The Dairy Game : Day 2 | 12-08-2020

in hive-138339 •  4 years ago  (edited)

গতকাল রাতে আমার ইচ্ছে ছিল আজ সকালে সূর্যোদয় দেখবো
কিন্তু ভোরে উঠে ফজর নামাজ পড়লেও সূর্যোদয় দেখতে পারলাম না। অনেক সময় আসে আমাদের জীবনে যখন আমরা যা চাই তা হাতে পাওয়ার পরেও অদ্ভুত সব কারণে আমাদের হয়ে ওঠে না।
তাই কিছুটা ভোঁতা ক্ষোভ নিয়ে বৃষ্টি দেখতে দেখতে নামাজে গেলাম আবার বৃষ্টি দেখতে বাড়ি ফিরে আসলাম।
তবে একটা ব্যাপার হলো, দিন কিংবা রাত যতই গরম হোক না কেনো অদ্ভুতভাবে ফজরের পর ঠান্ডা একটা বাতাস বয়ে যায়। সেই নেয়ামত সম্ভবত শুধু তাদের জন্য যারা ঘুমের থেকে নামাজকে উত্তম মনে করে।
আল্লাহ আমাকে ইমানদার হওয়ার তৌফিক দান করুক। আমিন!!

যাইহোক, তারপর বাড়ি এসে হালকা নাস্তা করে ঘুম। তারপর আবার শেষ সকালের দিকে উঠে আবারও হালকা নাস্তা করে মাঠ। বৃষ্টিতে মাঠ ভেজা থাকার কারণে মাঠে কাউকে না দেখায় ছোটভাই মুহিবের বাড়িতে চলে গেলাম।
20200812_1125320101.jpeg

সেখানে ছোটভাইয়ের সাথে দুপুর অব্দি আড্ডা দিয়ে বাড়ি ফিরে গোসল করে বিশ্রাম। তারপর দুপুরের খাবার খেয়ে আবার বিশ্রাম নিবো ভাবতে ভাবতে ইলেক্ট্রিসিটি হাওয়া হয়ে গেলো।
তখন বুঝতে পারলাম, আমাদের দেশে ইলেক্ট্রিসিটি যায় না। বরং মাঝেমধ্যে আসে। তখনই আমরা সামান্য স্বস্তির শ্বাস ফেলতেই আবার হাওয়া হয়ে যায়।
তাই প্রচন্ড গরমে ঘরে না থেকে বাড়ির সামনে দাঁড়িয়ে পার করলাম দুপুর। 20200812_15421001.jpeg
তারপর আছর নামাজ পড়ে বাড়িতে কিছুক্ষণ স্মৃতিচারণ করে আমার পরবর্তী শর্টফিল্ম এর ডিওপি এবং ইডিটরকে নিয়ে বেড়িয়ে পরলাম ক্যামেরা রিহার্সাল করতে।
তখন বুঝতে পারলাম সিনেমা বানানো মোটেও সহজ কাজ নয়। কিন্তু আপনি যেটা ভালোবাসেন সেটাই যদি হয় আপনার রোজকার কাজ তাহলে আপনার কখনোই মনে হবে না আপনি কোনো কঠিন কাজ করছেন। কাজ করতে করতেও আপনার মনে হবে আপনি ছুটিতে আছেন। Screenshot_20200812191132_Video_Player01.jpeg

তারপর রিহার্সাল করতে করতে হঠাৎ আমি দেখলাম সূর্যাস্ত। তখন আচমকাই নিজেকে সুখী মানুষ মনে হলো আবার এটাও মনে পড়লো গতকাল রাতের দোয়া সৃষ্টিকর্তা কবুল করেছেন আরো উত্তম ভাবে।
আমি দেখতে চেয়েছিলাম সূর্যোদয়। তার পরিবর্তে উনি আমাকে বৃষ্টি দেখিয়েছেন আবার সূর্যাস্তও দেখিছেন।
নিঃসন্দেহে আল্লাহ আমাদের জন্য সেটাই রাখেন যেটা আমাদের জন্য অধিক উত্তম। আলহামদুলিল্লাহ। !20200812_18371501.jpeg
তারপর মাগরিব নামাজ পড়ে বাড়ি আসতে আসতে ভাবছিলাম এবারের শর্টফিল্ম এর কাজটা আগের গুলোর থেকে ভালো করতে চাইলে আরও রিহার্সাল দরকার।
তারপর আবার ভাবলাম তার থেকে বেশি দরকার আগামীকাল সূর্যোদয় দেখা 😇
শুভ রাত্রি সবাইকে💙

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ভাই

ধন্যবাদ ভাই💙

দেশটা যে হাওয়া হয়ে যাচ্ছে না এটাই আমাদের শুকরিয়া করা উচিত। দূর্নীতি আর লুটপাটের দেশে কোন মতে বেচে আছি তা কম কি।

সেটাও ঠিক বলেছেন ভাই!
এটাই ভাল এর থেকে খারাপের চেয়ে!!