আমি একজন অবসর প্রাপ্ত চাকরিজীবি৷ আমার চাকরি শেষ হয়েছে এই বছরে৷ এখন আমি ঢাকায় অবস্থান করছি সহ পরিবার নিয়ে৷ সারাদিন বিভিন্ন কাজ নিয়ে আমার সময় পার হয়৷ আমি কাজ করতে বই পড়তে ভালোবাসি৷ আমার দুই ছেলে মেয়ে৷ আমার সারা দিন সুয়ে বসে কাজ করে পার হয়৷
সকালে উঠে ফজরের নামাজ আদায় করা৷ দুপুরে যোহরের নামাজ আদায় করা৷ বিকালে আছরের নামাজ আদায় করা৷ সন্ধ্যায় মাগরীবের নামাজ আদায় করা৷ ডাতে এশার নামাজ আদায় করাই আমার কাজ। প্রতিদিন কুরআন তিলওয়াত করি।
বয়স কম হয় নাই৷ এখন জীবনের শেষ মুহুর্ত চলে আসছে৷ সারাজীবন অক্লান্ত পরিশ্রম করে এখন বৃদ্ধ বয়সে অবসরে আছি৷ এটাই জীবন। মেনে নিতেই হবে৷ সময় এক জায়গায় থেমে থাকে না কখনও।