Bismillahir Rahmanir Rahim
Assalamu Alaikum
My new song Sonai Hai Haire Bangla Song.
Link :-
কেহ লইলো আতর লোবান,
কেহ লইলো জল।
কেহ লইলো বরই পাতা,
কেহ লইলো পরীরে।
সোনাই হায় হায়রে,
সোনাই হায় হায়রে.....
হায় হায় রে,
সোনাই হায় হায়রে।
ফুল কান্দে,পাখি কান্দে
কান্দে গাঙ্গের পার।
কান্দিয়া কান্দিয়া সোনাই
হইলো জারে জার।
সোনাই হায় হায়রে,
সোনাই হায় হায়রে,....
হায় হায় রে,
সোনাই হায় হায়রে।
বাবাই দিলো কন্যা রেকা,
শুশুর দিলো মাটি।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
মাটি ছুয়ে খাটি।
সোনাই হায় হায়রে,
সোনাই হায় হায়রে....
হায় হায় রে...
সোনাই হায় হায়রে।
thanke you all