The Dairy Game : Day 11 | 21-08-2020

in hive-138339 •  4 years ago 

সকাল ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি।
আজ আমাদের টিমের খাওয়া দাওয়া ছিল।
আমরা কিছুদিন আগে যে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হইলাম সেইখান থেকে যেই টাকাটা পাইছিলাম সেটা দিয়েই আজকের খাওয়া।

তারপর বৃষ্টি কমলে সবাই আমাদের শর্টপিচ মাঠে গেলাম।
যেয়ে সবাই মিলে কাটা-বাছা করলাম।
তারপর রান্না শুরু হলো।
তারপর সবাই নামাজ পড়তে গেলাম কয়েকজন বাদ দিয়ে।
আমরা নামাজ পড়ে আসার পর বাকি যারা ছিল তারা নামাজ পড়তে গেলো আরেকটা মসজিদে।
তারপর সবাই মিলে একটা খেলার আয়োজন করলাম খাওয়ার আগে।
সিনিয়র বনাম জুনিয়র।
20200821_14443701.jpeg

আমরা সিনিয়র ব্যাচ জিতে যাই।
যদিও আমাদের জুনিয়র টিমে প্লেয়ার কম থাকায় আমাদের সিনিয়ররা জুনিয়রদের টিমে খেলেছে।

যাইহোক তারপর শুরু হয় খাওয়াদাওয়া।
আমিসহ কয়েকজন বড় ভাই আর এক ছোটভাই খাবার সার্ভ করছিলাম।
তাই আমরা পরে খাইছি।
received_331834201290240.jpeg

তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই সবার বাসায় চলে যাই।

করোনায় অনেকদিন বাসায় থেকে খুব বিরক্ত লাগে এখন।
তাই কোনো কাজ না থাকলেই বাড়ির সামনে যেয়ে দাড়াই।
এদিক সেদিক তাকাই।
কিছু না দেখতে পাইলে আকাশের দিকে তাকায় থাকি।

এতো সুন্দর এতো বিশালতা আকাশ কিভাবে নিয়ে থাকি আমি বুঝিনা!

অনেকেই আকাশের বিশালতা শুধু আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারেননা।
তার আকাশের বিশালতা কখনোই আকাশের দিকে পাবে না।
তবে আপনি যদি বিশালতা দেখতে চান তাহলে একদম খোলা আকাশের নিচে শুয়ে পড়বেন।। তারপর আকাশ দেখলেই বুঝতে পারবেন।
20200821_17052401.jpeg

তারপর মাঠের দিকে রওনা দিলাম।
যাওয়ার পথে একটা পুকুরে অনেকগুলো রাজহাঁস দেখে অনেক ভালো লাগলো!!

20200821_22112502.jpeg

আপনারা কেউ কি কখনো রাজহাঁস উড়তে দেখেছেন??

রাজহাঁস সাধারণত ওড়ে না।
কিন্তু রোদের মধ্যে এরা যদি এমন কোথায় থাকে যেখানে কোনো ছায়া নেই তাহলে এড়া তখন উড়ে কোনো ছায়া যুক্ত জায়গায় চলে আসে।
অসম্ভব সুন্দর সেই দৃশ্য।

যাইহোক তারপর মাঠে চলে গেলাম।
কিছুক্ষন খেলা দেখে বাসায় চলে আসলাম।। কারণ বাসায় কেউ ছিল না!
তারপর বাসায় এসে টিভি দেখলাম, বই পড়লাম, ব্রাউজিং করলাম।
তারপর ভাইয়া এসে রান্না করলো।
তখন হঠাৎ বৃষ্টি শুরু হলো আবার।
কিন্তু আব্বু-আম্মু বৃষ্টিতে একটা জায়গায় আটকে যাওয়ায় আমি বের হলাম ছাতা নিয়ে।
আব্বু-আম্মুকে ছাতা দিয়ে আমি ভিজে চলে আসলাম।
ইংশা-আল্লহ জ্বর আসবে নাহ।

তারপর সবাই খাওয়াদাওয়া করলাম।

এখন আমার ঘুম দরকার।!

শুভ রাত্রি 😴

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আগে ক্রিকেট খেলতাম ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘন্টা। এখন আর খেলা হয় না

ওহ আচ্ছা

i think your photos are error because of some some upload problem . edit your post and try to re upload ,

thank you

সব তো ঠিক আছে!!

দয়াকরে আরেকবার দেখুন!!

sorry. maye be its my internet proplem

its ok!!

দেশের যে অবস্থা! ইন্টারনেট পায় এটাই অনেক😴