The lyrics of the song
খোলা জানালায় প্রতিটি বিকেলে
মেয়েটি দেখি আমি থাকে দাড়িয়ে
দারুন চোখ তার একটু তাকালে
উদাসী হয়ে যেন যাই হারিয়ে
কেন তাকে আমার এত লাগে ভাল
পারছিনা শুধু জানাতে
ও মেয়ে কি আমার বন্ধু হবে
ও মেয়ে কি আমায় ভালবাসবে
আমার দিকে সে যখন তাকায়
বুকেতে যেন বিদ্যুৎ চমকায়
আলোকিত এই মন তোমাকেই
প্রয়োজন জানিনা বলব কবে
অচেনা মেয়েটির নাম জানিনা
কখনো হয়নি জানা শুনা
অনুভূতি গীতিময়
আশা মনে জেগে রয়
পরিচয় হবে উৎসবে
ও মেয়ে কি আমার বন্ধু হবে
ও মেয়ে কি আমায় ভালবাসবে
𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖
Email- [email protected]