# Golden বাংলাদেশ কমিউনিটি যাত্রা শুরু || Golden Bangladesh Community Journey Begins ||

in hive-138274 •  3 years ago  (edited)

আসসালামুয়ালাইকুম বন্ধুগণ,

সকলে কেমন আছেন, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি আমার Golden বাংলাদেশ Community প্রথম পোস্ট করতে যাচ্ছি।

আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম Steemit এ অনেক ধরনের কমিউনিটি রয়েছে ভাষা ভিত্তিক, বিষয়ভিত্তিক, দেশভিত্তিক, বিভিন্ন ধরনের কমিউনিটি রয়েছে। কিন্তু এমন কোন কমিউনিটি নেই যেখানে সব ভাষাতেই ব্লগিং করা যায়।
এবং সেই উদ্দেশ্যেই আমার এই গোল্ডেন বাংলাদেশ কমিউনিটি খোলা।

Translation:-
I thought a lot and saw that there are many types of communities in Steemit. There are language based, subject based, country based, different types of communities. But there is no community where blogging can be done in all languages.
And that is why I opened this Golden Bangladesh community.

maxresdefault.jpg

Steemit এ অনেক ধরনের community আছে:-

যেমন কোন এক দেশকে নিয়ে, কোন ভাষাকে নিয়ে, কিংবা কোন বিষয় নিয়ে, এমন অনেক ধরনের কমিউনিটি Steemit এ রয়েছে। কিন্তু বাংলা এবং অন্য ভাষা উভয়কে নিয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট কমিউনিটি এখন পর্যন্ত নেই । তাই আমার পক্ষ থেকে এই কমিউনিটি । বাংলা ভাষায় কিংবা অন্য কোন ভাষায় যাঁরা নিয়মিত লেখালেখি করেন তাঁদের decentralized ব্লগিং প্ল্যাটফর্মে আনা, তাঁদেরকে সহযোগিতা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য । তাঁদের মুল্যবান লেখালেখিতে আমাদের এই ব্লগ পরিপূর্ণ হয়ে উঠুক এটাই আমাদের একান্ত কাম্য, ধন্যবাদ ।

Rules

১. আপনি যেকোনো ভাষায় এখানে লিখতে পারেন । কিন্তু এখানে কোন ধরনের কপিরাইটযুক্ত ছবি কিংবা কারো থেকে লেখা কপি করে পোস্ট করলে তাকে মিউট করে দেওয়া হবে।----You can write in any language here. But if you post any kind of copyrighted picture or copy from someone here, he will be muted.

২. শুধুমাত্র নিজের লেখাই এখানে শেয়ার করা যাবে, অন্যের লেখা শেয়ার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।----Only your own writing can be shared here, sharing the writing of others is completely forbidden.

৩. কী কী এখানে শেয়ার করা যাবে ? বাংলা আর্টিকেল, রেসিপি, ভ্রমণ, ফোটোগ্রাফি, সব রকম ক্রিয়েটিভ রাইটিং (গল্প,কবিতা,ছড়া), ভিডিও , আর্ট , মিউজিক ইত্যাদি ।---What can be shared here? Bengali articles, recipes, travel, photography, all kinds of creative writing (stories, poems, rhymes), videos, art, music, etc.

৪. ধর্ম ও রাজনীতি বিষয়ের উপর লেখা curation এর জন্য উপেক্ষা করা হবে ।----Written on religion and politics will be ignored for curation.

৫. স্প্যামিং করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।----Spamming is strictly forbidden.

Cc:-

@steemcurator01
@steemcurator02
@steemcurator04
@steemcurator07
@hive-123924
@cryptokannon
@goodhello.aaa
@angma
@greece-lover
@steem.skillshare
@bangladesh.com

আপনাদের সকলকে আমার এই নতুন কমিউনিটিতে স্বাগতম জানাই। আশা করছি আমার কমিউনিটি ভবিষ্যতের জন্য অনেক ভালো করবে।---Welcome to my new community. Hopefully my community will do much better for the future.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া একটি ভোট দিয়ে যান প্লিজ,
Brother, please go with a vote,