MUSIC FOR STEEM- "Tui Chirodin" Cover By @roy.sajib

in hive-137433 •  4 years ago 

Hello Music Lovers,,
Greetings to all of you.. Hope you are doing extremely good during this Pandemic.

Today I'm singing a song called "Tui Chirodin" by Anupam Roy. One of my most favorite song. Anupam Roy is the true legend in the bangla music industry. He is very much popular in West Bengal in India and BANGLADESH also.
I've tried my best.
Hope all of you will enjoy it a lot. ,😊

Here is the link.

Lyrics are given below:

তুই চিরদিন
তোর দরজা খুলে থাকিস,
অবাধ আনাগোনার
হিসেব কেন রাখিস?

সাক্ষাৎ আলাদিন
তোর প্রদীপ ভরা জ্বীনে,
কেন‌ খুঁজতে যাস আমায়
সাজানো ম্যাগাজিনে?

কোন বালিশে ঘুম
কোন দেওয়ালে মশারী,
কোন ফেনায় কম সাবান
কোন ছুরিতে তরকারী।

যাচ্ছে চলে যাক
তবু ময়লা পেল কলার,
আলতো রাখছে হাত
হয়তো অন্য কথা বলার।

তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি,
আমাকে খুঁজে দে জল ফড়িং।

ভেজা রেলগাড়ি
হয়তো সবুজ ছুঁয়ে ফেলে,
আর সারাটা পথ
ভীষন খামখেয়ালে চলে,

তারপর বেরোয় মেঘ
আর তারায় ভরা স্টেশান,
একটু থামতে চায়
প্রেমিকের ইন্সপিরেশন।

তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি

তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,

তোকে আলোর আলপিন দিতে পারি

তোকে বসন্তের দিন দিতে পারি,

আমাকে খুঁজে দে জল ফড়িং

আমাকে খুঁজে দে জল ফড়িং

আমাকে খুঁজে দে জল ফড়িং।

Please pardon my mistakes. All of your votes and comment will encourage me to sing more later.
@musicforsteem & @steemcurator01 a special thanks to you for supporting us as always. ❤️ U 🎸🎶🎵. Hope you all will encourage my new rendition. ❤️

And @musicforsteem you don't even know how much we are enjoying this amazing platform. Thanks a lot for this wonderful concept. Though I can't sing but I love music dear. Wish you all the best @musicforsteem.

Saty with music. Happy Steem. ❤️

Regards
@roy.sajib

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

very good