Of course there is an end to patience. Why did I say this? If you are patient, you will definitely get a good result. We all know this. In fact, today I am going to say something about myself. I hope you will understand if you read this post.
How are you all? I hope you are all well. I am Mamun and many of you know that I am an expatriate worker. We are day laborers.
You all know that for more than two years now, the world has been in a lot of danger due to this corona. People all over the world are in a lot of danger.
In fact, we haven't had a shortage for so long because we've been able to do less work during the Karna epidemic, which means we haven't had much of a problem running the family, but we haven't had any work for four long months. I think it's over.
This is the project manager of the building site where we work in the company where we work today.
But in fact, he is not so sure how long the work will not continue, then he realizes that if everyone here is a day laborer, if they do not work, then the problem is, so he came today and told me to keep working as long as possible.
So in fact, after hearing this, I feel very happy that I will be able to get back to work after so long. I have been lying at home for so long and I have become so lazy that there is no end to laziness.
Even then, there is nothing to do. If you don't work, there is no way. If you don't work, everyone will pray that work doesn't stop today. In this way, work will continue. One day I don't work, the body matches a lot.
When I passed, my friends were saying that for these four months we have been patient but for which we have got the result of patience today. In fact, this is what I was saying today. I hope you like it and of course you will pray that our body is healthy and we are fine. I can work.
I wish you all good health. Thank you
Bangla
অবশ্যই ধৈর্যের একটা শেষ আছে কেন বললাম এই কথাটি ধৈর্য ধরে থাকলে অবশ্যই একটা ভালো ফলাফল পাওয়া যায় এটা আমরা সবাই জানি আসলে আজকে আমি আমার নিজের বিষয়ে কিছু বলতে চলেছি আপনাদের মাঝে আশা করি আপনারা পোস্টটি পড়লে বুঝতে পারবেন।
সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমি মামুন এবং আপনারা অনেকেই জানেন আমি একজন প্রবাসী শ্রমিক আমরা দিনমজুর এককথায় বলতে গেলে যদি একদিন কাজ না করি তাহলে এক হিসাবে খাওয়া-দাওয়ার অনেক সমস্যা হয় একথা বলতে পারেন আমাদের কাজের ওপর আমাদের সংসার আমাদের পরিবার চলে।
আপনারা সবাই জানেন দীর্ঘ দুই বছরেরও বেশি ধরে এই করোনার তাণ্ডবে সারা পৃথিবী অনেক বিপদ গ্রস্থ সারা পৃথিবীর মানুষ অনেক বিপদ গ্রস্থ যারা সাধারণভাবে শ্রমিক ও দিনমজুর তাদের দিক থেকে খুব বেশি সমস্যা।
আসলে এতদিন খুব একটা অভাবগ্রস্ত হয়নি কারণ এ করণা মহামারীর সময় আমরা কমবেশি কাজ করতে পেরেছি যার জন্য দেখা যায় সংসার চালানোর দিক থেকেও খুব একটা অসুবিধা হয়নি কিন্তু দীর্ঘ চার মাস ধরে আমাদের কোন কাজ কাম নেই চার মাস ধরেই আমরা ঘরে বসে আছি এবং আজকে সেই বসে থাকার মনে হয় অবসান হলো।
এইতো আজকে আমাদের যে কোম্পানিতে আমরা কাজ করি যে বিল্ডিং সাইটের কাজ করি সেই বিল্ডিং সাইটের যে প্রজেক্ট ম্যানেজার সে এসে সবার উদ্দেশ্যে বলল কালকে থেকে তোমরা কাজে উঠব কালকে থেকে আবার কাজ চালু হবে।
কিন্তু আসলে সে অতটা সিওর নয় যে কতদিন কাজ চালু থাকবে না বন্ধ হবে তারপর সেই বোঝে যে সবাই এখানে দিনমজুর তারা যদি কাজ না করে তাহলে সমস্যা তাই তো আজকে এসে বলল যতদিন কাজ হয় হোক করতে থাকুন।
তো আসলে এটা শোনার পরে অনেকটাই আনন্দিত অনুভব করছি যে এতদিন পর আবার কাজে উঠতে পারব এতদিন ঘরে শুয়ে বসে আসলে অনেক অলস হয়ে পড়েছি যে অলস এর কোনো শেষ সীমানা নেই এক কথায় বলতে গেলে কালকে কাজে গিয়ে কতটা কষ্ট হবে সেটা ভেবেই ঘুম আসছে না আজকে।
তারপরও কিছু করার নেই কাজ তো করতেই হবে কাজ না করলে উপায় নাই তো সবাই দোয়া করবেন যেন আজ কাজ বন্ধ না হয় এভাবে যেন কাজ চলতে থাকে আসলে আমরা যারা প্রবাসী আছি তারা একদিন কাজ না করলে শরীরের দিক থেকেও অনেক সমস্যা দেখা যাবে কারণ আমাদের কাজের শরিক যদি একদিন কাজ না করি শরীরটা অনেক ম্যাচ ম্যাচ করে।
পাস হলে বন্ধুরা এটাই বলছিলাম যে এই চার মাস ধরে আমরা কিন্তু ধর্য্য ধরে ছিলাম যার জন্য আজকে ধৈর্য সেই ফলটা পেয়েছি তো আসলে এটাই আজকে বলার ছিল আমার সম্বন্ধে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমাদের শরীর সুস্থ থাকে এবং আমরা যেন ঠিকভাবে কাজ কাম করতে পারি।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি ধন্যবাদ