অনেকদিন পর আজ পুরো রাত জেগেই ছিলাম।
তাই ভোরে বিছানা থেকে উঠে হালকা নাস্তা করে আবার বিছানায় চলে গেলাম।
তখন বেশ ঘুমও চলে আসলো।
তারপর ঘুম থেকে উঠে দেখলাম ছোটভাই আর আম্মু খালার বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
তখন নাস্তা করে কিছুক্ষণ টিভির সামনে বসে ছিলাম।
তারপর মাঠে চলে গেলাম খেলা দেখতে।
আজকে মাঠে খেলা দেখার সময় এবারের টুর্নামেন্টের একটা নিয়ম জানতে পারলাম।
খেলার সময় দর্শকদের কেউ ক্যাচ ধরতে পারলে তাকে একটা জার্সি দেয়া হবে।
তারপর থেকে অনেকক্ষণ দাড়ায় থাকলাম একটা ছয়ের!
ছয় হয় কিন্তু আমার আশেপাশে নয়।
আমার আশেপাশে হলে আমি ধরে ফেলতাম।
এসব করে চলে আসলাম।
এসে দেখি এক ভাগনা আসছে বাড়িতে।
তার সঙ্গে অনেক গল্প করলাম।
তারপর আমাদের বাসায় পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছে এবার আল্লাহর রহমতে।
সেগুলো পেরে খাইলাম সবাই মিলে।
তারপর দুপুরে খাওয়া শেষ করে ভাগনার সাথে ঘুরতে গেলাম।
কিন্তু ঘুরতে যেয়ে দেখি বৃষ্টি তাই ঘুরে মাঠে চলে আসি।
মাঠে এসে বৃষ্টি কমার অপেক্ষা করি।
তারপর কমে গেলে আবার খেলা শুরু হয়।
সবাই মিলে খেলা দেখি।
আমরা যাওয়ার আগেই একদল টার্গেট দিয়ে দেয়।
টার্গেট ছিল ৮৮ রান।
তাই ভেবেছিলাম বিকেলে একটা ক্যাচ পাবো ধরার মত৷
কিন্তু বিকেলেও এতো গুলা রান হওয়ার পরেও তারা কোনো ছয় মারলো না।
তাই পরে আর ঘুরতে না যেয়ে বাসায় চলে আসি।
আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি এখন মেয়েদের খুব এড়িয়ে চললেও একটা সময় খুব ইচ্ছে ছিল প্রেম করার।
প্রেম আমার হয়েছে বেশ কয়েকবার কিন্তু প্রেমিক হয়ে উঠতে পারিনি।
ঠিক তেমনি একজনার সঙ্গে আজ হঠাৎ দেখা।
যেহেতু তাদের সঙ্গে সম্পর্কে যাইনি সেহেতু আমি ভেবেছিলাম তারা আমার দিকে কেউ তাকাবেই নাহ,কথা তো দুরের হিসেব।
যাইহোক আজকে সে আমার দিকে তাকিয়ে এমনভাবে হেসেছিল আমার ২০১৬ সালের কথা মনে পড়ে গিয়েছিল হঠাৎ।
সেই সময় ওর সঙ্গে দেখা হলে এভাবেই প্রতিবার হাসতো!
যেটা শুধু আমার জন্য দেখে আমার আনন্দের সীমা থাকতো নাহ।
আজকেও হঠাৎ করেই সীমা হারিয়ে ফেলেছিলাম হাসি দেখে।
তখন আবার সীমায় ফিরে এসে তাকে এই প্রথম সামনাসামনি দেখায় সালাম দিলাম।
ফোন কলে অনেকবার দিয়েছি।
কিন্তু সামনাসামনি কখনো দেখা হয়নি।
সালাম দেখে খানিক অবাক হয়েছে আবার খুশিও হয়েছে।
যাইহোক বাসায় কেউ নাই তাই রাতে ভাইয়া রান্না করলো।
আমি আব্বু আর ভাইয়া খাওয়া শেষ করলাম এখন চেষ্টা করবো ঘুমানোর।
কারণ ভোরে উঠতে হবে।
শুভ রাত্রি 💙
আপনাদের এলাকায় কোন টুর্নামেন্ট চলতেছে নাকি ভাই?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই!
কিছুদিন আগে একটা শর্টপিচ টুর্নামেন্ট ছিল!
সেটার পর একটা বড় টুর্নামেন্টের আয়োজন করেছে বড়ভাইরা!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এইখানে টুর্নামেন্টের নিয়ম কোনো দর্শক ছয় মারা বল ক্যাচ ধরতে পারলে ২০ টাকা মোবাইল রিচার্জ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ!
আমার মোবাইলে ইদানীং টাকা থাকে না!
আপনাদের ওখানে থাকলে কয়েকটা ক্যাচ ধরে মাসখানেক চালায় নিতাম😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🤣🤣🤣🤣🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
😇
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit