বর্তমানে বাজারমাত করা ফল "লটকন"steemCreated with Sketch.

in hive-131369 •  2 years ago 

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

বর্তমানে বাজারমাত করা ফল "লটকন"

আমাদের সৈয়দপুরের বাজার গুলো দেশীয় ফলে ভরে গেছে৷ প্রত্যেকটি দোকানে আম ও লটকনের সমারোহ। আম এক মাস ধরে বাজারে পাওয়া যাচ্ছে৷ আরও হয়তো এক মাস পাওয়া যেতে পারে৷ তবে এক সপ্তাহ ধরে বাজারমাত করে রাখছে লটকন৷ পাঁচমাথা মোড়েই প্রায় আট-দশটা দোকান বসছে৷ লটকন ভিটামিন-সি সমৃদ্ধ একটি ফল। এই ফলের ভেতরে তিন থেকে পাঁচটি বিচি থাকে৷ এটি কিছুটা টকমিষ্টি স্বাদের হয়ে থাকে৷

20230623_112538.jpg

এ অন্য কোথাও এই রকম ব্যপকহারে বিক্রি হতে দেখি নি। যতটা না সৈয়দপুর শহরে হয়ে থাকে৷ এই ফলের দাম অনেক। এক কেজি লটকন একশো থেকে দেড়শো টাকা৷ দাম যতই হোক না কেন৷ এই ফলের চাহিদা প্রচুর। মানুষ প্রায়ই হাফ কেজি এক কেজি করে বাড়ির জন্য নিয়ে যান৷ এটি আমারও পছন্দের ফল৷ তবে আমি এখন পর্যন্ত কিনি নাই৷ লটকন ঝোপা আকারে গাছে ধরে৷ একটি ঝোপায় দুই থেকে বিষটি লটকন হয়ে থাকে৷ বড় সাইজের লটকন গুলোর দাম একটু বেশিই নেয়৷ এখন দাম কিছুটা বেশি। কিছুদিন পর হয়তো কমবে।

20230623_112536.jpg20230623_112535.jpg

লটকন চাষে প্রচুর লাভ৷ লটকন গাছের তেমন যত্ন নিতে হয় না৷ একটি পূর্ণবয়স্ক লটকন গাছে প্রচুর লটকন ধরে থাকে৷ লটকন গাছ লাগানোর পরের বছর বা দুই বছর থেকেই লটকন ধরতে থাকে। আমার নানিবাড়িতে অনেক গুলো লটকন গাছ রয়েছে৷ তবে নানি বাড়ির ঐদিকে লটকনের অতটা চাহিদা নাই৷ কারণ গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতেই বিভিন্ন ধরনের ফলের গাছ থাকে৷ তারা বাড়ির গাছের ফল খায়৷ বাজার থেকে তেমন একটা ফল কিনেন না৷ কিন্তু শহরে গাছ দেখাই যায় না৷ শুধু উঁচু উচু দালানকোঠা চারিদিকে৷ শহরের মানুষ ফলের চাহিদা পূরনের জন্য বাজারের দিকেই বেশি ছুটে৷ প্রতি মৌসুমে যেই ফলই বাজারে আসুক না কেন৷ যতই দাম হোক না কেন৷ মানুষ ফল কিনবেই৷ এই জন্য শহরে প্রত্যেকটি ফলের চাহিদা বেশি৷ আর ব্যবসায়ীরা এর ফায়দা তোলে৷ বিষ তিরিশ টাকা'র জামও নাকি দুইশত টাকা 🙄।

20230623_112533.jpg20230623_112531.jpg

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লটকন ফল আমার পছন্দের একটি ফল। লটকন আমাদের এই দিকে বর্তমানে কমই দেখা যায়। লটকন ফল খেতে বেশ মজাদার। লকটন ফল নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

ধন্যবাদ

বেশ কয়েকদিন আগে আমি দিনাজপুর রেলওয়ে স্টেশনে এই লটকন দেখতে পেয়েছিলাম।তবে লটকন খাওয়ার সৌভাগ্য আমার কখনো হয়নি। হয়তো ছোটবেলায় খেয়েছিলাম মনে নেই। লটকন সম্পর্কে দারুন লিখেছেন ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ

ভাতিজ লটকন কিনলু নাকি? ভাতিজ ত মেল ফলের জুস বানাইসেন, এলা নয়া ফল দিয়া জুস বানাইবেন নাকি। হামাক একদিন লটকনের জুস বানে খিলান, দোয়া করিম এলা।

এটাট ফির জুস বানান যায় নাকি

আরে তাও বানান

গায়ে মাল না থাকলে রস বেড়াবে কই থেকে

লটকন আমি খাইছি অনেক আগে,লটকন একটু মিষ্টি করে আবার টক করে,লটকন খেতে খুব ভালো লাগে।আমার নানার বাসায় লটকনের গাছ আছে, নানার বাসায় গেলে লটকন খাই আমি।অনেক সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ

লটকন খেতে আমি ভীষণ পছন্দ করি।আগে বাজার থেকে লটকন কিনতাম। এ বছর আমার একটি লটকন গাছে মোটামুটি ভালোই লটকন ধরেছে। লটকন নিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। শুভকামনা রইল

ধন্যবাদ

ভাই লটকন দেখলে আমার জিভে জল এসে যায়। তবে ভাগ্যবশত এ বছর লটকন খাওয়া হয়নি। এবার আমার চোখের সামনে লটকন পড়লে আমি স্বাদ গ্রহণ করব। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ

এ সময় চারদিকে শুধু ফল আর ফল। একটু জায়গা পেলে ই ফল নিয়ে বসে পড়েছে মানুষ বিক্রি করার জন্য।
মাঝে মাঝে এই ফল খেয়ে থাকি। ভালোই লাগে খেতে। ধন্যবাদ আপনাকে ভাই।

ধন্যবাদ

লটকন আমার পছন্দের একটি ফল।এই ফলটি দেখতে যেমন সুন্দর তেমনি এর পুষ্টি গুন ও অনেক । তবে এ বছর লটকন তেমন খাওয়া হয়নি। ধন্যবাদ ভাইয়া লটকন নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

image.png

Thank you

লটকন খেতে আমার খুবই ভালো লাগে। কয়েকদিন আগে দিনাজপুরে গিয়েছিলাম। দেখলাম ব্যাপক হারে লটকন বিক্রি হচ্ছে। লটকনের গাছ আমরা একবার বাসায় লাগিয়েছিলাম। কিন্তু গাছটি হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ

লটকন ফল খেতে অনেক সুস্বাদুু ৷ টক টক ও হালকা মিষ্টি জাতীয় ফল ৷ এটি খেতে অনেক মজাদার একটি ফল ৷ অবশ্য বর্তমান বাজারে এই লটকন ফলের অনেক চাহিদা রয়েছে ৷ সুন্দর একটি পোস্ট লিখেছেন ভাই ধন্যবাদ ৷

ধন্যবাদ

গত পরশু আমার ভাই বাজার থেকে ১ কেজি লটকন কিনে এনেছিল কিন্তু সবগুলে লটকনই ছিল টক🙃। দেশী ফল সিজনে সকলেরই খাওয়া উচিত তাই টক ফলই খেয়েছি। ধন্যবাদ আপনাকে।

অনেক সময় টক হয়৷ কিনার সময় খেয়ে দেখতে হয়।

জি ভাই ঠিক বলেছেন, বর্তমানে বাজারে লটকন ফলের চাহিদা অনেক। খেতে ভালই লাগে। মাঝে মাঝে রেল স্টেশনে বিক্রি করতে দেখা যায়,লটকন ফল। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

বর্তমান লটকন ফল প্রতিটা শহরেই পাওয়া যায়। খুবই উপকারী একটি ফল। তবে টক হওয়ার কারনে সবাই এটা খেতে চায় না।

হ্যা৷ সবসময় টক হয় না৷ আর এই ফল খেয়ে শান্তি পাওয়া যায় না।

লটকন ফলের ভিতরে ভিটাসিন সি প্রচুর পরিমানে থাকে। আমাদের এলাকায় এই ফল ২৩০০ টাকা মন হিসাবে বিক্রি হয়ে থাকে। এই ফলের ভিতরে টক ও মিষ্টি দুই প্রকার স্বাদ পাওয়া যায়। আসলেই ভাই দাম যতই বেশি হউক না কেনো ফল মানুষ কিনবেই।

হ্যা

লটকন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।লটকন অনেক সুসাদু একটি ফল।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই। অসাধারণ হয়েছে পোস্ট। ধন্যবাদ ভাই।

লটকন দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু। ফটোগ্রাফি গুলো অনেক ভালো করেছেন।