আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতাsteemCreated with Sketch.

in hive-131369 •  last year 

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা


Pixabay

আমি ২০১৬ সালেও একজন নাদান বাচ্চা ছিলাম৷ নাদান বাচ্চা বললাম কারণ ঐ সময় আমি শুধু ফেসবুক আর মেসেঞ্জারই চালাতে পারতাম। অন্য কিছু সম্পর্কে অত ধারণা ছিলো না৷ আমার ভাই ২০০৫ সাল থেকে অনলাইনে কাজ করতো৷ আমি করতে পারতাম না৷ আমি কাজ বুঝতামই না। আমি আবার ইংরেজিতে অনেক কাঁচা। আর যে কাজ আমার ভাইয়া করতো ঐগুলোর জন্য ইংরেজিতে দক্ষ হতে হইতো৷

আমার ভাই কাজ করতো আমি দেখতাম৷ ঐ সময় আমার কাছে ৪-৫০০ টাকা অনেক বড় কিছু ছিলো৷ দিন ১০-১৫ টাকা আমার মা আমাকে দিতেন৷ আমি ঐ টাকা পাইলেই সেই খুশি হতাম। প্রতিদিন কেক আর পেডিস খাইতাম 🙂। ২০১৬ সালের শেষের দিকে আমার বড় ভাই আমাকে বললো একটা সোজা কাজ আছে করবি নাকি৷ তো আমি বললাম কি কাজ৷ বললো ক্লীক করবি খালি প্রতিদিন৷ তাহলেই হবে৷ বললো মাসে ১০$ ইনকাম হবে৷ আমি তো মহা খুশি৷ তখন ১০$ মানে ৮০০ টাকা। ২ মাস কাজ করলাম ১.৮$ ইনকাম হইছে৷ ঐ কাজের প্রতি আগ্রহ নাই বললেই চলে৷ পরে একদিন ভাইয়া বললো স্টীমিট নামে একটা ব্লগিং প্লাটফর্ম আছে কাজ করবি নাকি৷ আমি তো দুই মাস ধরে এমনিই অনেক কষ্ট করেও ২০০ টাকাও ইনকাম করতে পারি নাই৷ তো আমার ভাইকে বললাম৷ আচ্ছা করবো৷ ভাইয়া আমাকে স্টীমিট আইডি খুলে দিলো। পোস্ট করার নিয়ম দেখায় দিলো। ভাইয়া ওখানে কিছু দিন কাজ করছিলো৷ তাই পোষ্ট কেমন করে করতে হয় জানতো। পোস্ট করা শুরু করলাম।

কাজ তো কিছুই বুঝি না। কি ধরনের পোস্ট করবো৷ জীবনে এমন কাজ আগে কখনও করিও নাই৷ আমার ভাইয়া আবার নৌবাহিনীতে চাকরি করতো৷ ভাইয়াও চলে গেছে৷ আমি তো বিপাকে পরে গেছি৷ আমি আবার ইন্টারনেট থেকে লেখা কপি করে করে পোস্ট করতাম 😄। এভাবে পোষ্ট করি আর ডাউনভোট দেয়৷ যাও ০.০২-০.০৩$ এর ভোট পরতো৷ সব ডাউনভোট দিয়ে শেষ করে দিত। এতে কাজের প্রতি আগ্রহ কমে যাচ্ছিলো। একদিন একটা বিশাল বড় পোস্ট কপি করলাম৷ তারপর সেটি আমার বলে চালিয়ে দিলাম৷ কিছু চেঞ্জ করছিলাম লেখা গুলো। ঐ পোস্টে কে জানি ১৩০$ এর ভোট দিয়ে গেলো৷ আমি তো এইটা দেখে নিজের চোখকে বিশ্বাসই করতে পারতেছিলাম না৷ কি দেখলাম এইটা। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম৷ তখন মনে হয় রাত ১ টা কি ২ বাজে৷ ভাইয়াকে মেসেজ দিয়ে রাখলাম। ভাইয়া বললো আপাতত আর পোস্ট করিস না। আমার তো চিন্তা পোস্ট তো কপি করছি৷ এটা তো ৭ দিনের মধ্যে ০ করে দিবে৷ ঐ ১ সপ্তাহ আর পোস্ট করি নাই। প্রতিদিন ঢুকে ঢুকে দেখি কি অবস্থা। এরকম করে ৭ দিন পার হয়ে গেলো৷ পে আউট হলো৷ তখন কিভাবে কি করে আমি জানি না৷ তখন মনে হয় অনেক গুলো স্টীম পেয়েছিলাম। এভাবে কাজের আগ্রহ ফিরে পেলাম৷ স্টীমিট নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম৷ প্রায় ১ মাস কাজ করলাম৷ ০.০৩$ এর ভোট দিতো কমেন্ট করলে। ঐটা পাইলেও আমি মহাখুশি৷ এভাবে কাজ করতে থাকলাম৷ আমার কিছু স্টীম জমা হলো৷ ভাইয়া আবার স্টীম দিয়ে এসবিডি কিনে রাখছিলো৷ কাজ করতেছি। হঠাৎ একদিন মাঠে ক্রীকেট খেলতেছি৷ ভাইয়া কল দিয়ে বলতেছে৷ তোর কয়েন এর দাম তো অনেক বাড়ছে৷ আমাকে বললো ৮০০০ টাকা তোকে পাঠাচ্ছি৷ আমি ভাই ঐ সময় কি বললো ভাষায় খুঁজে পাচ্ছিলাম না৷ যে আমি ৪০০-৫০০ টাকা জন্য মায়ের কাছে কান্নাকাটি করতাম। সেখানে ৮০০০ টাকা ভাবা যায়। ভাইয়া টাকা দিলো৷ আমি ঐটা আমার মাকে দিয়ে দিলাম৷ এভাবে কাজ করতে থাকলাম ২-৩ মাস করে আমার প্রায় ২ লাখ টাকার মত হয়ে গেলো৷ তখন আমি অনেক কিছু বুজে গেছিলাম কিভাবে কাজ করলে এখানে উপার্জন করা যায়৷ এমনও দিন গেছে একদিনে ২৫০০০ টাকা উপার্জন করছিলাম৷


Source

তখন থেকে আজ পর্যন্ত আমি স্টীমিটে কাজ করতেছি৷ মাঝখানে কিছুদিন হাইভে কাজ করেছিলাম৷ পরে আবার স্টীমিটে ফিরে আসছি৷ এখান থেকে আমার অনলাইন জগতের উপার্জন শুরু৷ তাই আমি এই প্লাটফর্মকে ভুলতে পারি না৷ স্টীমিট প্লাটফর্মকে হয়তো আপনারা নগন্য ভাবতেছেন। তবে এটা একটা জাদুর খনি৷ কাজ করলেই বুঝতে পারবেন৷ এখন হয়তো বুঝে আসবে না। কারণ স্টীমের দাম অনেক কম তাই। এসবিডি এখন দেয় না। এমন কোন প্লাটফর্ম আপনি দেখাতে পারবেন মা। যেখানে ৩ টা কয়েন দেয়৷ বর্তমানে স্টীম ও টিআরএক্স দিচ্ছে৷ কিছুদিন পর এসবিডি দেওয়া শুরু করবে৷

আসলে বিন্দু বিন্দু জল দিয়ে সাগর তৈরি হয়৷ এটা আমরা ভুলে গেছি। একবারে পাওয়া জিনিস কখনও থাকে না৷ এখন যদি আপনাকে কেউ বলে এখানে কাজ করেন মাস ২০০০০ টাকা দিবো৷ আপনি দৌড়ায় সেখানে চলে যাবেন৷ সেখানে কাজ করা শুরু করলেন৷ মাস শেষে আপনাকে বলবো আপনি আরও এক মাস কাজ করেন৷ একবারে টাকা দেওয়া হবে৷ আপনার টাকা জমা থাকলো৷ এভাবে ১ বছর কাজ করে দেখলেন সেই সাইট উধাও হয়ে গেলো 😄। মানে ১ বছর বৃথা পরিশ্রম করলেন৷ এখানে হয়তো অর্থ কম পাওয়া যায়৷ কিন্তু সেই অর্থ আমরা আমাদের কাছে নিতে পারতেছি৷ কোম্পানি রেখে দিচ্ছেন না নিজের কাছে৷ এখন থেকে অল্প অল্প করে কাজ করে স্টীম জমাতে থাকুন৷ কাজ ভালো করে শিখুন৷ এক সময় মাস আপনাদের ৫০০০০ বা ১০০০০০ টাকা ইনকাম হবে৷ সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন।


Pixabay

আমি শুরুতে ৫০০ টাকা পাইলে কাজ করতে আগ্রহী ছিলাম৷ আমাকে যদি মাস কেউ ৫০০ টাকা দিতো৷ আমি হয়তো ১-২ বছর ঐ ভাবে কাজ করতাম৷ কারণ তখন আমার কাছে ৫০০ টাকাই অনেক ছিলো৷ আপনারা যারা নতুন কাজে ঢুকতেছেন৷ আপনারা তো তাও ১৫০০-২০০০ টাকা মাস ইনকাম করতে পারতেছেন৷ আর কিছুদিন অপেক্ষা ১ স্টীম ১৫০-২০০ টাকা হয়ে যাবে। সাপোর্ট যেমনই আসুক না কেন৷ ধৈর্য ধরে কাজ করুন৷ অবহেলা করিয়েন না৷ আপনি কাজ না করলে আপনার ক্ষতি৷ আমি খাইলে আপনার পেট ভরবে না। কথাটা মাথায় রাখবেন৷ আমি প্রায় ৬-৭ বছর ধরে স্টীমিটে কাজ করতেছি৷ অবশ্যই এখান থেকে আমি বেনিফিট পাইতেছি৷ আমার অবস্থান তৈরি করতে ৬-৭ বছর সময় লাগছে৷ তাহলে আপনারা কিভাবে ৪-৫ মাসে এসে আমার জায়গায় আসতে পারবেন। কাজ শিখুন ভালো করে অবশ্যই একদিন আমার থেকে উপরে উঠে যাবেন ইনশাআল্লাহ।

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি ধৈর্য ধরে কাজ করছেন বলে সফলতা অর্জন করতে পেরেছেন। আর এখনও এই কাজের প্রতি বিশ্বাস আছে বলেই সঠিকভাবে সততার সাথে কাজ করে যাচ্ছেন। জীবনে ভালো কিছু করেন এই কামনায় করি।

ধৈর্য ছাড়া কিছুই হয় না

আপনি আপনার জীবনে অনেক পরিশ্রম করে এই অভিজ্ঞতা গুলো অর্জন করেছেন। আপনার সম্পূর্ণ পোস্টটি পড়ে আমি যা বুঝতে পারলাম সবকিছু একদিনে হয় না। খুব সময় লাগে ধৈর্য ধরে কাজ করলে সবাই এই জায়গায় আসতে পারবে। এটি আমি বিশ্বাস করি। আপনি বেশ ধৈর্যশীল একজন মানুষ। আপনার একদিনে ওই আট হাজার টাকা পাওয়ার কথাটি শুনে আমারও বেশ ভালো লাগছে। আসলে ওই সময়ে ৮ হাজার টাকা অনেক বড় ব্যাপার ছিল। আপনি এই জগতে একজন বেশ বুদ্ধিমান মানুষ। আমরা আপনাকে ফলো করি এবং আপনার মত হওয়ার চেষ্টা করি। আপনার সহযোগিতার মাধ্যমে আমরা উপরে ওঠার চেষ্টা করছি। আশা করি আমরা কোন সময় এরকম ভালো কিছু করতে পারবো। এবং অনেক জ্ঞান অর্জন করতে পারব। এই বিষয়ে এরকম অভিজ্ঞতা আমারও হয়েছে আমিও কিছু টাকা বাহির করেছিলাম যা আমার কাজে এসেছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিষয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি এগুলো আমাদের সবার জীবনে কাজে লাগবে।

হ্যা

অনেকটা আর এমি দাদার কাহিনীর মত আপনার কাহিনী।মূল কথা হলো ভাই ধৈর্য। ধৈর্য ছাড়া এখানে টিকা খুব মুশকিল।আমার এখনো মনে আছে আমি যখন প্রথমে এই প্লাটফর্মে ঢুকি তখন আপনি আমাকে অনেক গাইডলাইন দিয়েছিলেন কেমন করে এখানে ভালো করা যায় সে বিষয়ে আমাকে শিখিয়েছিলেন। সজীব ভাই সজল ভাই আমাকে অনেক গাইডলাইন দিয়েছিলেন তারা সব সময় আমার পাশে ছিলেন ।আমারও কাজের প্রতি অনেকটা আগ্রহ ছিল। আমার বন্ধু শিহাব সে আমাকে প্রথম এই প্লাটফর্ম সম্পর্কে জানায় আমি তার কাছে কৃতজ্ঞ। আপনার মত rme দাদার একটি পোস্ট পড়েছিলাম সেখানে তিনি তার উঠে আসার গল্প লিখেছিলেন। সেম আপনার মতোই কাহিনী তার। অনেক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। অবশ্য আপনার এই কথাগুলো আমি আগেও শুনেছি আপনার মুখে। আপনার এই কথাগুলো আমাদেরকে আরো অনুপ্রেরণা জাগায় সামনে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।

❤️

আপনার প্রথম অনলাইনের ইনকামের অভিজ্ঞতা নিয়ে দারুন উপস্থাপন করেছেন ভাই।পরিশ্রম সফলতা অর্জনের চাবিকাঠি আপনি সেটা প্রমান করে দিয়েছেন ভাই, ধৈর্য ধরে কাজ করেছেন বলেই আপনি সফল। জীবনের প্রতিটি কাজ ধৈর্য ধরে করতে হয়। ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবেই। আপনি এখন আমাদের অনুপ্রেরণা হয়ে গেছেন ভাই। তাড়াহুড়া করে কোন কিছু হয় না, কোন কিছু অর্জন করতে হলে তার পিছনে লেগে থাকতে হয়। মেধা শ্রম অধ্যবসায়ের ফলেই সফলতা অর্জন করা সম্ভব । তবে এই অনলাইন জগতে আমি একদমই নতুন, কিছুই পারি না বললেই চলে। তবে আপনারা যথেষ্ট হেল্পফুল মানুষ। আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম ভাই। ধৈর্য ধরে টিকে থাকতে পারলেই জীবন সফল। অসংখ্য ধন্যবাদ ভাই অনুপ্রেরণামূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা ও শুভকামনা রইলো।

🙂

১৩০$ এর ভোট দিয়ে গেলো৷ আমি তো এইটা দেখে নিজের চোখকে বিশ্বাসই করতে পারতেছিলাম না৷

ঠিক একই অবস্থা আমারও হয়েছিল। যখন প্রথম পোস্টে আপভোট পেয়েছিলাম তখন যে পরিমাণ আনন্দ পেয়েছিলাম তা বলার বাইরে। তখন পোস্ট করার এমন একটা নেশা ছিল যে দিনরাত কিছু বুঝতাম না শুধু পোস্ট করে যেতাম। আর সব সময় চেক করতাম যে কখন আপ ভোট দেয়। আর যখন দেখতাম ভোট পরছে তখন কি যে আনন্দ পেতাম তা বলার বাইরে। অনেক সুন্দর একটা পোস্ট করেছেন ভাই স্মৃতিগুলো মনে পড়ে অনেক আনন্দ লাগলো। ধন্যবাদ আপনাকে

🙂

আপনি একজন ভালো মানের মোটিভেট রাইটার ভাইয়া। আপনার জীবনের ইনকামের পথটা এতো সহজ ছিলো না। আপনার থেকে অনুপ্রাণিত হওয়া উচিত। অনেক পরিশ্রম করেছেন ২-৩ মাসে কিছুই পান নাই তবুও হাল ছাড়েন নি। কিন্তু আমরা ১০-১৫ দিন ভোট না পেলেই কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। আমি নিজেই আমার কাজ কমাই দেই 😃। আপনি আমাদের ভবিষ্যতের চিন্তা করতেছেন দেখে অনেক ভালো লাগল। আশা করি আমরাও ৫০০০০-১০০০০০ টাকা ইনকাম করতে পারবো ভাই।

অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। আপনি ২০১৬ সাল থেকেই স্টিমিট এ কাজ করতেছেন যেটা শুনে খুব ভালো লাগলো। আপনি প্রতিটি দিনশেষে আপনার ইনকাম গুলো আমাদের সমাজে তুলে ধরেছেন যা আমাদের সকলের জন্য বিরাট অনুপ্রেরণার বিষয়। আপনার এই অনুপ্রেরণার বিষয়টিকে মাথায় রেখে যতদিন সম্ভব হয় আমি কাজ করে যাব ইনশাল্লাহ । আপনার সম্পূর্ণ পোস্টটি পড়ে আমার অনেক ভালো লাগলো ভাই। আপনার অনলাইনে কাজ করার সম্পূর্ণ ঘটনা গুলো ও অনুভূতিগুলো আমাদের সাথে এত সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার প্রথম অনলাইনে উপার্জন নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। একদিনের ২৫০০০ টাকা ইনকাম করেছেন শুনে অবাক হলাম। আর ২-৩ মাসে ২ লাখ টাকা ইনকাম করেছেন এটা শুনেও অবাক হলাম। আপনার ভাইয়ের হাত ধরেই এতোদুর আসতে পারছেন। আমি মনে হয় ২০১৭ কি ২০১৮ সাল থেকে বিভিন্ন এপস রেফার করে প্রথম টাকা উপার্জন করেছিলাম।