🌄সকালবেলা🌄
ঘুম থেকে উঠি ৬ঃ০০ টায়।আজ অন্যান্য দিনের থেকে একটু জলদি ঘুম থেকে উঠলাম।কারন আজকে আমি ৮ঃ৩০ এর ট্রেনে করে দিনাজপুরে রউনা করবো।সেখানে ভর্তি সংক্রান্ত বিষয়ে যেতে হবে।আমি তাই ঘুম থেকে উঠেই ফ্রেশ হতে লাগলাম। মাকে ডাকলাম। ঘুম থেকে উঠেই মা রান্নাবান্নার কাজ শুরু করে দেয়।এরপর আমি ৭ঃ০০ টার মধ্যে রেডি হই এবং সকল প্রকার কাগজপত্র সাজিয়ে রাখি।এরপর আমি খাওয়া দাওয়া করে নেই।তাড়াতাড়ি খেয়ে নিয়ে বাড়ি থেকে বের হলাম।ট্রেনে উঠলাম।৮ঃ৩০ পর্যন্ত অপেক্ষার পর ট্রেন ছাড়লো।এরপর কিছুটা বিরক্তি কাটলো। তারপর কিছু পথ যেতে না যেতেই কেমন একটা লাগতে শুরু করলো।তারপর সামনে বিনোদনের জন্য একজন লোককে দেখলাম।তিনি হাতে করে বাদ্যযন্ত্র বাজিয়ে মুখে বাশির শুর তুলে নিজে নিজে গান করছেন।বিষয়টা আমার খুব ভালো লাগলো। এরপর নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে গেলাম।
🧭দুপুরবেলা🧭
সেখানে ট্রেন থেকে নামার পর আমি একটা অটোতে উঠলাম।উঠেই আমি তাকে আমার গন্তব্যের কথা বললাম।এরপর সেখানে পৌঁছার পর নামি সর্বপ্রথম আমি ফটোকপির দোকান খুজতে লাগলাম।কিন্তু খুজে পেলাম না।এরপর এক বড়ভাইয়ের সাহায্যে আমি সেই দোকানটি খুজে পেলাম।দোকানে গিয়ে আমি আমার সব কাগজপাতি ফটোকপি করলাম।এরপর আমি সেগুলা নিয়ে আমার গন্তব্যে গেলাম।আদা ঘন্টা দেরি করার পর আমার কাজটি সম্পন্ন হয়ে গেলো।এরপর আমি বাইরে বেরিয়ে এসে একটা ভ্যান নিলাম।আবার স্টেশনে এলাম।কিন্তু যখনি ট্রেনে উঠবো এমন সময় গ্রামের এক বন্ধু ফোন দিয়ে আমায় বললো সেও নাকি দিনাজপুরে আসতেছে।তাই সে আমাকে অপেক্ষা করতে বললো।অনেক্ষন অপেক্ষা করতে করতে আমার ধৌর্যের বাধ ভেঙে যেতে লাগলো।কারন ট্রেন চলে গেলে স্টেশন ফাঁকা হয়ে যায়।গল্প করার মতোও পাশে কেউ একজন ছিল না।এরপর আমি হালকা নাস্তা করে নিলাম।তারপর আবার প্লাটফর্ম এসে বসলাম।অনেক্ষন পরে সে আসে এবং আমার বিরক্তির অবসান হয়।এরপর তাকে নিয়ে তার কাজ সম্পন্ন করতে যাই এবং শেষ করে স্টেশনে ফিরে আসি।
🌅বিকেলবেলা🌅
এসে আমরা নাস্তা করি। এরপর প্লাটফর্মে এসে বসে অনেক্ষন গল্প করি। নির্দিষ্ট সময় পর ট্রেন চলে আসে।এরপর আমরা ট্রেনে উঠি।উঠেই আমরা একসাথে দুইটা সিট নেই।গল্প করতে করতে বাসায় যাই। বাসায় গিয়ে আমি গোসল করে নেই।এরপর কিছুক্ষন বিশ্রাম করি।এরপর বেলা গড়ালে আমি বাড়ির পাশে ইটভাটায় ঘুরতে যাই।বর্তমানে ইটভাটায় কাজ বন্ধ থাকায় সেটি হয়ে উঠেছে শিশুদের খেলাধুলার কেন্দ্রমনি।সেখানে গিয়ে কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম, কিছু ছবি তুললাম। তারপর গেলাম ধানক্ষেতে। সেখানে কিছু ছবি তুলার পর আমাদের চিরচেনা 'নাওডুবা 'পুকুরের পাশে কয়েকটা ছবি তুলি।এভাবেই আমার বিকেল কেটে যায়।
😴রাত্রিবেলা😴
গ্রামের পাশের বাজার যাই।বন্ধুদের সাথে দেখা হয়।মাঠে বসে গল্প গুজব করি।৮ঃ০০ টার দিক বাসা ফিরে আসি।এসে বই পড়তে বসি।এরপর খাওয়ার সময় হলে আমার মা আমাকে ডাক দেয়।এরপর খাওয়া করি।খাওয়া শেষে শুয়ে পড়ি।।শুয়ে শুয়ে কিছুক্ষণ ফেসবুক চালাই।আমার বন্ধু শাহিনের সাথে কছুক্ষন যাবত মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলি।এরপর আমি যথারীতি মশারী টাঙিয়ে ঘুমিয়ে যাই।এভাবেই আমার একটা সুন্দর দিনের সমাপ্তি ঘটে।
আমার চারজন ভিনদেশী বন্ধু @ana07, @yeri52, @may2015 & @mamamasha কে এই contest এ পোস্ট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। please post in this contest!
সপ্তাহে অন্তত তিনটি কন্টেস্টে পার্টিসিপ্যান্ট করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Suggestion-
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit