গতকাল খুব ব্যস্ত ছিলাম স্মৃতিচারণে।
যার কারণে ঠিকভাবে ঘুমোতে পারিনি।
ভোরে উঠতেও পারিনি।
স্মৃতি নিয়ে অনেক সমস্যা আছে আমার।
শুধু আমার নাহ!
হয়তো সবারই আছে।
সবারই ভালোমন্দ গল্প থাকে, স্মৃতি থাকে।
কিন্তু অনেকেই সেগুলোকে উপেক্ষা অনেকটা পথ চলে গেলেও একটা সময় যেয়ে হঠাৎ করেই সেই স্মৃতি তাদের বিস্মৃতি হয়ে দাড়ায়।
কেউ চাইলেও তখন স্মৃতিকে উপেক্ষা করে সময়টা পার করতে পারবে না।
যাইহোক, ঘুম থেকে সকালে উঠে নাস্তা করে খুব মাথা ব্যথার কারণে আবার ঘুমিয়ে গেলাম।
অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম।
আমার এক স্টুডেন্ট আমার কাছে আবৃত্তি শিখতো।
তার নাম আখি।
সে যেই ব্যাচে আবৃত্তি শিখতো সেই ব্যাচে ছাত্র ছিল ৪ জন আর ছাত্রী ছিল ১৮ জন।
আমি এমনিতে খুব মিশুক মানুষ হলেও আবৃত্তি ক্লাসের ক্ষেত্রে আমি খুব রাগি হয়ে থাকি।
যাতে কেউ ক্লাসে উল্টোপাল্টা কথা কিংবা আচরণ করার সাহস না পায়।
ক্লাসের বেশ কয়েকটা মেয়ে আমাকে পছন্দ করতো।
আমার ব্যাপারটা ভালোলাগতো।
কিন্তু যখন দেখতাম তাদের সঙ্গে আমার বয়েসের খুব একটা পার্থক্য না থাকলেও সম্পর্ক শিক্ষক- শিক্ষার্থী তখন আমি ব্যাপারগুলোকে একদমি প্রশ্রয় দিতাম নাহ।
তবে একটা ব্যাতিক্রম হলো আখি।
যাকে আমি প্রশ্রয় না দিয়ে পারতাম না।
যাইহোক স্বপ্নটা ছিল অনেকটা এমন, আমি আর আখি একটা প্রোগ্রাম শেষ করে ফিরছিলাম।
আমি সাদা পাঞ্জাবি আর আখি লাল-কালো শাড়ি পড়েছিল।
স্বপ্নের ওই দৃশ্যের কথা ভাবলে মনে হয় স্বপ্নে আমাদের সম্পর্কটা ছিল প্রেমিক-প্রেমিকা কিংবা হাসবেন্ড-ওয়াইফ!
যাইহোক, তারপর আমি সামনের দিকে তাকিয়ে আখির সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম।
হঠাৎ পাশে তাকিয়ে দেখি আখি নাই।
পিছনে তাকিয়ে দেখি আখি আমার দিকে তাকিয়ে আছে এই অপেক্ষায় যে কখন আমি দেখবো ও আমার পাশে নাই।
তারপর যখন ওর দিকে দেখলাম তখন একমুহূর্তের মধ্যে সে তার হ্যান্ডব্যাগ থেকে একটা ছুড়ি বের করে পায়ের রগ কেটে ফেললো।
কেটে আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো।
আমি দেখতে পাচ্ছি
মেয়েটার পা থেকে অনেক রক্ত ঝড়ছে। কিন্তু তার হাসির দিকে তাকিয়ে থাকলে সেটা বোঝার উপায় নাই।
তারপর আমি দৌড় দিয়ে ওর কাছে যাবো সেই সময়েই স্বপ্নটা গেলো ভেঙে আর আমি পরে গেলাম ধাঁধায়।
স্বপ্নটা নিয়ে ভাবতে ভাবতে খুব অস্বস্তির মধ্যে পরে গেলাম।
তাই না খেয়েই বের হলাম খেলার জন্য।
ভাবলাম খেলার মধ্যে থাকলে ভাবনায় কিছু আসবে না।
তারপর মাঠে যেয়ে দেখি মাঠ ফাকা অন্য দিনের মতো গরুছাগলে ভরা।
তার মধ্যে একটা ছেলে বসে আছে উদাস হয়ে।
কিন্তু আমার তো খেলতেই হবে ভাবনা বন্ধ করার জন্য । তাই চলে গেলাম ছোটভাই মুহিবের বাড়িতে। তার বাড়ির সামনে অল্প কয়েকজন মিলে প্রায়ই খেলা হয়।
সেখানে ক্রিকেট খেললাম।
মাঝে কিছুক্ষণ এক পিচ্চির সঙ্গে ফুটবল খেললাম।
সেই পিচ্চি কিছুক্ষণ খেলে ক্লান্ত হয়ে খেলা বাদ দিয়ে বসে পড়ে।
আর আমাকে বলে, " তোমার সাতে আর কেলবো না! তুমি বেশি পারো!" 😃
তারপর দুপুর হয়ে গেলে আসার সময় কিছুক্ষণ মাঠে বসে আকাশ দেখি।
তারপর বাসায় এসে গোসল করে খাওয়া শেষ করে বিশ্রাম নেই।
বিকেলে আবার একটু হাটতে যাই একা একা।
কারণ মাথা থেকে স্বপ্নটা যাচ্ছে না।
তারপর বাসায় এসে আবার গোসল দিয়ে বের হই সন্ধ্যার পর। বের হয়েই দেখা হয় এক ভাইয়ের সঙ্গে।
কিছুদিন আগে তার একটা সরকারি চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ।
সেই সুবাদে আমাদের সব বন্ধুদের ট্রিট দিলেন।
তারপর এশার নামাজ পড়ে বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে এখনো ভাবছি ওই স্বপ্নটা নিয়েই।
ভাবছি বললে ভুল হবে।
আমাকে ভাবাচ্ছে, ভাবতে হচ্ছে, বাধ্যও করছে।
প্রকৃতি ইচ্ছে করে মাঝেমাঝে এমনভাবে খেলে আমাদের সঙ্গে।
তারপর মনে পড়লো আজকে ডায়েরি লিখা হয়নি!!
শুভ রাত্রি 💙
ভাই আপনি তো আপনার লাভ স্টোরি বলে দিলেন😁😁😁😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইটা কেমনে লাভ স্টোরি ভাই!??
আমি তো স্বপ্ন বললাম!
তবে হ্যা মেয়েটাকে আমার ভালোলাগতো!
কিন্তু এমন স্বপ্নের কারণ বুঝিনি😌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Wonderful photography brother
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit