The Dairy Game : Day 12 | 22-08-2020

in hive-138339 •  5 years ago 

আজ ভোরে উঠে নামাজ পড়তে যাইতে পারছি আলহামদুলিল্লাহ।
নামাজ পড়ে আসার সময় কোরআন তেলওয়াত করতে করতে আসলাম।
এসে হালকা নাস্তা করে ঘুমিয়ে পড়লাম।
কারণ রাতে খুব একটা ভালো ঘুম হয়নি।
তাই মাথা ব্যথা করছিলো খুব।
ঘুমোনোর চেষ্টা করে যখন গভীর ঘুমে তলিয়ে গেলাম ঠিক তখনি এক দাদু এসে ডাকতে শুরু করলো।
ঘুম গেলো ভেঙে।
মেজাজ হয়ে গেলো খারাপ।

কিন্তু যাইহোক গেস্টের উপর তো আর রাগ দেখানো যায়না।
তাই আপ্যায়ন করে ঘুমিয়ে গেলাম আবার।
তারপর ঘুম থেকে উঠে চলে গেলাম মাঠে।
তারপর কিছুক্ষণ খেলা দেখে এক ছোটভাইয়ের সঙ্গে আড্ডা দিলাম।
আড্ডা দিতেই সকাল শেষ হয়ে গেলো।
তারপর বাসায় এসে অজু করে নামাজ পড়তে চলে গেলাম।

নামাজ পড়ার পর এক বড়ভাইয়ের সঙ্গে দেখা।

উনি জোর করে চা খাওয়ালেন।
তারপর বললেন চলো একটু ঘুরে বাসায় যাই।
যাওয়ার পথে হঠাৎ একটা বাড়ির মধ্যে ঢুকে পড়লেন।
আমি জিজ্ঞেস করায় বললেন এটা তার মামার বাড়ি।
সেখানে খাওয়াদাওয়া করলেন, মামার সঙ্গে অনেক গল্প করলেন।
কিন্তু আমি খুব অস্বস্তিবোধ করলাম।
কারণ আমি নামাজ পড়ানোর সুবাদে অনেক দাওয়াত পাই।
কিন্তু দাওয়াত খেয়ে বেড়ানো ব্যাপারটা ঠিক আমার ভালোলাগে না একদমি।
সেখানে ওই ভাইয়ের মামা হলেও আমার অপরিচিত কারো বাড়িতে যেয়ে খাওয়াদাওয়ার প্রশ্নই আসেনা।
যাইহোক তারপর সেখানে অনেকিটা সময় থেকে ভাসায় চলে আসলাম।
এসে রেস্ট নিলাম।। তারপর বিকেলে নামাজ পড়তে বের হলাম।
নামাজ শেষ করে মাঠে চলে গেলাম খেলা দেখতে।
20200822_18095901.jpeg

তারপর খেলা শেষ হলে আমরা যেই কোয়াটারে ছোটবেলায় থাকতাম সেখানে হাটতে গেলাম।
সেখানে একটা পুকুর আছে।
ওই পুকুরটাকে আমরা বলতাম ফ্যামিলি সুইমিংপুল।
আর পুরো কোয়াটারটা একটা ফ্যামিলি।
প্রতিটা পরিবার একজন করে ফ্যামিলি মেম্বার!
20200822_18295401.jpeg
সন্ধ্যা হয়ে যাওয়ায় পুকুরটা অন্ধকার লাগছে।
যাইহোক, তারপর নামাজ পড়ে চলে গেলাম ছোটভাই ইমরানের দোকানে।। সেখানে তার সঙ্গে এশার নামাজ অব্দি আড্ডা দিলাম।
তারপর নামাজ পড়ে বাড়ি চলে আসলাম।
এসে দেখি আম্মু পিঠা বানাচ্ছে।
রাতে শুধু পিঠাই খাইলাম আলহামদুলিল্লাহ।

তারপর আমাদের একটা ফেস্টিভ্যালের মিটিং ছিল।
সেখানে মিটিং শেষ করে এখন স্টিমিটে ডায়েরি লিখছি আর ভাবছি, ভোট পাইনা কেন? 😴

যাইহোক কপালে যা আছে তাই হবে!

ঘুমাই তাইলে!!

শুভ রাত্রি 💙received_2572250259692035.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি অনেক সুন্দর ডায়রি লিখেছেন।

আপনার ডাইরির ছবি গুলাও অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক ভালো ফটোগ্রাফার। যাই হোক , কি পিঠা বানিয়েছেন আপনার মা ?

ধন্যবাদ

#onepercent
#bangladesh

ভাপা পিঠা!!

Hi.@algalib

This picture is really awesome
2gsjgna1uruvCMJTX7owXd26zXYjZqAJUBTewkwpoEFuRzL1nF22iUyCz7hkKKvPSAJ683tTtmUSDjNLNtyRvmJ1W1zjx7r4rMPFihjesAx3rnuCUn.jpeg
You wrote many beautiful posts.

ধন্যবাদ ভাই!!

Nice selfie brother

ধন্যবাদ ভাই!!

অনেক সুন্দর লিখেছেন। এভাবে প্রতিদিন পোস্ট করে মান।
ধন্যবাদ।
#onepercent
#Bangladesh

ইংশা-আল্লহ ভাই!!