বাড়িতে তৈরি দেশি লিচু'র জুসsteemCreated with Sketch.

in hive-131369 •  2 years ago 

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

বাড়িতে তৈরি দেশি লিচু'র জুস
IMG-20230531-WA0010.jpg

শরীর সুস্থ রাখতে সব ধরনের জিনিসই কম বেশি খাওয়া প্রয়োজন৷ তবে বেশি নয়। একটা নির্দিষ্ট পরিমাপে খাবার খাওয়া প্রয়োজন৷ পরিমাণ মত প্রতিদিন কোন না কোন ফলমূল খাওয়া প্রয়োজন৷ তবে বর্তমানে সব খাবারে ভেজাল৷ ফলমূল বেশিদিন টাটকা রাখার জন্য ফরমালিন দেয়৷ অধিক মুনাফা লাভোর আশায় কাঁচা ফল'কে হিট বা মেডিসিন দিয়ে পাকাচ্ছে মানুষ৷ এসব ফলমূল খাওয়ার থেকে না খাওয়াই উত্তম। আগেকার মানুষ দীর্ঘ জীবি এবং শক্তিশালী ছিলো। কারণ তারা যা খাইতো সব ভেজাল মুক্ত খাবার৷ বর্তমানে আধুনিকতার ছোয়া পেয়ে আমাদের দেশটা ভেজালে পরিণত হয়েছে৷ ভেজালহীন পণ্য খুঁজে পাওয়া দুস্কর হয়ে গেছে বর্তমানে। যাই হোক আজ পাকা দেশি লিচু দিয়ে জুস বানাবো।

image.png

উপকরণ

লিচু৭-৮ টি
পানিপরিমাণ মত
চিনি৪ চা চামুচ
IMG-20230531-WA0019.jpg

image.png

প্রস্তুত প্রণালী

প্রথমে ৭-৮ টি লিচু খোসা থেকে আলাদা করলাম৷ এরপর খোসা ছাড়া লিচু গুলো ধুয়ে নিলাম।

IMG-20230531-WA0020.jpgIMG-20230531-WA0021.jpg

এরপর ব্লেন্ডার নিয়ে আসলাম৷ এবং ব্লেন্ডারের বাটি'টি ধুয়ে পরিষ্কার করে নিলাম।

IMG-20230531-WA0022.jpg

এরপর লিচু গুলোর বিচি আলাদা করলাম৷ লিচুর বিচি খাওয়া যায় না। লিচু'র মাংসল অংশ গুলো ব্লেন্ডারের মধ্যে দিলাম। এরপর ৪ চামচ চিনি ও পানি পরিমাণমত ঢেলে দিলাম।

IMG-20230531-WA0024.jpgIMG-20230531-WA0013.jpg

এরপর ব্লেন্ড করলাম৷ লিচু সহজে ব্লেন্ড হয় না৷ তাই ২ মিনিট ধরে ব্লেন্ড করলাম৷ এরপর লিচুর জুস গুলো গ্লাসে ঢেলে নিলাম। ছাকনি দেওয়া যেত৷ তবে আমি ছাকনি দেই নি।

IMG-20230531-WA0007.jpg

image.png

লিচুর জুস আমি আগেও বানিয়েছিলাম৷ লিচু বেশি খেলে আবার পেটে সমস্যা হয়৷ লিচুর জুস বাজারপ পাওয়া যায়৷ তবে বাড়িতে লিচুর জুস বানিয়ে খেতে ভালোই লাগে৷ আপনারাও চেষ্টা করে দেখতে পারেন।

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

দেশের বাহিরে থাকার সময় লিচুর জুস অনেক খেয়েছি। সেখানে অনেক জনপ্রিয় লিচুর জুস। লিচুর জুস তৈরির প্রক্রিয়াটি আমার অনেক ভালো লেগেছে। চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই।শুভকামনা রইল।

আপনার কাছে অনেক জুস এর রেসিপি দেখলাম ভাই, কিন্তুু আপনার হাতের জুস খাওয়ার সৌভাগ্য হলো না। আপনার এতো কাছে থেকেও। একদিন দাওয়াত দেন জুস খাওয়ার। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ভাই অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ

Feedback / Observation

এগুলো কি আপনি তৈরি করছেন না কি আমাদের ভাবি তৈরি করে আপনাকে খাওয়াচ্ছে 🤭🤭🤭 জাতি জানতে চায়☺️☺️☺️

IMG-20230413-WA0003.jpg

ধন্যবাদ

বর্তমানে বাজারগুলোতে খাবার মানেই ফরমালিন।ফরমালিনের খাবার সব থেকে বেশি।দারুন লিখেছেন আপনি।লিচুর জুস খুব সুন্দর ভাবে তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি রেসিপি উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ

বাসায় কখনো লিচুর জুস বানিয়ে খাওয়া হয়নি। আপনার ধাপ গুলো দেখে যে কেউ সহজে লিচুর জুস বানাতে পারবে বাসায়। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

image.png

Thank you

সেই স্বাদ, এতো স্বাধ ক্যা। নিত্য নতুন জুস বানার রেসিপি দেখে বেশ ভালোই লাগে আমার। এতো সাধ ক্যা, সেই স্বাদ

লিচুর জুসের সুন্দর রেসিপি শেয়ার করেছেন আপনি। আশা করি অনেকে আপনার রেসিপিটি ফলো করে লিচুর জুস বানাতে পারবেন। ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ফল পাকানোর জন্য রেজিষ্ট্রেশন বিহীন ইথোপেন ব্যবহার হয়ে আসছে ভাই আবার ফলকে দীর্ঘ দিন ধরনের ভালো রাখার জন্য ফরমালিন ব্যবহার করা হচ্ছে যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। আপনি ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে লিচুর জুস বানানোর প্রক্রিয়া দেখিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি জুস বানানোর প্রক্রিয়া আমাদের সাথে শেয়ার করেছেন।

ধন্যবাদ

লিচুর জুস করি খাওছেন তারপরও কইলেন না হামাক এটা কথা। লিচুর জুস কি একাই খাইবেন দাওয়াত করেন হামাক তাহলে হারাও একদিন লিচুর জুসের স্বাদ নিন হয়।

চমৎকার ভাবে বাড়িতে লিচুর জুস তৈরি করেছেন।দেখে মনে হচ্ছে আখের রস। লিচুর জুস কখনও খাই নি। লিচুর জুস খেতে কেমন হয়??

বরাবরের মতোই আপনি ভিন্ন ধরনের কিছু রেসিপি শেয়ার করেন। এই রেসিপিটিও আমার কাছে ভিন্নধর্মী বলে মনে হল। রেসিপিটির সবগুলো ধাপ আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনি কিছু দিন যাবত নিত্য নতুন জুস তৈরি করতেছেন,আর এগুলো জুস আমার জানা মতে কেউ তৈরি করেন না।আপনি সুন্দর ভাবে জুস তৈরি করেন।আমিও বাসায় চেষ্টা করবো লিচুর জুস বানার জন্য।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য।

লিচুর জুস আমি কখনো খাইনি। তবে আপনার রেসিপিটি দেখে বাসায় বানানোর চেষ্টা করব। আপনি জুস তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া

বাড়িতে তৈরি দেশি লিচুর জুস নিয়ে অনেক সুন্দর হয়েছে পোস্ট। তবে লিচুর জুস কখনো খাওয়া হয়নি। ভাই একা একা খাবেন।আমাদেরও দাওয়াত দিতেন।

লিচুর জুস দেখে তো লোভ লেগে গেলো ভাইয়া। লিচু দিয়ে এই ভাবে কখন ও জুস বানানো হয় নি। এবার চেষ্টা করে দেখব আমি ও😁😁😁

লিচুর জুস তৈরি করে কখনো খাই নি। আপনি বেশ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। লিচু গুলো বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে।

  ·  2 years ago (edited)

লিচুর জুস খেতে অনেক মজা। জুস তৈরির প্রক্রিয়া অনেক ভালো হয়েছে।