ সম্পর্কে অনেক শুনেছি। তবে কখনো যাওয়া হয়নি ইচ্ছা আছে যাওয়ার।শুনেছি মসজিদটি বেশ পুরনো প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন এই মসজিদের ভিতরে আছে ও পাওয়া গেছে।মসজিদে সম্পর্কে খুব সুন্দর লিখেছেন খুব সুন্দর উপস্থাপন করেছেন। ছবিগুলো খুব সুন্দর হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাইয়া 🥰🥰🥰

দিনাজপুরে অবস্থিত নয়াবাদ মসজিদ নিয়ে আপনি দারুন সুন্দর একটি পোস্ট করেছেন। এই মসজিদটি দেখার জন্য আমিও বেশ কয়েকবার গিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে এই নয়াবাদ মসজিদের ছবি আমাদের সবার সামনে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ আপু 🖤

দিনাজপুরের ঐতিহাসিক নয়াবাদ মসজিদ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।দিনাজপুর জেলার কাহারোল উপজেলাধীন নয়াবাদ মসজিদ সম্পর্কে অনেকের কাছেই অনেক কথা শুনেছি। কখনো যাওয়া হয়নি এই মসজিদটি দেখার জন্য। তবে একদিন যাবো ইনশাআল্লাহ।

ধন্যবাদ ভাইয়া 💚

নয়াবাদ মসজিদ নিয়ে অসাধারণ লেখছেন ভাই, আমি এই নয়াবাদ মসজিদের নাম অনেক শুনছি তবে এই নয়াবাদ মসজিদে যাওয়া হয় না।আমরা আজ থেকে প্রায় ২ বছর আগে আমি কাহারল গেছিলাম কিন্তু খুব আফসোসের কথা আমি সেই নয়াবাদ মসজিদটি দেখা হয় নাই। আপনার পোস্ট পরে আমি অনেক আনন্দিত ভাই আপনি আমাদের মাঝে নয়াবাদ মসজিদ ও কান্তজির মন্দির নিয়ে খুব সুন্দর লেখছেন এবং তা কত সালে নির্মান করা হয় সব গুলো বিষয় আপনি আমাদের মাঝে তুলে ধরছেন ভাই। আমি যখন দিনাজপুর কাহারল ঘুরতে গেছিলাম তখন আমি কান্তজির মন্দির দেখতে পাই, কিন্তু নয়াবাদ মসজিদ টি দেখা হয় নাই। তবে ইনশাআল্লাহ একদিন এই নয়াবাদ মসজিদ যাবো এবং সেখানে আমি নামাজ পরার জন্য চেষ্টা করবো। আপনার পোস্ট আপনার একটা কথা ভালো লাগছে আপনি যেখানে নয়াবাদ মসজিদ দেখতে গেছলেন আপনি সেখানে মাগরিবের নামাজ আদায় করছেন এটা আমাকে খুব ভালো লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে ছবি গুলো তুলছেন ভাই। এবং আপনার অভিজ্ঞতা পরে খুব ভালো লাগলো আমার।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাই।
আমার জন্য দোয়া করবেন 💜

মসজিদটি বেশ চমৎকার দেখতে আপনি ছবি গুলোও বেশ চমৎকার তুলেছেন। আমি এই মসজিদ টি সরাসরি দেখি নি। আপনি বেশ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া 💛

দিনাজপুরের ঐতিহাসিক নয়াবাদ মসজিদ সম্পর্কে আমি এর আগেও অনেক কয়েক বার আমার বান্ধবীর মুখে শুনেছি। কিন্তু কখনো ও যাওয়া হয়ে উঠেনি।নয়াবাদ মসজিদটি সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করেছেন পড়ে খুব ভালো লাগলো। আপনার তোলা ছবি গুলো ও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দিনাজপুর জেলার কাহারোল উপজেলাধীন নয়াবাদ মসজিদ এটি। মনমুগ্ধকর নিদর্শন এর মধ্যে এটি হলো অন্যতম। এ মসজিদ সম্পর্কে আমার তেমন কোন সুস্পষ্ট ধারণা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে বিস্তারিত জানতে পারলাম মসজিদটি সম্পর্কে। মসজিদের পরিচয় ও স্থাপিত সম্পর্কে বিস্তারিত ধারণা পেলাম। ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে এত ভালোভাবে আমাদের মাঝে মসজিদের ধারণা উপস্থাপন করার জন্য।