THE DIARY GAME : 19/08/2020

in hive-138339 •  4 years ago  (edited)

আসসালামুআলাইকুম
আমি মোছাঃ আকতারা বেগম #Bangladesh.

আশাকরি সবাই ভালো আছেন।

বিসমিল্লাহির রহমানির রহিম।

আজকে আমি ফজরের আজানের সাথে সাথেই ঘুম থেকে উঠেছি। তারপর বাথরুমে গেলাম৷ ওজু করলাম। তারপর ফজরের নামাজ পড়লাম। তারপর কিছু সময় তাসবি পাঠ করি।

তারপর আমি আমার ফুলের বাগানে যাই। গাছ গুলো পর্যবেক্ষণ করলাম৷ তারপর গাছে পানি দিলাম। আজকে আমার বাগানে খুব একটা বেশি ফুল ফুটে নাই।

ফুল

20200819_223101.jpg

20200819_223050.jpg

বাগান থেকে এসে নাস্তা বানাতে যাই। সাহেব অফিসে যাবে। তাই তারাতারি উনার জন্য সকালের নাস্তা তৈরি করি। তারপর উনাকে খেতে দেই। উনি অফিসে গেলে আমি ও আমার ছেলের জন্য নাস্তা তৈরী করি। তারপর আমি খেয়ে নেই।

তারপর আমি আমার ঘরের কাজ করি। আমি একজন গৃহীনি। তাই আমার ঘরের সব কাজ আমাকে নিজের হাতেই করতে হয়। প্রতিদিনের মত আজকেও বিছানা ঠিক করছি৷ ঘর ঝাড়ু দেই। ময়লা কাপড় মেশিনে দেই কাঁচার জন্য। এসব করে আবার একটু বিশ্রাম নেই। তারপর কিছুক্ষণ টিভি দেখি।

তারপর দুপুরের খাবার তৈরি করতে যাই। আমি আজকে গরুর মাংসের কিমা তৈরি করেছি কাবাব বনানোর জন্য। এরপর কাটাকাটি করে আবারও রান্নাঘরে যাই দুপুরের খাবার রান্না করতে। রান্না শেষ করে আবারও একটু বিশ্রাম নেই।

তারপর যোহরের আজান দিলে যোহরের নামাজ পড়ে নেই৷ তারপর আমি খেয়ে নেই৷ তারপর আমার ছেলের নামাজ পড়া হলে তাকেও দুপুরের খাবার খাইতে দেই৷ তারপর কিছুক্ষণ বিশ্রাম নেই৷ এর মাঝে আমার সাহেব অফিস থেকে আসেন৷ তিনি ওযু করে নামাজ পড়েন। ততক্ষণে আমি তার দুপুরের খাবার প্রস্তুত করি। তারপর আমি আবার এসে কিছুক্ষণ বিশ্রাম নেই।

তারপর আছরের আজান দিলে। আমি নামাজ পড়ি। তারপর বিকেলের নাশতা খেয়ে একটু টিভি দেখতে বসি৷ তারপর মাগরীবের আজান হলে মাগরিবের নামাজ পরে আবারও একটু টিভি দেখি।

তারপর আমার স্বামীর জন্য রাতে রুটি তৈরি করি। সে রাতে রুটি খান৷ ডাক্তার তাকে রাতে রুটি খাইতে বলেছেন। তারপর এশার আজান দিলে তাকে রাতের খাবার খেতে দেই৷ সে খাবার খেয়ে নামাজ পড়ে নেয়৷ তারপর 9.30 টা বাজলে সে ঘুমিয়ে পড়ে। আমিও আমার স্বামীর সাথেই রাতের খাবার খাই। তারপর আমার ছোট ছেলের জন্য রাতের খাবর তৈরি করি।

তারপর আমি এশার নামাজ পড়ি৷ তারপর কিছুক্ষণ কুরআন শরীফ তিলাওয়াত করি৷ তারপর রাতে ঘুমানোর আগে আমার বড় ছেলের সাথে মোবাইলে কিছুক্ষণ কথা বলি। তারপর ঘুমাতে যাই।

এভাবে আমার দিন গুলো চলে যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

What is the name of this flower?
What kind of flowers do you have in your garden?

আমি জানি এইটা ফুলের নাম আসলে কি।

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Thank you

What flowers are in your garden? What is the name of the flower you shared? The flower is very beautiful to look at. #onepercent #bangladesh

Thank you

দারুণ লিখেছেন আপু।
আমার ভুল না হলে!!! এই ফুলকে মোরগ ফুল বলে। ফুলের গাছটি অনেক দিন পরে দেখলাম ভালো লাগলো।