The Dairy Game : Day 14 | 24-08-2020

in hive-138339 •  4 years ago 

গতকাল রাতে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল বারবার।
কিন্তু কাল ছিল ফাইনাল।
তাই ঠিক করেছিলাম সকালে উঠে শুধু স্কোর না দেখে ফাইনাল পুরো ম্যাচটা দেখবো।
কে জানে সেই জন্যই হয়তো ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো বারবার।
যাইহোক খেলা ছিল দেখার মতো।

দুইটা দলই ভালো খেলেছে।
বিশেষ করে চ্যাম্পিয়ন দলের গোলকিপার।
20200824_225756.jpg

তবে খেলার ব্যাপারে একটা বিষয় আমাকে খুবই কষ্ট দেয়।। সেটা হলো সবাই কোনো একটা দলকে সমর্থন করে অন্যদের সাথে খেলা নিয়ে মাতামাতি, মারামারি শুরু করে দেয়।
যাইহোক খেলা দেখা শেষ করে ভাবলাম ঘুমাতে যাই।
কিন্তু সেই সময় ঘুমাইলে ফজরে আর ওঠা সম্ভব হবেনা জন্য শুয়ে বসে ভোর অব্দি অপেক্ষা করলাম।
নামাজ পড়ে আসার সময় বৃষ্টি শুরু হয়ে গেলো।
আমি আর আব্বু ভিজতে ভিজতে চলে আসলাম কিন্তু দৌড় দিলাম না!

তবে আমি একা থাকলে দৌড় দিতাম।
যাইহোক তারপর বাসায় এসে হালকা নাস্তা করে দিলাম ঘুম।
ঘুম থেকে উঠলাম ১০ টার দিকে।
উঠে নাস্তা করে আবার ঘুম।
আবার ঘুম থেকে উঠে দেখি দুপুর হয়ে গেছে আর বাড়ি ভর্তি গেস্ট।

যাইহোক তারপর গোসল করে খাওয়াদাওয়া করে লিখতে বসলাম।
লিখা শেষে নামাজ পড়তে গেলাম।। তারপর গেলাম মাঠে প্রথম পর্বের শেষ ম্যাচ দেখতে।।
কিন্তু খেলা দেখে ভালো লাগছিল না একদমি।
20200824_17052301.jpeg
তাই পাশে কয়েকজনকে খেলতে দেখে আমিও তাদের সঙ্গে খেলতে শুরু করলাম!

সেখানে তেমন ভালো খেলা হয়নি তবে খেলায় মজা হয়েছে অনেক।
তারপর খেলা শেষ করতে করতে সন্ধ্যা নেমে গেলো।
আজকে সন্ধ্যায় সূর্য দেখতে বেশ ভালো লাগছিল। 20200824_17581801.jpeg

তারপর খেলা শেষে বাসায় এসে গোসল করে আবার লিখতে বসলাম।
নতুন একটা ফেস্টিভ্যাল শুরু হলো৷
সেখানে আমাকে ক্যাম্পাস এম্বাসেডর হিসেবে সিলেক্ট করছে।
বাংলাদেশের সব ক্যাম্পাস এম্বাসেডরদের নিয়ে একটা জুম মিটিং ছিল সেখানে ঘন্টা খানেক থাকলাম।
তারপর আমাদের ফিল্ম ম্যাকিং এর টিমের এক ভাইয়ের সঙ্গে অনেকদিন পর কথা হলো।

তারপর হঠাৎ একটা আইডিয়া মাথায় আসলো।
তাই নেক্সট শর্টফিল্ম এর জন্য যেই থিমটা সাজাইছিলাম সেটা সম্পূর্ণই পরিবর্তন করলাম।

তারপর অনেকদিন বাদে বড়খালার সঙ্গে কথা বললাম বাড়ির সবাই মিলে।
তারপর একসঙ্গে রাতের খাবার শেষ করলাম।

এখন স্টিমিটের জন্য ডায়েরি লিখছি।

ভোট পাই না পাই, লিখে যাবো ইংশা-আল্লহ!!

শুভ রাত্রি সবাইকে 💙

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই বানানগুলো একটু দেখে নিবেন। ইনশাআল্লাহ জায়গায় ইংশা আল্লাহ দিয়েছেন

ইংশা আল্লাহ দেইনি ভাই!
ইংশা-আল্লহ দিয়েছি!!
আর ঠিকটাই দিয়েছি!
দয়াকরে আরবি উচ্চারণের বাংলা লিখার আগে আরবি শুদ্ধ উচ্চারণটা জেনে নিবেন!! ধন্যবাদ

আমি ৪৫ মিনিট খেলা দেখে ঘুমিয়ে পড়েছিলাম৷ কারণ কোন টাই আমার প্রিয় দল ছিলো না। তবে এত মিচ করছে কালকে পিএসজি বলার বাইরে।

মিস করছে। কিন্তু খেলেছেও ভালো!
অন্যথায় গোল আরও খাইতো!!

  ·  4 years ago (edited)

Hi @algalib take a look at your blog title, All these 15 days you make 1 mistake in your title.
You should write your title this way,

The Dairy Game : Date (example: 14/08/2020)

Ok

You have been upvoted by randulakoralage the Country Representative from SRI LANKA we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and come join our #thediarygame Season 2 you can get steem for commenting too with our #onepercent
Steem on!