My town 10 pictures || 28march 2021 || Gazipur

in hive-138339 •  4 years ago 

আমার প্রিয় বন্ধুরা ♥
কেমন আছ সবাই??
আশা করি সবাই ভাল আছ।
আমি @adz-labib আছি তোমাদের সাথে।

আজ আমার "my town 10 pictures " এ থাকছে। জয়দেবপুর শহরের, রেলওয়ে স্টেশন এবং তার আশপাশের এলাকার কিছু ছবি।

--------------------------------------------

IMG20210207181928.jpg

  • উপরের ছবিটি জয়দেবপুর রেল গেইট এর পাশে অবস্থিত একটি মন্দিরের সামনে অবস্থানরত একটি মিস্টির দোকান । মন্দিরে পুজো দিতে আসা হিন্দু ভক্ত এবং দর্শনার্থী রা এখানকার ক্রেতা।
    w3w :https://w3w.co/whimpered.partly.moving

--------------------------------------------

IMG20210207182300.jpg

  • উপরের ছবিটি জয়দেবপুর রেল গেইট এর পাশে অবস্থিত একটি মন্দিরের সামনে অবস্থানরত একটি মুদি দোকান । মন্দিরে পুজো দিতে আসা হিন্দু ভক্ত এবং দর্শনার্থী রা এখানকার ক্রেতা। নানা রকম দরকারি দ্রব্য ইনি বিক্রি করেন।
    w3w :https://w3w.co/whimpered.partly.moving

--------------------------------------------

IMG20210207182307.jpg

  • উপরের ছবিটি জয়দেবপুর রেল গেইট এর পাশে অবস্থিত একটি মন্দিরের সামনে অবস্থানরত একটি মুদি দোকান । মন্দিরে পুজো দিতে আসা হিন্দু ভক্ত এবং দর্শনার্থী রা এখানকার ক্রেতা। নানা রকম দরকারি দ্রব্য ইনি বিক্রি করেন।
    w3w :https://w3w.co/whimpered.partly.moving

--------------------------------------------

IMG20210207183143.jpg

  • উপরের ছবিটি জয়দেবপুর রেল স্টেশন এর পাশে অবস্থিত একটি একটি ডিপার্টমেন্টাল স্টোর। স্টেশনে আসা যাত্রি দর্শনার্থী রা এখানকার ক্রেতা। নানা রকম দরকারি দ্রব্য ইনি বিক্রি করেন।
    w3w :https://w3w.co/khdhpered.partly.dho

--------------------------------------------

IMG20210207183452.jpg

  • উপরের ছবিটি জয়দেবপুর রেল স্টেশন এর পাশে অবস্থিত একটি একটি ডিপার্টমেন্টাল স্টোর। স্টেশনে আসা যাত্রি দর্শনার্থী রা এখানকার ক্রেতা। নানা রকম দরকারি দ্রব্য ইনি বিক্রি করেন। দোকানের সামনে ২জন যাত্রি ট্রেনের জন্য অপেক্ষমান।
    w3w :https://w3w.co/khdhpered.partly.dho

--------------------------------------------

IMG20210207183503.jpg

  • উপরের ছবিতে আমারা যাকে দেখতে পাচ্ছি ইনি একজন ঝাল মুড়ি বিক্রেতা। ইনি সারা দিন জয়দেবপুর স্টেশনে মুড়ি বিক্রি করেন। যদিও তিনি তার ফেস ক্যামেরা বন্দী করতে আমার ডাকে সাড়া দেনিনি।
    w3w :https://w3w.co/dghjered.partly.mkhf

--------------------------------------------

IMG20210207183519.jpg

  • উপরের ছবিতে আমারা যাকে দেখতে পাচ্ছি ইনি একজন ভ্রাম্যমাণ ছোলা বুট বিক্রেতা। ইনি সারা দিন জয়দেবপুর স্টেশনে এগুলো বিক্রি করেন।
    w3w :https://w3w.co/typewriter

--------------------------------------------

IMG20210207193001.jpg

  • উপরের ছবিতে আমারা যাকে দেখতে পাচ্ছি ইনি একজন ভ্রাম্যমাণ পপকরন বিক্রেতা। ইনি সারা দিন জয়দেবপুর স্টেশনে এগুলো বিক্রি করেন।
    w3w :https://w3w.co/typewriter

--------------------------------------------

IMG20210207183926.jpg

  • ছবিটি জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২য় প্লাটফর্ম থেকে আমি তুলেছি। ইনি একজন ভ্রাম্যমাণ শশা বিক্রেতা। তাছাড়া তিনি পেয়ারা এবং গাজর বিক্রি করেন।

w3w :https://w3w.co/dghjered.partly.mkhf

--------------------------------------------

Cc:- @steemcurator01, @steemitblog

♥ Thanks to all of you ♥

@adz-labib

1613311547884.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!