আমার সকাল শুরু হয় আল্লাহর নাম নিয়ে৷ সকালে ঘুম থেকে উঠেই ফজরের নামাজ আদায় করি৷ সকালের আবহাওয়া শরীরের জন্য অনেক ভালো৷ সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর ও মন দুটোই ফ্রেশ থাকে৷ আমি প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠি৷ বয়স হয়ে গেছে এখন দেরি করে ঘুম থেকে উঠলে কেমন জানি লাগে৷ ঘুম থেকে বাড়ির কাজ করি৷
বউকে বাড়ির কাজে সহযোগিতা করি৷ আমার বউ সেলাইমেশিন চালাতে পারেন৷ তাই সে ব্যস্থ থাকে প্রায় সময়৷ আমি তাকে বাড়ির কাজে সাহায্য করে থাকি। আগে থেকে আমি এটি করি৷ বর্তমানে অবসর সময় পার করতেছি৷ তাই এখন আরও খেয়াল রাখি।
দুপুরে গোসল করে যোহরের নামাজ আদায় করি৷ এর পর দুপুরের খাবার সবাইকে নিয়ে খাই৷ তার পর শুয়ে বিশ্রাম নেই৷ আমি শারীরিক ভাবে অসুস্থ। বয়স হয়ে গেলে এমন হয় এটাই স্বাভাবিক।
বিকালে আছরের নামাজ আদায় করি৷ এরপর চা নাস্তা খাই টিভি দেখি৷ এভাবে সময় পার হয়। আমি প্রায় সময় বাড়িতেই থাকি৷ বাইরে খুব একটা যাই না।
সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করি৷ এর পর টিভিতে খবর দেখি হয়তো তা নাহলে অন্য কাজ করি৷ রাতে এশার নামাজ আদায় করি। রাতে সবার সাথে রাতের খাবার খেয়ে দ্রুত ঘুমিয়ে পরি।