আমার আজকের সারা দিনটা কেটেছে দুই যায়গায়।আগের দিন সৈয়দপুরে আপুর বাসা যাই এবং সেখানেই থাকি।আজকে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত আমি সৈয়দপুরেই কাটাই এবং তারপর আমার বাসা জমিরহাটে আসি।তো চলুন আমার সারাদিনের সকল কাজকর্ম আপনাদেরকে শোনাই-
সকালবেলা
সকালবেলা আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নেই। এরপর আমি ফেসবুকে ঢুকি।তারপর কিছুক্ষণ সেখানে থাকতে থাকতে আমার বোনেরা ঘুম থেকে ওঠে।এরপর তারা ফ্রেশ হওয়ার পর নাস্তা তৈরি করা শুরু করে।সকালের নাস্তা ছিলো পরোটা আর সেমাই।আমার বোনের হাতের পরোটার তুলনা হয় না।নাস্তা শেষ করে আমার বোন ডিউটিতে চলে গেলো। কিন্তু আমাকে একটা কাজ দিয়ে গেলো।আমার ভাগিনাকে তার স্কুলে পৌঁছে দিতে বললো।তার স্কুল ছিল ৮ টার সময়।আমি সময় মতো তাকে নিয়ে রওনা হলাম তার স্কুলে।যাওয়ার সময় আমরা বেশ কিছু সেলফি তুলি।তারপর তাকে রেখে আমি বাসা চলে আসলাম।আমার বোনের বাসায় আমার মাও গেছিলো। সেখানে তিনি সেদিনকার রান্নার কাজ গুলো করে।সেইদিন মাছ রান্না হইছিলো। আমি বাসা এসে বেশ খাওয়া দাওয়া করে বিশ্রামের জন্য শুয়ে পড়ি।
দুপুরবেলা
এরপর আমার বোন আমরা তার বাসায় থাকায় তাড়াতাড়ি ডিউটি থেকে আসলো। এসে আমাকে বললো যে ' চল বাজার করতে যাই'।আমি তার কথা শোনা মাত্রই রেডি হয়ে গেলাম।বাসার বাইরে গিয়ে একটা রিকশা নিলাম।রিকশায় কিছুদূর যাওয়ার পর বিশাল বড় এক যানযটের মধ্যে ঢুকে গেলাম।সেখানকার পরিস্থিতির একটা ছবি সঙ্গে সঙ্গে তুলে নিলাম।তারপর বাজার পৌঁছে গেলাম।আমরা প্রথমেই গেলাম পানের একটা দোকানে।সেখান থেকে ২০০ টাকা দিয়ে পান শুপারি কিনে নিলাম।তারপর গেলাম মাংশের দোকানে।সেখানে ১ কেজি গরুর মাংস কিনে নিলাম।তারপর মুদির দোকানে বেশ কিছু পন্য কনে, বাচ্ছাদের জন্য খাবার কিনে আবার একটা রিকশা নিয়ে বাড়ির পথে রউনা করলাম।বাসা আসলাম।এসেই আমার মা আর বোন রান্না শুরু করে দিল।তারপর দুপুর হতে হতে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির পথে রউনা করলাম।
বিকেলবেলা
বাড়ি এসে আমি গোসল করে ফেলি।এরপর আমি বিশ্রাম করে নেই।তারপর আমরা সবাই মিলে আম খাই।তারপর আমার এক চাচাতো ভাইয়ের মেয়ে উঠানে খেলা করছে।আমি তার মাটির নকল পিঠা বানাতে সাহায্য করি এবং একটা ছবিও তুলে রাখি।তারপর আমার এক বন্ধু আমাকে ফোন করলো বাজার যাওয়ার জন্য। সেখানে গিয়ে তাজুদ্দিন,সৈকতদের সাথে স্কুল মাঠে শহীদ মিনার প্রাঙনের কাছে আড্ডা দেই।এরপর বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা নাস্তা করি এবং সবাই সবার বাড়ি চলে যাই।
রাত্রিবেলা
এরপর প্রতিদিনের মতো আমি পরিবারের সবার সাথে বসে খাওয়া দাওয়া সেরে নেই।সামনে পরিক্ষা আছে।তাই এখন একটু বেশি করেই পড়ার চেষ্টা করি।।মাঝে মাঝে একটু ফেসবুকে ঢকে রিফ্রেশ করে নেই।শাহীন, শোহাগদের সাথে ভিডিও কলে কথা বলি।এভাবে আমি অনেকরাত পর্যন্ত যেগে থাকি।পড়া হয়ে গেলে আমি লাইট নিভিয়ে দিয়ে, মশারী টাঙিয়ে দেই। এরপর ঘুমিয়ে পড়ি। আর এভাবে আমার একটা সুন্দর দিনের সমাপ্তি ঘটে।
আমার চারজন ভিনদেশী বন্ধু @mariaru, @vik24 , @ana07 এবং @yeri52 কে এই contest এ পোস্ট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। please post in this contest!
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I so much appreciate the way you make your diary details. I've read this diary game and I love it. Thanks for sharing. I'm @bossj23. Looking forward to your next diary game
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hola amigo gracias por tomarme en cuenta.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit