The present time is called the best age of technology, meaning our life has become more colorful and enjoyable due to advanced versions and modern devices. But are we able to hold on to this joy in all cases? Or in some cases the availability of technology based devices is becoming a cause of loss for us? Think about it, a lot of things will come to you.
বর্তমান সময়কে বলা হয় প্রযুক্তির সেরা যুগ, মানে উন্নত সংস্করন এবং আধুনিক ডিভাইসের কারনে আমাদের জীবন আরো বেশী আনন্দময় এবং উপভোগ্য হয়ে উঠেছে। কিন্তু সকল ক্ষেত্রে কি আমরা এই আনন্দ ধরে রাখতে পারছি? নাকি কিছু কিছু ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর ডিভাইসের সহজলভ্যতা আমাদের জন্য ক্ষতির কারন হয়ে দাঁড়াচ্ছে? বিষয়টি চিন্তা করে দেখুন, অনেক কিছুই সম্মুখে এসে যাবে আপনার।
Unfortunately I have seen some people have different perspectives, they never think about the depth of the matter, but are causing harm to their own child in order to get some temporary benefit. If you try a little, you will understand the matter. If for some reason the child is bothering the parents, then the parents are handing over the mobile phone to the child or giving him a chance to play games on the mobile.
দুর্ভাগ্যজনকভাবে আমি কিছু মানুষের ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি দেখেছি, তারা বিষয়টির গভীরতা নিয়ে কখনো চিন্তা করেন না, বরং সাময়িক কিছু সুবিধা প্রাপ্তির নিমিত্তে নিজের সন্তানের ক্ষতির কারন তৈরী করছেন। একটু চেষ্ট করলে বিষয়টি আপনিও বুঝতে পারবেন। কোন কারনে বাচ্চা বাবা-মাকে বিরক্ত করছেন, তখন সেই বাবা-মা বাচ্চার বিরক্তি হতে বাঁচার জন্য তার হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছেন কিংবা তাকে মোবাইলে গেম খেলার সুযোগ দিচ্ছেন।
Perhaps those parents were temporarily spared the child's annoyance. But not thinking about where the matter is going. Maybe playing games on mobile has changed the child's mind but he has developed a new habit. He will then try to annoy his parents even more to play the game.
হয়তো সেই বাবা-মা সাময়িক সময়ের জন্য বাচ্চার বিরক্তির হাত হতে রক্ষা পেলেন। কিন্তু বিষয়টি কোন দিকে যাচ্ছে, সেটা নিয়ে চিন্তা করছেন না। হয়তো মোবাইলে গেম খেলার মাধ্যমে সন্তান অন্য মনস্ক হয়ে গেলো কিন্তু তার নতুন একটি অভ্যেস তৈরী হয়ে গেলো। এরপর সে গেম খেলার জন্য আরো বেশী পরিমানে বাবা-মাকে বিরক্ত করার চেষ্টা করবেন।
However, the main purpose of my writing is game addiction, which parents are unknowingly pushing their child towards that addiction. Moreover, with the advent of technology, the game market in the world is growing every day and children are leaning towards these games the most. It is said that children's addiction to this game is sadly more frightening than drug addiction. So we should try to keep children away from this harmful thing now.
যাইহোক, আমার লেখার মূল উদ্দেশ্য হলো গেম আসক্তি, যেটা বাবা-মা অজান্তেই সন্তানকে সেই আসক্তির দিকে ঠেলে দিচ্ছেন। তাছাড়া প্রযুক্তির কল্যানে প্রতিদিন বিশ্বে গেমের বাজার বৃদ্ধি পাচ্ছে এবং এই সকল গেমের দিকে সবচেয়ে বেশী পরিমানে ঝুকছে শিশুরা। বলা হচ্ছে শিশুদের এই গেমের প্রতি আসক্তি, দুঃখজনকভাবে মাদকাসক্তির আসক্তি হতে বেশী ভয়াবহ। সুতরাং আমাদের এখনই উচিত শিশুদের এই ক্ষতিকর বিষয়টি হতে দূরে রাখার চেষ্টা করা।
Either way, maybe your child is addicted to games. So now how to overcome your child's addiction to playing games. Here are some of the ways:
যেভাবেই হোক, হয়তো গেমের প্রতি আপনার সন্তানের আসক্তি তৈরী হয়ে গেছে। সুতরাং এখন কিভাবে আপনার সন্তানের গেম খেলার প্রতি এই আসক্তি দূর করবেন। তার কিছু উপায় আলোচনা করা হলো—
First, whenever your child tries to annoy you, try to manage him or her in a different way, not mobile or games. See children are passionate and like different tastes. So try something new with him, where he will find differences. Where he will have the opportunity to enjoy. Try to teach her something new so that she can enjoy the time differently.
প্রথমত, যখনই আপনার সন্তান বিরক্ত করার চেষ্টা করবে, তখন মোবইল কিংবা গেম না বরং তাকে অন্যরকম ভাবে ম্যানেজ করার চেষ্টা করুন। দেখুন শিশুরা আবেগপ্রবন এবং ভিন্নরকম স্বাদ পছন্দ করে। সুতরাং তাকে নিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন, যেখানে সে ভিন্নতা খুজে পাবে। যেখানে সে আনন্দ উপভোগ করার সুযোগ পাবে। নতুন কিছু শেখানোর চেষ্টা করুন, যাতে সে ভিন্নভাবে সময় উপভোগ করতে পারে।
Second, give your child the gift of new books, build his interest in reading books by different authors. Then he will find differences and new tastes in reading books. Remember that children try to repeat the same thing over and over again. Moreover books can greatly increase the amount of knowledge of children, which will be more effective for him.
দ্বিতীয়ত, আপনার সন্তানকে নতুন নতুন বই উপহার দিন, বিভিন্ন লেখকের বই পড়ার প্রতি তার আগ্রহ তৈরী করুন। তাহলে সে বই পড়ার মাঝে ভিন্নতা এবং নতুন স্বাদ খুজে পাবেন। মনে রাখতে হবে শিশুরা যেখানে নতুন কিছুর স্বাদ খুজে পান, সেই বিষয়টি বার বার করার চেষ্টা করেন। তাছাড়া বই শিশুদের জ্ঞানের পরিমান দারুনভাবে বৃদ্ধি করতে পারে, যা তার জন্য আরো বেশী কার্যকর হবে।
Third, never allow children to be alone for long periods of time, as they may develop negative attitudes during this period of loneliness, allowing them to accept this loneliness differently. So try to engage him in creative work, so that he can try to use both time and opportunity differently. So we need to take proper care of them at all times so that they do not feel alone.
তৃতীয়ত, শিশুদের কখনো বেশী সময় একা থাকতে দিবেন না, তাহলে তাদের এই একাকিত্বের সময়ের মাঝে নেতিবাচক মনোভাব তৈরী হতে পারে, তারা নিজেদের এই একাকিত্বকে ভিন্নভাবে গ্রহন করতে পারে। সুতরাং তাকে সৃজনশীল কাজে যুক্ত করার চেষ্টা করুন, যাতে সে সময় ও সুযোগ দুটোরই ভিন্ন ব্যবহার করার চেষ্টা করতে পারে। সুতরাং আমাদের সব সময় তাদের প্রতি সঠিক যত্ম এবং দৃষ্টি রাখতে হবে যাতে তারা নিজেদের একা না ভাবেন।
Maybe it's not so easy, I know it's not easy to keep children away from anything or get rid of addiction. But we need to take the matter lightly, not hard, and continue our efforts. Remember that if you think things are difficult at the beginning, it will become more difficult.
হয়তো বিষয়টি এতো সহজে নাও হতে পারে, আমি জানি শিশুদের কোন বিষয় হতে দূরে রাখা কিংবা আসক্তি দূর করা খুব সহজ বিষয় না। কিন্তু আমাদের বিষয়টিকে কঠিনভাবে না নিয়ে সাভাবিকভাবে নিতে হবে এবং আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মনে রাখবেন শুরুতেই বিষয়টি আপনি কঠিন ভাবলে তা আরো বেশী কঠিন হয়ে উঠবে।
Thanks all for visiting my reading my writing.
Tania Akter
Admin, Steem Health Community
JOIN US ON DISCORD
SUBSCRIBE TO THE STEEM HEALTH COMMUNITY HERE
Fllow Me On Other Sides
Twitter Promo Link-
https://twitter.com/SavarTania/status/1385525502350225411
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit